1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধসিঙ্গাপুর

সিঙ্গাপুরে ভিন্ন দুই অভিযোগে কিশোর-কিশোরী আটক

২ এপ্রিল ২০২৫

জঙ্গি গোষ্ঠী আইএস-এ যোগদান এবং মসজিদে হামলা - এমন দুই পরিকল্পনার অভিযোগে এক কিশোর এবং এক কিশোরীকে আটক করেছে সিঙ্গাপুর পুলিশ৷

একটি কালো হাতমোজা পরা হাতে হাতকড়া পরানো আছে৷
প্রতীকী ছবি৷ছবি: Nikolay Gyngazov/Russian Look/picture alliance

মসজিদে হামলার পরিকল্পনার অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে আটক করা হয়৷ কর্তৃপক্ষের দাবি, আটক ওই কিশোর মনে করে যে পূর্ব এশীয়রা সেরা ও এটি দৃঢ়ভাবে বিশ্বাস করে৷ মসজিদে হামলার পরিকল্পনা বাস্তবায়ন করতে মালয়েশিয়া, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনেছিল সে৷

কর্তৃপক্ষের দাবি, হামলা চালিয়ে ১০০ জনকে হত্যা করাসহ সর্বোচ্চ ক্ষয়-ক্ষতির পরিকল্পনা করছিল ১৭ বছরের ওই কিশোর৷ পরিকল্পনা অনুযায়ী, ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার চেয়ে ভয়াবহ হামলা চালাতে চেয়েছিল আটক হওয়া কিশোর৷ ক্রাইস্টচার্চের হামলায় ৫১ জন নিহত হয়েছিলেন৷

বুধবার আটকের খবর জানালেও তাকে গত মার্চে আটক করা হয়৷ সিঙ্গাপুরের ইন্টারন্যাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী, বিচার ছাড়াই তাকে দুই বছর আটক রাখা যাবে৷ গত বছরের ডিসেম্বরে ১৮ বছরের এক কট্টর ডানপন্থিকে আটকের পর তদন্তের সময় ১৭ বছরের এই কিশোর কথা জানতে পারে কর্তৃপক্ষ৷

আটক হওয়া দ্বিতীয় জন ১৫ বছর বয়সি এক কিশোরী৷ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-এর যোদ্ধাকে বিয়ে করে আইএসপন্থি পরিবার গঠনের, কিংবা জঙ্গি সংগঠনটির পক্ষে সিরিয়ায় যুদ্ধ করার পরিকল্পনা করেছিল ওই কিশোরী৷ গত ফেব্রুয়ারিতে তার ওপর বিধিনিষেধ আরোপ করে কর্তৃপক্ষ৷

সিঙ্গাপুরের ইন্টারনাল সিকিউরিটি ডিপার্টমেন্ট জানায়, ‘‘নিজে নিজে কট্টর হয়ে ওঠার বিষয়টি খুব দ্রুতই ঘটতে পারে৷ ১৫ বছরের এই কিশোরীর বেলায় বিষয়টি তিন সপ্তাহের মধ্যে ঘটেছিল৷''

আরআর/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ