1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিঙ্গাপুরে মশা তাড়াতে কড়া পদক্ষেপ

২১ ফেব্রুয়ারি ২০১৮

ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো মারাত্মক রোগ আজও দূর করা যায়নি৷ মশার বংশবৃদ্ধি মোকাবিলা করে তার প্রকোপ কিছুটা কমানো যায়৷ সিঙ্গাপুরে কর্তৃপক্ষ এ বিষয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি কড়া পরীক্ষারও ব্যবস্থা করেছে৷

Mücke - Großaufnahme
ছবি: picture-alliance/dpa/P. Pleul

সিঙ্গাপুরে সচেতনতা অভিযানে একটি আকর্ষণীয় গান ব্যবহার করা হয়৷ সেইসঙ্গে এক পোস্টারে লেখা রয়েছে – ‘হয় তুমি মরবে, অথবা ওরা৷ চলো, শেষ পর্যন্ত লড়াই করা যাক৷' সিঙ্গাপুর এই অভিযানের পেছনে বছরে বেশ কয়েক লক্ষ ডলার ব্যয় করে৷

নগররাষ্ট্রে খেলাধুলার জায়গা, হাঁটাপথ বা সুইমিং পুলে প্রায়ই কীটনাশকের ধোঁয়া দেখা যায়৷ মশা মারতে সপ্তাহে একদিন করে স্প্রে করা হয়৷  ম্যালেরিয়া, ডেঙ্গু বাইয়েলো ফিভার মোকাবিলা করতেই এই ব্যবস্থা৷ কিছু মানুষ এই রাসায়নিক পদার্থকে ক্ষতিকর মনে করে৷ তবে এই কীটনাশক নাকি সে রকম নয়৷ সেই সঙ্গে মশা মারতে বেশ কার্যকরও বটে৷

জেসিকা চিয়াম এই সংগ্রামে অংশ নিচ্ছেন৷ তিনি একজন স্বেচ্ছাসেবী৷ ডেঙ্গু জ্বর প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে তিনি বাড়ি গিয়ে বোঝান৷ যেমন বদ্ধ পানিতে মশার বংশবৃদ্ধির আশঙ্কার কথা বলেন৷ তাঁর মতে, সিঙ্গাপুরের অনেক মানুষ এখনো এ বিষয়ে বেশ ঢিলেঢালা মনোভাব দেখাচ্ছে৷ জেসিকা বলেন, ‘‘আমাদের জন্য খুবই বিপজ্জনক৷ কারণ ডেঙ্গু মশা যে কোনো সময়, যাকে খুশি মেরে ফেলতে পারে৷''

চিন বি ফং এক সরকারি ইনস্পেকটর৷ তিনি বাড়িতে ঢুকে মশার বংশবৃদ্ধির প্রমাণ পেলে ১২৫ ইউরো জরিমানা করেন৷ এমনকি বাথরুমেও ঢুঁ মারেন তিনি৷ কিন্তু লি ব্যক্তিগত জীবনে এমন হস্তক্ষেপ নিয়ে বিচলিত নন৷ তাঁর মতে, এতে কোনো সমস্যা নেই৷ পরীক্ষা না করলে চোখ এড়িয়ে মশারা বংশবৃদ্ধি করতে পারে৷

সিঙ্গাপুরে মশা তাড়ানোর অভিযান

02:32

This browser does not support the video element.

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ