1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিঙ্গুরে ন্যানো আর নয়

শীর্ষ বন্দ্যোপাধ্যায়২৫ সেপ্টেম্বর ২০০৮

সিঙ্গুর থেকে টাটাদের কারখানা সরে যাচ্ছে সম্ভবত মহারাষ্ট্রে৷ বৃহস্পতিবার খোদ শিল্পমন্ত্রীর বক্তব্যে এটা পরিষ্কার হয়ে গেছে যে সিঙ্গুরে টাটাদের কারখানা হচ্ছে না৷

ন্যানো'র সঙ্গে টাটা প্রধান রতন টাটা (ফাইল ফটো)ছবি: AP

সিঙ্গুর সম্পর্কে উত্‌সাহ হারিয়েছে টাটা শিল্পগোষ্ঠী৷ ন্যানো কারখানা সম্ভবত সিঙ্গুরে হচ্ছে না৷ বৃহস্পতিবার রাজ্য সভার বৈঠকে একথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন শিল্পমন্ত্রী নিরুপম সেন৷ শিল্পমন্ত্রী জানান, সিঙ্গুরের যা পরিস্থিতি তাতে আর ভরসা পাচ্ছে না টাটারা৷ সম্প্রতি প্রকল্প এলাকার ভিতরে তাদের দুই নিরাপত্তাকর্মী মার খাওয়ার পর টাটা গোষ্ঠী আরও উদ্বিগ্ন৷ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করলেও তার মধ্যে কর্মীরা স্বস্তিতে কাজ করতে পারবে না বলেই টাটাদের আশংকা৷

মন্ত্রী সভায় শিল্পমন্ত্রীর এ বক্তব্যের কথা জানতে পারার পরপরই এদিন জানা যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখকে একটি চিঠি লিখেছেন রতন টাটা৷ ন্যানো কারখানা মহারাষ্ট্রে করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন দেশমুখ৷ তাঁকে ধন্যবাদ জানিয়ে রতন টাটা লিখেছেন, মহারাষ্ট্রে ন্যানো কারখানা গড়ার চুক্তি হলে সেটা হবে টাটা শিল্প গোষ্ঠীর অন্যতম সেরা বাণিজ্যিক সিদ্ধান্ত৷

রাজ্যের শিল্প সম্ভাবনার এই করুণ দশার মধ্যে এদিন একটাই সুখবর, ইন্দোনেশিয়ার সেলিম চিপুনা শিল্পগোষ্ঠীর কর্ণধার বেনি সান্তোসোর সঙ্গে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর বৈঠক৷ যে বৈঠকের পর সান্তোসো জানিয়েছেন, পশ্চিমবঙ্গে লগ্নির ব্যাপারে তাদের পূর্ব প্রতিশ্রুতি থেকে তারা সরে আসছেন না৷

এদিকে কোলকাতায় এদিন সিঙ্গুর দিবস পালন করলো তৃণমূল কংগ্রেস৷ দু বছর আগে একই দিনেই সিঙ্গুর কৃষকদের ক্ষতিপূরণের চেক বিলি নিয়ে তৃণমূলের সঙ্গে প্রশাসনের গন্ডগোলের শুরু৷ শুক্রবার সিঙ্গুরে মিছিল করতে পারেন তৃণমূল নেত্রী৷

অন্যদিকে সিঙ্গুর সমস্যা নিয়ে যে রাজ্যপালের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলো সিপিএম, তারই এক সাম্প্রতিক মন্তব্য নিয়ে সমালোচনায় মুখর তারা৷ রাজ্যপাল মন্তব্য করেছিলেন, জমি বিতর্ক এড়ানোর উপায় ছিলো৷ সমস্যা তৈরী করার পর তা নিয়ে আলোচনায় বসলে সুফল হয়না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ