1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিজেএফবি’র আজীবন সম্মাননা পেলেন চলচ্চিত্র তারকা সুচন্দা

৭ অক্টোবর ২০১১

বাংলাদেশের জাতীয় দৈনিক এবং টেলিভিশনের বিনোদন সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি এবং গ্লোব সফট ড্রিঙ্কস লিমিটেড-এর যৌথ উদ্যোগে প্রদান করা হলো ‘ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১০’৷

কোহিনূর আক্তার সুচন্দাছবি: Arafat Raihan

এটি সিজেএফবির ১২তম পুরস্কার বিতরণী৷ সংগীত-চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়ায় বছরের সেরা গায়ক-গায়িকা, টিভি এবং চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীদের মাঝ থেকে সিজেএফবি বিচারক পরিষদ মনোনীত ব্যক্তিত্বরা এই পুরস্কারে ভূষিত হন৷

ষাটের দশকে সুচন্দাছবি: Arafat Raihan

চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য শুক্রবার ‘ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১০-এর আজীবন সম্মাননা পুরস্কার পেলেন কোহিনূর আক্তার সুচন্দা৷ বিগত ১১ বছরে এই সম্মাননা অর্জন করেছেন সংগীত ও চলচ্চিত্র ব্যক্তিত্ব রুনা লায়লা, শাহনাজ রহমতউল্লাহ, গাজী মাজহারুল আনোয়ার, সাবিনা ইয়াসমীন, আলম খান, আজম খান, শবনম, আলী জাকের, আবদুল্লাহ আল মামুন, জুয়েল আইচ এবং সর্বশেষ আসাদুজ্জামন নূর এমপি৷

বাংলাদেশের চলচ্চিত্র যাদের হাত ধরে সসম্মানে বুক চিতিয়ে সামনে চলা শুরু করে তাদের একজন সুচন্দা৷ বাংলাদেশের চলচ্চিত্রকে যেমন আন্তর্জাতিক বিশ্বে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছেন, তেমনি নিজেও হয়েছেন চলচ্চিত্রপ্রেমীদের কাছে নন্দিত, তাদের ভালোবাসায় হয়েছেন অভিষিক্ত৷ অর্জন করেছেন আন্তর্জাতিক খ্যাতি৷

যশোরে জন্ম বাংলাদেশের মানুষের প্রিয় অভিনেত্রী ও পরিচালক সুচন্দারছবি: Arafat Raihan

যশোরে জন্ম বাংলাদেশের মানুষের প্রিয় অভিনেত্রী সুচন্দার৷ চলচ্চিত্র জগতে তাঁর কাজ শুরু গত শতাব্দীর ষাটের দশকে৷ অনেকগুলো বাংলা ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন তিনি৷ তাঁর ছোট বোন ববিতা এবং চম্পাও জনপ্রিয় অভিনেত্রী৷ ১৯৬৮ সালে চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুচন্দা৷ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নিখোঁজ হন বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিভা জহির রায়হান৷

সত্তরের দশকে মুক্তি পাওয়া ছবি ‘জীবন থেকে নেয়া' এবং নব্বইয়ের দশকের ‘ঝিনুক মালা' ছবির জন্য সবচেয়ে বেশি খ্যাতি কুড়িয়েছেন এই বাঙালি নায়িকা৷ এছাড়া ১৯৯৬ সালে ‘সবুজ কোট কালো চশমা' এবং ২০০৫ সালে স্বামী জহির রায়হানের ‘হাজার বছর ধরে' ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেন সুচন্দা৷ মুক্তির বছরই সেরা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় ‘হাজার বছর ধরে'৷ এই ছবির জন্য একই বছর সেরা পরিচালক মনোনীত হন সুচন্দা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ