1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিঙ্গাপুরে ‘ফিলিস্তিনিদের বীরের' তথ্যচিত্র প্রদর্শনী নিষিদ্ধ

৪ জানুয়ারি ২০১৮

ফিলিস্তিনি কিশোরীর ইসরায়েলি সেনাদের চড় দেয়ার ঘটনা নিয়ে একটি তথ্যচিত্র আজ প্রদর্শনীর কথা ছিল সিঙ্গাপুর-ফিলিস্তিন চলচ্চিত্র উৎসবে৷ কিন্তু মানুষের মধ্যে ঘৃণা ছড়াতে পারে আশঙ্কা থেকে তথ্যচিত্রটির প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে৷

Westjordanland Militärgericht, Ahed Tamimi bei Ramallah
ছবি: Reuters/A. Awad

সিঙ্গাপুরের রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা বলছে, ‘‘এই তথ্যচিত্রে এমন বিষয় উপস্থাপন করা হয়েছে, যা আমাদের জনগণের মধ্যে ক্ষোভ ও বিভাজনের জন্ম দেবে৷'' সিঙ্গাপুরের ৫৬ লাখ অধিবাসী চীনের আদিবাসী গোষ্ঠী৷ এছাড়া সেখানে মুসলিম মালয় এবং সংখ্যালঘু ভারতীয়ও রয়েছে৷ দেশটিতে ঘৃণা বা বিদ্বেষ ছড়ায়– এমন কোনো কিছু প্রদর্শনের ব্যাপারে সেখানে কঠোর বিধিনিষেধ রয়েছে৷

সিঙ্গাপুর-ফিলিস্তিন চলচ্চিত্র উৎসবে ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রগুলোর প্রদর্শন হয়৷ ২০১৬ সাল থেকে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে৷ একটি তথ্যচিত্র প্রদর্শিত না হলেও বাকি আর যে চারটি ছবি প্রদর্শনের কথা ছিল, সেগুলো নির্দিষ্ট সময়ে দেখানো হচ্ছে আজ৷

যে তথ্যচিত্রটি নিষিদ্ধ হয়েছে, তাতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী দুই কিশোরীর কাহিনি তুলে ধরা হয়েছে৷ তাদের একজন আহেদ তামিমিকে মঙ্গলবার রাতে ইসরায়েলি সেনাদের চড় মারার কারণে গ্রেফতার করা হয়৷ ২৯শে ডিসেম্বর জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার প্রতিবাদে পশ্চিম তীরে বিক্ষোভ করছিল ফিলিস্তিনিরা৷ এ সময় ফিলিস্তিনের সমাজকর্মী তামিমির পরিবারের এক সদস্যের মাথায় গুলি করে ইসরায়েলি সেনারা৷ এতে বিক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দু'জন ইসরায়েলি সেনাকে কয়েক দফায় চড় দেন তামিমি৷ এ কারণে তাকে ‘ফিলিস্তিনিদের বীর' উপাধি দিয়েছে ফিলিস্তিনিরা৷ ইসরায়েলি সেনাদের হয়রানিসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে তামিমির বিরুদ্ধে৷

সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘‘তথ্যচিত্রটিতে যেভাবে কাহিনি তুলে ধরা হয়েছে, তা জ্বালাময়ী, এর বক্তব্য বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে পারে৷''

এদিকে, চলচ্চিত্র উৎসবের আয়োজক আদেলা ফো সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে তিনি সম্মান জানান এবং এর বিরুদ্ধে আপিল করবেন না৷ তবে তিনি এ-ও জানিয়েছেন যে, এই ঘটনায় তিনি হতাশ এবং মর্মাহত৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ