1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিজোফ্রেনিয়া ঠেকাতে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার

১০ জুলাই ২০১০

সিজোফ্রেনিয়া, যাকে আমরা স্মৃতিভ্রষ্ট বলে জানি৷ অর্থাৎ এই রোগ হলে মানুষ কোন কিছু মনে রাখতে পারে না৷ সম্প্রতি ব্রিটিশ গবেষকরা এক নতুন তথ্য আবিষ্কার করেছেন এই সিজোফ্রেনিয়া নিয়ে৷

মস্তিষ্কের গঠন নিয়ে যত বিপত্তি (ফাইল ফটো)ছবি: AP

সেটি হলো, সিজোফ্রেনিয়া আক্রান্ত হতে পারে এমন মানুষের মস্তিষ্কের কিছু সুনির্দিষ্ট কার্যক্রম রয়েছে, আরও রয়েছে মস্তিষ্কের কিছু ভিন্ন ধরণের গঠন প্রকৃতি৷ ব্রিটেনের নটিংহ্যাম ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তাঁদের এই গবেষণার তত্ত্ব উপাত্ত সম্প্রতি হাজির করেছেন আমস্টারডামে অনুষ্ঠিত ইউরোপীয় নিউরোসায়েন্স ফোরামে৷ বিজ্ঞানীদের দাবি, যেসব মানুষ সিজোফ্রেনিয়াতে আক্রান্ত হয়, তাদের মস্তিষ্ক অন্যদের মস্তিষ্ক থেকে কিছুটা আলাদা৷ এবং এই ভিন্নতা এই রোগে আক্রান্ত হওয়ার একটি কারণ হতে পারে৷ তাই এই মস্তিষ্কের গঠন প্রকৃতি ও বৈশিষ্টের ভিন্নতা যদি ছোটবেলা থেকেই ধরা যায়, তাহলে হয়তো এই রোগ প্রতিরোধ করা যেতে পারে৷ গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট ড. ম্যাডি গ্রুম বলেন, ‘‘সিজোফ্রেনিয়ার ঝুঁকি রয়েছে এমন মানুষগুলোকে যদি আমরা এই ধরণের মার্কার বা চিহ্ন খুঁজে বের করার মাধ্যমে চিহ্নিত করতে পারি, তাহলে হয়তো আমরা তার সেই ঝুঁকি কমাতে পারবো৷''

উল্লেখ্য, প্রতি বছর লাখ লাখ মানুষ সিজোফ্রেনিয়া বা স্মৃতিভ্রষ্ট রোগে আক্রান্ত হচ্ছে৷ এর বাইরে আরও কোটি কোটি মানুষ রয়েছেন, যাঁরা আংশিক সিজোফ্রেনিয়া কিংবা মানসিক রোগের শিকার৷ এর কারণ খুঁজে বের করার জন্য দিনের পর দিন বিজ্ঞানীরা গবেষণা করে যাচ্ছেন৷ তাই ব্রিটিশ বিজ্ঞানীদের নতুন আবিষ্কার এই ক্ষেত্রে বেশ বড় একটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷ বিশেষ করে আগে থেকেই এই রোগ প্রতিরোধে সাবধান থাকলে অনেক দুর্ভোগ এড়ানো সম্ভব৷ গবেষক ড. ম্যাডি গ্রুমও তাই বললেন, ‘‘আমরা যদি এসব ঝুঁকিপুর্ণ মানুষগুলোকে আগে থেকেই সাবধানে রাখি, তাহলে হয়তো তারা এই রোগের পুরো শিকার হবে না৷''

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ