1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিঙ্গাপুরে অর্থ পাচারের বিষয়ে তদন্তের আহ্বান

৫ সেপ্টেম্বর ২০২৩

সিঙ্গাপুরে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম আলমের বিরুদ্ধে তদন্তের দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বান জানান মুজিবুল হক চুন্নু৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি: Pond5 Images/imago images

সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি প্রধানমন্ত্রীর কাছে এ আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু৷

তিনি বলেন, 'ডেইলি স্টার সহ বিভিন্ন পত্রিকায় একজন ব্যক্তির নাম আসছে৷ যিনি বিভিন্ন ব্যাংকের মালিক৷ তিনি অন্য দেশের নাগরিকত্ব নিয়ে সিঙ্গাপুরে মার্কেট করেছেন, হোটেল কিনেছেন ১ বিলিয়ন ডলার দিয়ে৷'

দেশে ডলার সংকটে সরকার আমদানি নিয়ন্ত্রণ করছে, অর্থনীতিও ভালোভাবে চলছে না৷ সেই পরিস্থিতিতে এস আলম গ্রুপের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য হলে তা রাষ্ট্রবিরোধী এবং রাষ্ট্রদ্রোহীতার সামিল শামিল বলে মনে করেন এই নেতা৷ 

জাতীয় পার্টির এই সংসদ সদস্য অর্থমন্ত্রীরও সমালোচনা করেন৷ বাংলাদেশ থেকে টাকা পাচার হওয়া থামাতে ব্যবস্থা নিতে বলা হলেও অর্থমন্ত্রী সে বিষয়ে কোন পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেন তিনি৷ 

বাংলাদেশ ব্যাংকের এখন পর্যবেক্ষকের আপত্তি থাকা সত্তেও নাসা গ্রুপের ২৫২ কোটি টাকা ঋণের সুদ মাফ করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুজিবুল হক৷

এসএইচ / কে এম (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ