1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উচ্চশিক্ষা

১২ নভেম্বর ২০১২

বিশ্বের কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে সিঙ্গাপুরে৷ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান যাচ্ছে সেখানে৷ এর ফলে সিঙ্গাপুরের শিক্ষার্থী ছাড়াও লাভবান হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো৷

ছবি: AFP/Getty Images

প্রায় এক ডজন শীর্ষস্থানীয় বিদেশি বিশ্ববিদ্যালয় সিঙ্গাপুরে তাদের শাখা খুলেছে৷ এর মধ্যে যেমন রয়েছে ‘ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি' বা এমআইটি, তেমনি রয়েছে স্ট্যানফোর্ড, ডিউক ইউনিভার্সিটি ইত্যাদি৷ রয়েছে ফ্রান্স তথা ইউরোপের অন্যতম সেরা বিজনেস স্কুল ‘ইএসএসইসি', রয়েছে ফ্রান্সেরই আরেকটি বিজনেস স্কুল ‘আইএনএসইএডি' এর ক্যাম্পাস৷

এসব প্রতিষ্ঠানে পড়ছেন এশিয়ার সেরা শিক্ষার্থীরা৷ রয়েছে স্থানীয় মেধাবীরাও৷ ফলে সিঙ্গাপুরের শিক্ষার্থীরা দেশেই পাচ্ছেন উচ্চমানের শিক্ষা৷ তাদেরকে যেতে হচ্ছে না যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ায়৷ এতে বন্ধ হচ্ছে মেধা পাচার৷

সিঙ্গাপুর ‘ইকোনোমিক ডেভেলপমেন্ট বোর্ড' বা ইডিবি'র নির্বাহী পরিচালক এলভিন তান বলছেন, এশিয়ায় কাজ করছে বিশ্বের নেতৃস্থানীয় অনেক কোম্পানি৷ কিন্তু মাঠ পর্যায়ে কাজ করার জন্য পর্যাপ্ত লোকবলের অভাব বোধ করছে এসব কোম্পানি৷ কেননা সেখানে প্রয়োজন দক্ষ স্থানীয় কর্মী৷ অর্থাৎ ঐসব কোম্পানিতে কাজ করার মতো মধ্য পর্যায়ের কর্মকর্তার যথেষ্ট অভাব রয়েছে৷ তাই সিঙ্গাপুরের এসব বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসগুলোতে পড়াশোনা করাদের যথেষ্ট চাহিদা দেখা যাচ্ছে৷

জার্মানির অন্যতম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখ' বা টিইউএম ২০০২ সালে সিঙ্গাপুরে তাদের ক্যাম্পাস খুলেছে৷ সেখানে মাইক্রোইলেক্ট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল কেমেস্ট্রি ও ট্রান্সপোর্টেশনের উপর স্নাতকোত্তর ডিগ্রি দেয়া হচ্ছে৷

টিইউএম এর এশিয়া অঞ্চলের পরিচালক মার্কুস ভেশটার বলছেন, ‘‘আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলে যেসব জার্মান কোম্পানি কাজ করছে তাদের জন্য দক্ষ লোকবলের ব্যবস্থা করা৷''

ছবি: AFP/Getty Images

জানা গেছে, সিঙ্গাপুরের টিইউএম থেকে বের হওয়া স্নাতকদের অর্ধেকই কাজ করছে বিভিন্ন জার্মান কোম্পানিতে৷

কাটারিনা ক্লাজের নামে ২৪ বছরের এক জার্মান তরুণী সিঙ্গাপুরে টিইউএম'এ ‘ট্রান্সপোর্ট ও মোবিলিটি'র উপর পড়াশোনা করছেন৷ তিনি জার্মানির ম্যুনস্টার বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনের উপর পড়াশোনা করেছেন৷

ক্লাজের বলছেন, সিঙ্গাপুর টিএউএম এ তিনি জার্মান বিশ্ববিদ্যালয়ে পড়ার পরিবেশ পাচ্ছেন৷ সেই সঙ্গে পাচ্ছেন এশিয়া সম্পর্কে তথ্য৷ ভবিষ্যতে এশিয়ায় কাজ করতে চান তিনি৷

আগামী বছর থেকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘ইয়েল ইউনিভার্সিটি' সিঙ্গাপুরের ‘ন্যাশনাল ইউনিভার্সিটি' এনইউএস'এর সঙ্গে যৌথভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছে৷ এজন্য ভবন তৈরির কাজ শুরু হয়ে গেছে - যা শেষ হবে ২০১৫ সালে৷ তবে আপাতত ন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসেই ক্লাস হবে৷

তবে সিঙ্গাপুরের মতো দেশে ইয়েলের শাখা খোলায় যুক্তরাষ্ট্রে ইয়েলের ক্যাম্পাসে সমালোচনার সৃষ্টি হয়েছে৷ সমালোচকদের অভিযোগ, সিঙ্গাপুরে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নেই৷

তবে সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয় বলেছে, সিঙ্গাপুরের আইনের মধ্যে থেকে ‘ইয়েল-এনইউএস কলেজ' এর শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা ও মত প্রকাশের পর্যাপ্ত স্বাধীনতা পাবে৷

উল্লেখ্য, প্রায় ৫০ বছর আগে স্বাধীনতা পাওয়ার পর থেকে একচ্ছত্রভাবে সিঙ্গাপুর পরিচালনা করছে দেশটির জনক লি কুয়ান ইউ'এর দল৷ তাদের দাবি, সিঙ্গাপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কঠোর হওয়ার প্রয়োজন রয়েছে৷

সিঙ্গাপুরের তিন চতুর্থাংশ জনগণ চীনা বংশোদ্ভূত, ১৩ শতাংশ মালয়েশীয় ও ৯ শতাংশ ভারতীয়৷

জেডএইচ / এএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ