1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিডনির জন্য প্রার্থনা অব্যাহত টুইটারে

১৫ ডিসেম্বর ২০১৪

অস্ট্রেলিয়ার সিডনিতে জিম্মির ঘটনা সাড়া জাগিয়েছে গোটা বিশ্বে৷ ‘প্রে ফর সিডনি' হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকেই করেছেন টুইট৷ এছাড়া সোমবার গোটা বিশ্বে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ট্রেন্ড ‘সিডনিসিজ'৷

Australien Geiselnahme in Sydney 15.12.2014
ছবি: Reuters/J. Reed

সিডনিতে এক বন্দুকধারী বেশ কয়েকজনকে জিম্মি করেন একটি চকলেটের দোকানে৷ সোমবার এই ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম৷ টুইটারে বেশ কয়েকটি হ্যাশট্যাগ সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে৷ ইংরেজিতে ‘#প্রেফরসিডনি' হ্যাশট্যাগ ব্যবহার করছেন অনেকে৷

তবে সিডনির এই ঘটনায় সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ইংরেজিতে ‘#সিডনিসিজ' হ্যাশট্যাগটি৷ সোমবার জার্মান সময় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একঘণ্টায় টুইটারে কমপক্ষে ২০ হাজার বার ব্যবহার করা হয়েছে হ্যাশট্যাগটি৷ মূলত সংবাদমাধ্যমগুলোর টুইটার অ্যাকাউন্ট থেকে এই হ্যাশট্যাগ ব্যবহার করে বেশি টুইট করা হচ্ছে৷

প্রসঙ্গত, চকলেটের দোকানের ভেতর থেকে আরবি লেখা একটি ব্যানার প্রদর্শন করে বন্দুকধারী৷ কয়েকজন জিম্মিকে এটি ধরে থাকতেও দেখা যায়৷ ব্যানারে কী লেখা আছে, তা নিয়েও আলোচনা দেখা গেছে টুইটারে৷

উল্লেখ্য, ‘সিডিনিসিজ' কিংবা ‘প্রেফরসিডনি' ছাড়াও আরো কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার হচ্ছে সিডনির জিম্মি ঘটনাকে কেন্দ্র করে৷ এগুলো হচ্ছে ‘মার্টিনপ্লেস', ‘লিন্ড্ট' এবং ‘সিডিনিহোস্টেজক্রাইসিস৷' পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ায় সামগ্রিকভাবে মুসলমানরা যাতে বিরূপ পরিস্থিতির শিকার না হন, সেজন্য ‘আইউইলরাইটউইথইউ' হ্যাশট্যাগ ব্যবহার করে টুইট করছেন৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ