1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিঙ্গাপুরে জয় পেলেন ফেটেল

২৪ সেপ্টেম্বর ২০১২

ফরমুলা ওয়ানের সিঙ্গাপুর রেসে জয় পেলেন জার্মানির তারকা সেবাস্টিয়ান ফেটেল৷ এ নিয়ে এই মৌসুমে এটা তাঁর দ্বিতীয় শিরোপা৷ এর ফলে চ্যাম্পিয়নশীপ তালিকায় দ্বিতীয়তে উঠে এলেন গত দুইবারের চ্যাম্পিয়ন৷

ছবি: REUTERS

এই বছরটা মোটেও ভালো যাচ্ছিল না ফেটেলের৷ কেননা গত ১৩টা রেসে তিনি মাত্র একবার জয়ী হয়েছিলেন৷ যেখানে গত বছর তিনি জয় পেয়েছিলেন ১১টিতে৷

অবশ্য গাড়ি দৌড়ের জন্য ২০১২ সালটাই কেমন যেন! সিঙ্গাপুরেরটা মিলিয়ে গত ১৪টি রেসে জয়ী হয়েছেন সাতজন রেসার৷ অর্থাৎ কেউ কাউকে ছাড় দিচ্ছেন না৷

সব মিলিয়ে এখন পর্যন্ত চ্যাম্পিয়নশীপ দৌড়ে এগিয়ে আছেন ফার্নান্ডো আলোন্সো৷ পয়েন্টের বিচারে তাঁর সংগ্রহ ১৯৪৷ আর ফেটেলের সংগ্রহে এখন ১৬৫ পয়েন্ট৷ মানে আলোন্সোর চেয়ে ২৯ পয়েন্ট কম৷ রেস বাকি আছে এখনো ছয়টি৷

সেবাস্টিয়ান ফেটেলছবি: REUTERS

ফেটেল মনে করছেন এবারের চ্যাম্পিয়ন কে হতে যাচ্ছেন সেটা নিশ্চিত হতে পারে বছরের শেষ দৌড়ে৷ যেমনটা হয়েছিল ২০১০ সালে৷ সেবার শেষ রেসে মোট চারজন প্রতিযোগী চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিলেন৷ এর মধ্যে ফেটেল ছিলেন তিন নম্বরে৷ আবু ধাবিতে হওয়া সেই রেসে ফেটেল প্রথম হয়ে ইতিহাসের সর্বকনিষ্ঠ হিসেবে মাত্র ২৩ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন৷

ফেটেলের মতোই তাঁর রেড বুল দলের প্রধান ক্রিস্টিয়ান হোরনার'ও মনে করছেন এবার শেষ রেসেই চ্যাম্পিয়ন নির্ধারিত হতে পারে৷ তিনি বলেন, ২০১০ সালে দুই রেস বাকি থাকতে ফেটেল সেসময় তালিকায় এক নম্বরে থাকা আলোন্সোর চেয়ে ২৫ পয়েন্টে পিছিয়ে ছিলেন৷ আর এবারতো তাও পরিস্থিতিটা একটু ভালো৷ কেননা এবার ফেটেল ২৯ পয়েন্ট পিছিয়ে থাকলেও রেস বাকি আছে ছয়টি৷

ফরমুলা ওয়ানের পরবর্তী আসর শুরু হবে জাপানে, অক্টোবরের ৫ তারিখে৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ