1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিঙ্গাপুরে বৃদ্ধদের আত্মহত্যা ব্যাপক হারে বেড়েছে

১৬ আগস্ট ২০১৮

গত বছর সিঙ্গাপুরে ষাট বছরের বেশি বয়সিদের আত্মহত্যার হার যে কোনো বছরের তুলনায় বেশি ছিল৷ বৃদ্ধদের মাঝে এই আত্মহত্যার প্রবণতার কারণ এবং তা প্রতিরোধে কী উদ্যোগ নেয়া হচ্ছে তা জানতে ডয়চে ভেলে কথা বলেছে এক বিশেষজ্ঞের সঙ্গে৷

ছবি: picture-alliance/dpa/W. Woon

গত বছর সিঙ্গাপুরে ষাট বছরের বেশি বয়সি ১২৯ ব্যক্তি আত্মহত্যা করেছেন৷ এর আগে কখনো এক বছরে দেশটিতে প্রবীণদের এত বেশি আত্মহত্যা করতে দেখা যায়নি৷ আত্মহত্যা রোধে কাজ করা সংগঠন ‘সামারিটানস অফ সিঙ্গাপুর (এসওএস)' মনে করে, সিঙ্গাপুরে বয়োজ্যেষ্ঠ মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে৷ অথচ তাঁদের জীবনমান উন্নয়নের দিকে তেমন গুরুত্ব দেয়া হচ্ছে না৷ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ৬৫ বছর বয়সি মানুষের সংখ্যা ২০৩০ সাল নাগাদ বর্তমানের দ্বিগুন হবে৷

সিঙ্গাপুরে বয়োজ্যেষ্ঠরা বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে সামাজিক যোগাযোগে ঘাটতিসহ শারীরিক দুর্বলতা এবং নিজেকে পরিবারের বোঝা মনে করাসহ নানা সমস্যায় ভোগে৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে এসওএস-এর ক্রিস্টিন ওয়াং সিঙ্গাপুরে বৃদ্ধদের মাঝে আত্মহত্যা বৃদ্ধির কারণ এবং তা প্রতিকারের উপায় জানিয়েছেন৷

ডয়চে ভেলে: সিঙ্গাপুরে ২০১৭ সালে আত্মহত্যার হারের সঙ্গে অন্যান্য বছরের তুলনা করলে কী বেরিয়ে আসে?

ক্রিস্টিন ওয়াং: ২০১৭ সালে আসলে সিঙ্গাপুরে আত্মহত্যার সামগ্রিকহার অন্যান্য বছরের তুলনায় সবচেয়ে কম ছিল৷ দেশটির প্রতি একলাখ বাসিন্দার মধ্যে আত্মহত্যায় মৃত্যুর হার ছিল মাত্র ৭ দশমিক চুয়াত্তর শতাংশ৷ অথচ ২০১২ থেকে ২০১৬ সাল অবধি এই হার ছিল ৯ দশমিক ১৪ শতাংশ৷

যদিও ২০১৭ সালে আত্মহত্যার সংখ্যা আগের পাঁচ বছরের তুলনায় সবচেয় কম, মানে ৩৬১টি ছিল, ষাট বছরের বেশি বয়সি মানুষের কথা বিবেচনা করলে তা ছিল আগের যে কোনো বছরের তুলনায় সবচেয়ে বেশি - ১২৯টি৷ বৃদ্ধদের মাঝে আত্মহত্যার এই উচ্চহার সিঙ্গাপুরের জন্য অত্যন্ত উদ্বেগের ব্যাপার৷

সামগ্রিকভাবে আত্মহত্যার হার কমলেও বৃদ্ধদের মাঝে তা বাড়ছে কেন?

মুলত আত্মহত্যা বিষয়ক সামাজিক এবং সম্প্রদায়ভিত্তিক সচেতনতাই এর হার সামগ্রিকভাবে কমানোর পেছনে সহায়তা করেছে৷ এক্ষেত্রে এসওএস-এর সদস্যদেরও ধন্যবাদ দেয়া উচিত৷ এসওএস সক্রিয়ভাবে আত্মহত্যার কুফলের বিষয়ে মানুষকে সচেতন করছে এবং কারো মধ্যে আত্মুহত্যার প্রবণতা দেখা দিলে তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করছে৷

তবে, বয়োজ্যেষ্ঠরা সম্ভবত আত্মহত্যারোধে যেসব প্রচারণা চালানো হচ্ছে এবং উদ্যোগ নেয়া হচ্ছে, সেসবের ব্যাপারে যথেষ্ট অবগত নন৷ যখন তাঁরা এসব জানেন না, তখন আরো বেশি অসহায়বোধ করেন৷ আর তাতে তাঁরা আরো বেশি সমাজ থেকে দূরে সরে যান৷

সিঙ্গাপুরে বয়োজ্যেষ্ঠ মানুষের সংখ্যা বাড়ছে এবং একইসঙ্গে পরিবারের আকারও ছোট হচ্ছে৷ তাছাড়া বিশ্বায়নেরও একটা ভুমিকা আছে এখানে৷ কেননা, সিঙ্গাপুরের অনেক মানুষ অন্য দেশে কাজের জন্য যাচ্ছেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন৷ তাঁদের অনেকেই পরিবারের বৃদ্ধ সদস্যকে সঙ্গে নিয়ে যান না৷ ফলে তাঁরা আরো বেশি একাকি হয়ে যান৷

সেক্ষেত্রে বৃদ্ধদের মাঝে আত্মহত্যার প্রবণতা কমাতে কী করা যেতে পারে?

আমাদের বিভিন্ন এজেন্সির মাধ্যমে তাঁদের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি তাঁদের ভালোবাসার মানুষদের এবং শুশ্রুষাকারীকে বয়োজ্যেষ্ঠদের মানসিকভাবে সহায়তার বিষয়ে আরো জ্ঞান দিতে হবে৷ আমাদেরকে আরো প্রচারণা চালাতে হবে এবং সতর্ক হতে হবে৷ কারো মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দিলে তা প্রতিরোধে দ্রুত উদ্যোগ নিতে হবে৷

ক্রিস্টিন ওয়াং, এসওএস-এর নির্বাহী পরিচালক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ