1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিটি অফ জয়-এ জার্মানির বায়ার্ন মিউনিখ

দেবারতি গুহ১৫ জানুয়ারি ২০০৯

২০০৫ সালের ডিসেম্বরের পর জার্মানির বিখ্যাত ফুটবল দল বায়ার্ন মিউনিখ-এর দ্বিতীয় দলটি আবারো মহানগরী কলকাতায়৷ ভারতীয় ফুটবলের উন্নতির জন্য সাহায্য করতে চায় জার্মানির এই দলটি৷ তাই কলকাতার ফুটবলপ্রেমীদের উৎসাহের আর অন্ত নেই৷

ভারতীয় ফুটবলের উন্নতির জন্য সাহায্য করতে চায় জার্মানির বায়ার্ন মিউনিখছবি: picture-alliance/ dpa

তবে সরকারী উদ্যোগে নয় - বিশ্বায়নের কল্যাণে এবং বাণিজ্যিক স্বার্থেই এমন সব ঘটনা ঘটছে, যা কয়েক বছর আগেও কল্পনা করা যেত না৷ এবার বর্ধমানে বায়ার্নকে ফুটবল অ্যাকাডেমি তৈরfর জন্য জমি দিতেও প্রস্তুত পশ্চিমবঙ্গ সরকার৷

স্বাভাবিকভাবেই, ভারত তথা দক্ষিণ এশিয়া বিশাল এক বাজার৷ খেলাধুলার প্রতি মানুষের প্রবল আগ্রহ রয়েছে সেখানে৷ তবে সরকারী বেড়াজালের ফাঁসে পড়ে ক্রিকেট ছাড়া অন্য কোনো ক্ষেত্রে তেমন আন্তর্জাতিক মানের খেলোয়াড় বা পরিকাঠামো এখনো তৈরি হতে পারেনি৷ এই শূন্যতা পূরণ করতে জার্মানি, ইউরোপ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ইত্যাদি অনেকেই আগ্রহ দেখাতে শুরু করেছে৷ বিভিন্ন ক্লাব থেকে শুরু করে আডিডাস বা নাইকি-র মতো ক্রীড়া সরঞ্জাম বিক্রেতা, মিডিয়া - সবাই পা রাখতে চাইছে এই বিশাল বাজারে৷

এবারও কলকাতায় বায়ার্ন দলের সফরে মিডিয়া ম্যানেজার হিসেবে সঙ্গে আছেন অরুণাভ চৌধুরী৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ