1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিকার কবলে ৬ বাংলাদেশি

১ সেপ্টেম্বর ২০১৬

সিঙ্গাপুরে ছয় জন বাংলাদেশির দেহে জিকা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে৷ মশাবাহিত এ রোগে আক্রান্ত হওয়ার খবরটি বৃহস্পতিবার নিশ্চিত করেছে বাংলাদেশ হাই কমিশন৷

জিকা ভাইরাস
ছবি: picture-alliance/dpa/Nih/Niaid

সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ জামান সংবাদ সংস্থা রয়টার্সকে একটি ই-মেইলে জানিয়েছেন, বুধবার মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের এ ব্যাপারে অবহিত করেছেন৷ তিনি এটাও জানান যে, আক্রান্ত ব্যক্তিদের দেহে সীমিত আকারে লক্ষণ দেখা গেছে এবং তাদের অনেকেই নিরাময়ের পথে৷ কেউ কেউ শিগগিরই সেরে উঠবেন বলেও জানিয়েছেন তিনি৷ বাংলাদেশ হাই কমিশন এ বিষয়ে স্বাস্থ‌্য দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানানো হয়েছে৷

গত বছর ব্রাজিল ও আশেপাশের দেশগুলোতে জিকার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এ বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জিকার কারণে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে৷

শ্রমিকদের দেহে জিকার সংক্রমণ

গত শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এক মালয়েশীয় নারীর সিঙ্গাপুরে এসে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে৷ এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত তারা ১১৫ জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি সম্পর্কে জানতে পেরেছেন৷

জিকা ভাইরাস ছোঁয়াচে নয়৷ তবে যৌন সংসর্গের মাধ্যমে জিকার সংক্রমণ ছড়িয়ে পড়ে৷ সিঙ্গাপুর সরকার এরই মধ্যে বিদেশি শ্রমিকদের মশারি ব্যবহার করতে এবং মশা যাতে বংশ বিস্তার না করতে পারে সে ব্যাপারে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন৷ তবে বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিকরা যে পরিবেশে থাকে, তাতে খুব সহজেই এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে৷

সংবাদ সংস্থা রয়টার্সের কর্মীরা নির্মাণ শ্রমিকদের সঙ্গে কথা বলতে চাইলে কর্তৃপক্ষ তাদের অনুমতি দেয়নি৷ তবে স্থানীয় যেসব সাংবাদিক সেখানে প্রবেশ করেছিলেন, তারা জানিয়েছেন, জিকায় সংক্রমিত শ্রমিকরা এখনো আগের জায়গাতেই আছেন, তবে তাদের অন্যদের থেকে আলাদা রাখা হয়েছে৷

ভারতের ১৩ জন আক্রান্ত

সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৩ জন ভারতীয়৷ সিঙ্গাপুরের ভারতীয় দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে৷

সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ৫৬ জনের দেহে এবং মঙ্গলবার ৮২ জনের দেহে জিকা ভাইরাস পাওয়া গেছে৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ