1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধঅস্ট্রেলিয়া

সিডনির শপিং মলে ছুরিকাঘাতে নিহত ৬

১৩ এপ্রিল ২০২৪

অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি শপিং মলে ছুরিকাঘাতে ছয়জনকে হত্যা করেছেন এক ব্যক্তি৷ পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন৷

ঘটনাস্থলে পুলিশের এক কর্মকর্তা
হামলায় নয় মাসের এক শিশুসহ আটজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়ছবি: David Gray/AFP/Getty Images

সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জাংশন মলে শনিবার এই ঘটনা ঘটে৷ হামলায় ছয়জন নিহত হয়েছেন৷

পুলিশ জানিয়েছে তাদের এক কর্মকর্তার গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন৷ হামলার পর শপিং মল প্রাঙ্গন থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে৷

পুলিশের কর্মকর্তা অ্যান্থনি কুক সাংবাদিকদের জানান, ঐ ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে শপিং মলে মোট নয়জনের উপর হামলা চালান৷ তার তথ্য অনুযায়ী, এক নারী পুলিশ কর্মকর্তার কারণে আরো অনেকের জীবন রক্ষা পেয়েছে৷ শপিং মলে মানুষের উপর হামলা চালানোর পর আততায়ী পুলিশ কর্মকর্তার দিকে ছুরি নিয়ে এগিয়ে আসেন৷ তখন পুলিশ কর্মকর্তা তার দিকে গুলি চালান৷

অ্যান্থনি কুক জানিয়েছেন, শুরুতে আততায়ী একা ছিল বলে ধারণা করা করেছেন তারা৷ তবে প্রাথমিক প্রতিবেদনের প্রেক্ষিতে এখন দুইজন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

ছবি: David Gray/AFP/Getty Images

একটি অ্যাম্বুলেন্স সেবাদাতা প্রতিষ্ঠানের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নয় মাসের এক শিশুসহ তারা আটজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান৷ অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবিসি জানিয়েছে আহত কয়েকজনের পরিস্থিতি গুরুতর৷

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ঘটনার সময় মানুষ শপিং মল থেকে পালানোর চেষ্টা করছেন৷ স্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত শপিং মলের নিরাপত্তা ক্যামেরার ছবিতে দেখা গেছে, অস্ট্রেলিয়ান রাগবি লিগের জার্সি পরিহিত এক ব্যক্তি বড় ছুরি হাতে শপিং মলে ছুটোছুটি করছেন৷

পুলিশ জানিয়েছে তারা সন্ত্রাসবাদকে এই হামলার সম্ভাব্য উদ্দেশ্য হিসেবে উড়িয়ে দিচ্ছে না৷

এফএস/আরআর (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ