1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিঙ্গুরের হাসপাতালে নার্সের মৃতদেহ উদ্ধার

১৫ আগস্ট ২০২৫

আবার হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে। হুগলির সিঙ্গুরে এক নার্সিংহোম থেকে তরুণী নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার।

কলকাতায় আরজি কর কাণ্ডের প্রতিবাদ
আরজি কর কাণ্ডের প্রতিবাদছবি: Satyajit Shaw/DW

মৃত ওই তরুণী নন্দীগ্রামের বাসিন্দা। তিন দিন আগে সিঙ্গুরের ওই নার্সিংহোমে নার্সের কাজে যোগ দিয়েছিলেন তিনি। বুধবার রাতে হাসপাতালে চারতলার একটি ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

ঠিক এক বছর আগে কলকাতায় আরজি কর মেডিক্যাল কলেজে এক জুনিয়র চিকিৎসককে হাসপাতাল চত্বরেই ধর্ষণ করে খুন করা হয়েছিল বলে অভিযোগ। যার তদন্ত এখনো চলছে। ঘটনাটি ঘিরে উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ। ১৪ অগাস্ট শুরু হয়েছিল রাত দখলের আন্দোলন। বৃহস্পতিবার সেই আন্দোলনের এক বছর পূর্তি হলো। আর সেদিনই এই ঘটনা ঘটলো সিঙ্গুরে। 

মৃত তরুণীর পরিবার একাধিক অভিযোগ করেছে। সিঙ্গুর গ্রামীণ থানার পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনসহ একাধিক ধারায় তারা মামলা রুজু করেছে। পরিবারের দাবি মেনে শুক্রবার ম্যাজিস্ট্রেটের সামনে ময়নাতদন্ত হবে। সেই রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। 

তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, তা এখনো জানায়নি পুলিশ। শুক্রবার ময়নাতদন্তের পরেই বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। 

রাতের কলকাতা নারীদের কাছে কতটা নিরাপদ?

05:55

This browser does not support the video element.

এসজি/জিএইচ (পিটিআই, আনন্দবাজার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ