1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিঙ্গুরে জমি বণ্টনের ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

২৯ জুন ২০১১

পশ্চিমবঙ্গের সিঙ্গুরে কৃষকদের জমি বণ্টন প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ চেয়ে টাটা মোটরর্স গতকাল যে আর্জি জানায়, সুপ্রিম কোর্ট তার ওপর আজ অন্তর্বতী স্থগিতাদেশ দিল৷ বলা হল, কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন স্থিতাবস্থা বজায় থাকবে৷

Supreme Court, india
জমি বণ্টনের ওপর অন্তর্বতি স্থগিতাদেশ দিল সুপ্রীম কোর্টছবি: Wikipedia/LegalEagle

সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় জোর ধাক্কা খেল মমতা বন্দোপাধ্যায়ের সরকার৷ টাটা মোটরর্স'এর আবেদনে জমি বণ্টন প্রক্রিয়ার ওপর আজ অন্তর্বতী স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট৷ বলা হয়, কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় সাপেক্ষে স্থিতাবস্থা বজায় থাকবে৷ অর্থাৎ, কথিত অনিচ্ছুক কৃষকদের জমি বণ্টন সে পর্যন্ত বন্ধ থাকবে৷ তবে এই রকম একটি জরুরি মামলার রায় অনির্দিষ্টকালের জন্য আদালতে ঝুলে থাকতে পারেনা৷ তাই একমাসের মধ্যে কলকাতা হাইকোর্টকে রায় জানাতে হবে মামলার মেরিট বা গুণগত ভিত্তিতে৷ মামলার মেরিট ইস্যুতে শীর্ষ আদালত হস্তক্ষেপ করবেনা৷

উল্লেখ্য, টাটা মোটরর্স কলকাতা হাইকোর্টে দুটি বিশেষ লিভ পিটিশন দায়ের করেছিল৷ একটিতে জমি বণ্টনের ওপর স্থগিতাদেশ চেয়ে এবং অপরটিতে পশ্চিমবঙ্গ সরকার যে আইনের বলে পূর্বতন বামফ্রন্ট সরকারের দেওয়া জমি ফেরৎ নিয়েছে, তাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে চ্যালেঞ্জ করা হয়৷ টাটার বক্তব্য, আইনসঙ্গতভাবে জমি অধিগ্রহণের পর সে জমি ফেরৎ নিতে পারেনা সরকার৷ ন্যানো গাড়ি তৈরির জন্য টাটা মোটরর্সকে দেওয়া হয়েছিল প্রায় হাজার একর জমি৷ অথচ টাটার উভয় আর্জিই খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট৷ তারপর টাটা মোটরর্স যায় সুপ্রিম কোর্টে৷

ছবি: AP

রাজ্য সরকারের কৌঁশলির বক্তব্য, সরকার জমি বণ্টন করেনি৷ সিঙ্গুরে জমি বণ্টনের নতুন আইনের ভিত্তিতে রাজ্য সরকার পদ্ধতিগত প্রক্রিয়া শুরু করেছে মাত্র৷ তাতে প্রতীকী বণ্টন হিসেবে সাড়ে এগারো একর জমি ১২ জন অনিচ্ছুক কৃষককে ফিরিয়ে দিতে চেয়েছিল রাজ্য সরকার৷ সরকারি কৌঁশলির বক্তব্য, রাজ্যের মানুষ ভোট দিয়ে সরকারকে ক্ষমতায় বসিয়েছে৷ আর মানুষের প্রত্যাশা পূরণের দায়বদ্ধতা থেকেই সিঙ্গুর পুনর্বাসন ও উন্নয়ন আইন ২০১১ পাশ করেছে সরকার৷ তাই এই আইন সংবিধান বিরোধী নয়৷ সিঙ্গুর-নন্দিগ্রামের জমি আন্দোলন জাতীয় স্তরে এক ঐতিহাসিক ঘটনা মন্তব্য করে সরকারি আইনজীবী বলেন, যেসব অনিচ্ছুক কৃষকের জমি জোর করে কেড়ে নেওয়া হয়েছিল - তা তাঁদের ফেরৎ দিতে বর্তমান সরকার অঙ্গিকারবদ্ধ৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ