ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো মারাত্মক রোগ আজও দূর করা যায়নি৷ মশার বংশবৃদ্ধি মোকাবিলা করে তার প্রকোপ কিছুটা কমানো যায়৷ সিঙ্গাপুরে কর্তৃপক্ষ এ বিষয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি কড়া পরীক্ষারও ব্যবস্থা করেছে৷
বিজ্ঞাপন
সিঙ্গাপুরে সচেতনতা অভিযানে একটি আকর্ষণীয় গান ব্যবহার করা হয়৷ সেইসঙ্গে এক পোস্টারে লেখা রয়েছে – ‘হয় তুমি মরবে, অথবা ওরা৷ চলো, শেষ পর্যন্ত লড়াই করা যাক৷' সিঙ্গাপুর এই অভিযানের পেছনে বছরে বেশ কয়েক লক্ষ ডলার ব্যয় করে৷
নগররাষ্ট্রে খেলাধুলার জায়গা, হাঁটাপথ বা সুইমিং পুলে প্রায়ই কীটনাশকের ধোঁয়া দেখা যায়৷ মশা মারতে সপ্তাহে একদিন করে স্প্রে করা হয়৷ ম্যালেরিয়া, ডেঙ্গু বাইয়েলো ফিভার মোকাবিলা করতেই এই ব্যবস্থা৷ কিছু মানুষ এই রাসায়নিক পদার্থকে ক্ষতিকর মনে করে৷ তবে এই কীটনাশক নাকি সে রকম নয়৷ সেই সঙ্গে মশা মারতে বেশ কার্যকরও বটে৷
মশা ও পোকামাকড় থেকে দূরে থাকার উপায়
ডেঙ্গু, চিকুনগুনিয়ার প্রকোপের পর মশা বা বিভিন্ন পোকামাকড়ের নাম শুনলেই কেমন যেন ভয় করে, তাই না? মশা, মৌমাছি বা এ জাতীয় পোকা থেকে নিজেকে দূরে রাখার কিছু সহজ উপায় থাকছে ছবিঘরে৷
ছবি: picture-alliance/dpa/J.Gathany
মিষ্টি খাবার দূরে রাখুন
‘মিষ্টি’ যে কোনো পোকামকড়কে কাছে টানে৷ বিশেষ করে মৌমাছিকে৷ তাই খাবার টেবিল থেকে মৌমাছিসহ অন্যান্য পোকাকে দূরে রাখতে এক গ্লাস মিষ্টি কোকাকোলা, ফান্টা বা মিষ্টি পানীয় দূরে কোথাও রেখে দিন৷ দেখবেন, পোকামাকড়ের অত্যাচার বা ঝামেলা ছাড়াই নিশ্চিন্তে খেতে পারছেন৷
ছবি: picture-alliance/dpa/R. Weihrauch
শান্ত থাকুন
মৌমাছি বা ভিমরুল আপনার কাছাকাছি ঘুরলে বা আপনাকে বিরক্ত করলে একদম চুপ বা শান্ত থাকুন৷ ওদের মারতে গেলে ওরা তখন আক্রমণাত্মক হয়ে ওঠে৷ কাজেই সাবধান!
ছবি: picture-alliance/blickwinkel/McPHOTO
মশার পছন্দ কালো পোশাক
মশার পছন্দ কালো বা গাঢ় রঙের পোশাক৷ তাই যেখানে মশা আছে, সেখানে হালকা রঙের পোশাক পরাই শ্রেয়৷ বিশেষ করে রাতের বেলায়৷ বাগানে বা বাইরে গরম হলেও ফুলপ্যান্ট এবং লম্বা হাতের জামা পরা উচিত৷ আর খোলা মাঠে ঘাসের ওপর বড় ছোট কেউ-ই খালি পায়ে একদম হাঁটবেন না৷
ছবি: Getty Images/S. Gosatti
পারফিউম মশাকে কাছে টানে
পারফিউম, হেয়ার স্প্রে বা সুগন্ধী প্রসাধনী ব্যবহার না করাই ভালো৷ কারণ, মানুষের মতো সুগন্ধী যে মশারও প্রিয়!
ছবি: picture-alliance/dpa/Ernesto Mastrascusa
দরজা-জানালায় নেট
দরজা-জানালায় নেট লাগিয়ে নিন৷ বিশেষকরে যেগুলো প্রায়ই খোলা থাকে সেসব দরজা-জানালায় নেট লাগাতে আর দেরি না করাই ভালো৷
ছবি: picture-alliance/dpa
টমেটো ও লেবু গাছ
দরজা বা জানালার কাছে সম্ভব হলে টমেটো গাছ ও লেবু গাছ লাগাতে পারেন, কারণ, এই গাছগুলো পোকামাকড়কে দূরে রাখে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
লবঙ্গ, ল্যাভেন্ডার
লবঙ্গ, ল্যাভেন্ডার বা লেবুযুক্ত তেল গায়ে মাখতে পারেন৷ যদিও এসবের স্থায়ীত্ব বেশিক্ষণ নয়, তারপরও কিছুটা কাজে লাগে৷
ছবি: picture-alliance/dpa/V. Tomas
যদি কামড় দিয়েই ফেলে
যদি মশা, মৌমাছি বা পোকামাকড় কামড় দেয় তাহলে সাথেসাথেই ভেজাকাপড় দিয়ে কামড়ের জায়গাটি মুছে নিয়ে সেখানে আয়োডিন লাগিয়ে নিন৷ ভালো হয় যদি একটি পেঁয়াজকে অর্ধেক করে তার একটি অংশ কামড়ের জায়গায় ভালো করে ঘষে দেন৷
ছবি: Fotolia/Africa Studio
মুখের ভেতর বা ঠোঁটে কামড়ালে
মশা বা পোকা যদি মুখের ভেতর বা ঠোঁটে কামড় দেয়, তাহলে তা ভয়ংকর আকার নিতে পারে৷ তাই এ সব জায়গায় কামড় দিলে ডাক্তারের কাছে যেতে হবে৷ তবে তার আগে বরফ শীতল পানি দিয়ে গার্গল করা এবং এক টুকরো বরফ মুখে পুরে লজেন্সের মতো চোষার পরামর্শও দিয়ে থাকেন বিশেষজ্ঞ৷
ছবি: picture-alliance/dpa/J.Gathany
চুলকাবেন না!
ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ এড়াতে কোনোভাবেই ক্ষতে চুলকাবেন না৷ কারণ, শুধুমাত্র চুলকানোর কারণেই হয়ত ক্ষতস্থান আরো ভয়ংকর আকার ধারণ করতে পারে৷
ছবি: Colourbox/A. Gravante
10 ছবি1 | 10
জেসিকা চিয়াম এই সংগ্রামে অংশ নিচ্ছেন৷ তিনি একজন স্বেচ্ছাসেবী৷ ডেঙ্গু জ্বর প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে তিনি বাড়ি গিয়ে বোঝান৷ যেমন বদ্ধ পানিতে মশার বংশবৃদ্ধির আশঙ্কার কথা বলেন৷ তাঁর মতে, সিঙ্গাপুরের অনেক মানুষ এখনো এ বিষয়ে বেশ ঢিলেঢালা মনোভাব দেখাচ্ছে৷ জেসিকা বলেন, ‘‘আমাদের জন্য খুবই বিপজ্জনক৷ কারণ ডেঙ্গু মশা যে কোনো সময়, যাকে খুশি মেরে ফেলতে পারে৷''
চিন বি ফং এক সরকারি ইনস্পেকটর৷ তিনি বাড়িতে ঢুকে মশার বংশবৃদ্ধির প্রমাণ পেলে ১২৫ ইউরো জরিমানা করেন৷ এমনকি বাথরুমেও ঢুঁ মারেন তিনি৷ কিন্তু লি ব্যক্তিগত জীবনে এমন হস্তক্ষেপ নিয়ে বিচলিত নন৷ তাঁর মতে, এতে কোনো সমস্যা নেই৷ পরীক্ষা না করলে চোখ এড়িয়ে মশারা বংশবৃদ্ধি করতে পারে৷