জঙ্গি গোষ্ঠী আইএস-এ যোগদান এবং মসজিদে হামলা - এমন দুই পরিকল্পনার অভিযোগে এক কিশোর এবং এক কিশোরীকে আটক করেছে সিঙ্গাপুর পুলিশ৷
প্রতীকী ছবি৷ছবি: Nikolay Gyngazov/Russian Look/picture alliance
বিজ্ঞাপন
মসজিদে হামলার পরিকল্পনার অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে আটক করা হয়৷ কর্তৃপক্ষের দাবি, আটক ওই কিশোর মনে করে যে পূর্ব এশীয়রা সেরা ও এটি দৃঢ়ভাবে বিশ্বাস করে৷ মসজিদে হামলার পরিকল্পনা বাস্তবায়ন করতে মালয়েশিয়া, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনেছিল সে৷
কর্তৃপক্ষের দাবি, হামলা চালিয়ে ১০০ জনকে হত্যা করাসহ সর্বোচ্চ ক্ষয়-ক্ষতির পরিকল্পনা করছিল ১৭ বছরের ওই কিশোর৷ পরিকল্পনা অনুযায়ী, ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার চেয়ে ভয়াবহ হামলা চালাতে চেয়েছিল আটক হওয়া কিশোর৷ ক্রাইস্টচার্চের হামলায় ৫১ জন নিহত হয়েছিলেন৷
ইসলামিক স্টেটের শক্তি এখন কেমন?
২০১৯ সালের মার্চে সিরিয়া-ইরাক সীমান্তের বাঘুজে সংঘাতের পর ইসলামিক স্টেট তথা আইএস-এর পতন ঘটেছিল৷ এরপর সেটি এখন গেরিলা সংগঠনে পরিণত হয়েছে৷ বুধবার মার্কিন অভিযানে তাদের দ্বিতীয় শীর্ষ নেতা প্রাণ হারান৷
ছবি: Dabiq/Planet Pix via ZUMA Wire/ZUMAPRESS/picture alliance
পতন
২০১৯ সালের মার্চে সিরিয়া-ইরাক সীমান্তের বাঘুজে সংঘাতের পর ইসলামিক স্টেট তথা আইএস-এর পতন ঘটেছিল৷ এরপর ঐ বছরের অক্টোবরে আইএস-এর প্রতিষ্ঠাতা আবু বকর আল-বাগদাদি নিহত হন৷ একসময় ইরাক ও সিরিয়ার একটি বিশাল এলাকার লাখ লাখ মানুষের জীবন নিয়ন্ত্রণ করলেও বর্তমানে সংগঠনটি গেরিলা হামলা চালানোর মধ্যে সীমাবদ্ধ আছে৷
ছবি: Getty Images/AFP/G. Cacace
দুই শীর্ষ নেতার মৃত্যু
বাগদাদির মৃত্যুর পর আইএস এর প্রধান হন ইরাকের আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরেশি৷ একসময় তিনি যুক্তরাষ্ট্রে কারাবন্দি ছিলেন৷ গত বুধবার রাতে উত্তর-পশ্চিম সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা অভিযানের সময় বিস্ফোরণ ঘটিয়ে তিনি নিহত হন৷ কুরেশি ছাড়া সংগঠনটির আর কোনো নেতা সম্পর্কে তথ্য পাওয়া যায় না, কারণ আইএস এখন গোপনভাবে কার্যক্রম পরিচালনা করছে৷
ছবি: Mohamed Aldaher/REUTERS
কত সদস্য আছে?
বাঘুজে লড়াই শেষে ২০১৯ সালের মাঝামাঝি আইএস-এর বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, প্রায় তিন হাজার বিদেশিসহ সংগঠনে এখনও ১৪ থেকে ১৮ হাজার সদস্য আছে৷ তবে বিশ্লেষকরা বলছেন, আইএস-এর অনেক স্থানীয় সদস্য হয়ত স্বাভাবিক জীবনে ফিরে গেছে৷ কিন্তু সুযোগ পেলেই তারা আবার আবির্ভূত হতে পারে৷
ছবি: Dabiq/Planet Pix via ZUMA Wire/ZUMAPRESS/picture alliance
তিনবছরের মধ্যে সবচেয়ে বড় হামলা
সপ্তাহ দুয়েক আগে সিরিয়ার উত্তরাঞ্চলের হাসাকা শহরের একটি জেলখানায় হামলা চালায় আইএস৷ সেখানে তাদের সদস্যদের বন্দি রাখা হয়েছিল৷ ঐ এলাকা নিয়ন্ত্রণ করা কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস জানিয়েছে, হামলায় তাদের ৪০ জন সদস্য, কারাগারের ৭৭ জন নিরাপত্তা প্রহরী ও চারজন সাধারণ মানুষ প্রাণ হারান৷ আর ইসলামিক স্টেটের ৩৭৪ জন হামলাকারী বা বন্দি ঐ হামলায় নিহত হন৷
মার্কিন সরকারের সবশেষ প্রতিবেদন বলছে, গত তিন মাসে আইএস ইরাকে ১৮২টি ও সিরিয়ায় ১৯টি হামলা চালিয়েছে৷ আইএস এখনও প্রাণঘাতী ও জটিল হামলা চালাতে সক্ষম৷
ছবি: HUSSEIN FALEH/AFP/Getty Images
ভবিষ্যৎ কৌশল?
ইসলামিক স্টেটের পূর্বসূরি সংগঠনের নাম ছিল ইসলামিক স্টেট ইন ইরাক৷ ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে স্থানীয়দের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ঐ সংগঠনকে ধ্বংস করে দিয়েছিল৷ এরপর ঐ সংগঠনের সদস্যরা গোপনে চলে গিয়েছিলেন৷ তারপর সুযোগ বুঝে সামনে এসেছিল তারা৷ এবারও কি সেই কৌশল নেবে তারা?
ছবি: SDF/AP photo/picture alliance
কী ছিল সেই কৌশল?
ইরাকে শিয়া নেতৃত্বাধীন সরকারের সময় সুন্নিদের মধ্যে অসন্তোষ এবং সিরিয়ায় গৃহযুদ্ধের সুযোগ কাজে লাগিয়ে সামনে আসা শুরু করেছিল আইএস৷ ২০১২ ও ২০১৩ সালে ইরাকের বিভিন্ন কারাগারে হামলা চালিয়ে অনেক সদস্যকে মুক্ত করে তারা৷ একই সময়ে মানুষজনকে ভয় দেখিয়ে এবং চুরি, ছিনতাই ইত্যাদি উপায় ব্যবহার করে অর্থ সংগ্রহ করেছিল৷ এরপর ২০১৪ সালে মসুল ও ইরাকের উত্তরাঞ্চলের এক বিশাল এলাকার নিয়ন্ত্রণ নিয়েছিল আইএস৷
ছবি: Dabiq/Planet Pix via ZUMA Wire/ZUMAPRESS/picture alliance
7 ছবি1 | 7
বুধবার আটকের খবর জানালেও তাকে গত মার্চে আটক করা হয়৷ সিঙ্গাপুরের ইন্টারন্যাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী, বিচার ছাড়াই তাকে দুই বছর আটক রাখা যাবে৷ গত বছরের ডিসেম্বরে ১৮ বছরের এক কট্টর ডানপন্থিকে আটকের পর তদন্তের সময় ১৭ বছরের এই কিশোর কথা জানতে পারে কর্তৃপক্ষ৷
আটক হওয়া দ্বিতীয় জন ১৫ বছর বয়সি এক কিশোরী৷ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-এর যোদ্ধাকে বিয়ে করে আইএসপন্থি পরিবার গঠনের, কিংবা জঙ্গি সংগঠনটির পক্ষে সিরিয়ায় যুদ্ধ করার পরিকল্পনা করেছিল ওই কিশোরী৷ গত ফেব্রুয়ারিতে তার ওপর বিধিনিষেধ আরোপ করে কর্তৃপক্ষ৷
সিঙ্গাপুরের ইন্টারনাল সিকিউরিটি ডিপার্টমেন্ট জানায়, ‘‘নিজে নিজে কট্টর হয়ে ওঠার বিষয়টি খুব দ্রুতই ঘটতে পারে৷ ১৫ বছরের এই কিশোরীর বেলায় বিষয়টি তিন সপ্তাহের মধ্যে ঘটেছিল৷''