1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিঙ্গাপুরে কাজ

৬ মার্চ ২০১২

একটানা কাজের পর চাই বি‌শ্রাম৷ তাই সব চাকরিতেই রয়েছে সাপ্তাহিক ছুটির চল৷ কিন্তু গৃহকর্মীদের ক্ষেত্রে সেটা ভিন্ন, প্রায় সবদেশেই৷ কিন্তু এবার সিঙ্গাপুরে এই শ্রমিকদের সপ্তাহে একদিন ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

ছবি: AP

১৯ বছরের এক ইন্দোনেশীয় মেয়ে এখন সিঙ্গাপুরের কারাগারে জেল খাটছে৷ কারণ সে তার সিঙ্গাপুরীয় গৃহকর্ত্রীকে খুন করেছে৷ জানা গেছে, ঐ গৃহকর্ত্রী প্রায়ই বকাঝকা বা নির্যাতন করতো৷ ফলে একসময় ত্যক্ত বিরক্ত হয়ে একেবারে খুনই করে ফেলা হয় তাকে৷

মানবাধিকার কর্মীরা বলছেন, গৃহপরিচারিকাদের একটানা ছুটিবিহীন কাজ করতে হয়৷ ফলে একসময় তারা হতাশা বা অবসাদে ভুগতে শুরু করে৷ একাকিত্ব ভর করে তাদের৷ ফলে খুনের মতো অপরাধে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয়৷ এর থেকে মুক্তির উপায় হলো সাপ্তাহিক ছুটি৷

সিঙ্গাপুরে সম্প্রতি একটি জরিপ পরিচালিত হয়৷ আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এতে অর্থ বরাদ্দ দেয়৷ তাতে দেখা যায়, একেক গৃহকর্মী প্রতিদিন গড়ে প্রায় ১৪ ঘণ্টা কাজ করে৷ এবং মাত্র ১২ শতাংশ পরিচারিকা সপ্তাহে একদিন ছুটি পায়৷

এবার সরকারের পক্ষ থেকে গৃহকর্মীদের জন্য একদিন সাপ্তাহিক ছুটির ঘোষণা দেয়া হয়েছে৷ তবে কোনো মালিক চাইলে ছুটির দিনে ওভারটাইম বা অতিরিক্ত অর্থের বিনিময়ে কাজ করিয়ে নিতে পারবেন৷ আগামী বছর থেকে এই আইন কার্যকর হবে৷

নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডাব্লিউ সহ সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে৷ তবে এইচআরডাব্লিউ বলছে, শ্রমিকদের সুরক্ষায় এটা একটা মাত্র ভাল পদক্ষেপ৷ তবে আরও অনেক কিছু করতে হবে৷

তবে মালিকপক্ষ সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন৷ যেমন ব্যাংকার জ্যাকলিন এনজি৷ তিনি বলছেন, মাত্র ক'দিন আগে তার ইন্দোনেশীয় গৃহকর্মীকে দেশে ফেরত পাঠাতে হয়েছে৷ কেননা সে যৌনবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েছিল৷ এনজি বলছেন, কোনো ছুটি না পেয়েই তারা এ ধরনের কাজ করতে পারে৷ তাহলে ছুটি পেলে কী হবে? – প্রশ্ন করেন এনজি৷ 

উল্লেখ্য, সিঙ্গাপুরে দুজনই চাকরি করেন এমন দম্পতির সংখ্যা দিন দিন বাড়ছে৷ ফলে ঘর পরিচালনায় প্রয়োজন পড়ছে গৃহকর্মীর৷ এ মুহূর্তে সেখানে গৃহকর্মীর সংখ্যা দুই লাখের উপরে৷ যার বেশিরভাগ এসেছে ইন্দোনেশিয়া, ফিলিপাইনস, শ্রীলঙ্কা ও ভারত থেকে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ