ঘূর্ণিঝড় সিডর ১৪ বছর আগে কেড়ে নিয়েছিলো হাজার মানুষের প্রাণ৷ কিন্তু আজও শেষ হয়নি বেড়িবাঁধ মেরামতের কাজ৷
বিজ্ঞাপন
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কায়সার আলম জানান, সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের জন্য নেওয়া দুটি প্রকল্পের কাজ এখনও চলছে৷ এছাড়া আরও আটটি প্রকল্পের মাধ্যমে মেরামতের কাজ চলছে৷ তিনি বলেন, "তবে আর্থিক সংকটের কারণে অনেক সংস্কার-কাজই করা সম্ভব হচ্ছে না৷”
ঘূর্ণিঝড় সিডরের তান্ডবে উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড হয়ে য়ায় ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে৷ সরকারি হিসাবে সরকারি হিসাবে শুধু বরগুনাতেই প্রাণ হারায় এক হাজার ৩৪৫ জন৷ নিখোঁজ হয় আরও ১৫৬ জন৷ এ বিষয়ে জেলার ডিসি হাবিবুর রহমান বলেন, "মানুষের প্রাণহানি ছাড়াও সিডরে মারা যায় ৩০ হাজার ৪৯৯ গবাদিপশু, ছয় লাখ ৫৮ হাজার ২৫৯ হাঁস-মুরগি৷ জেলার দুই লাখ ১৩ হাজার ৪৬১ পরিবারের সবাই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়৷ সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়ে ৭৭ হাজার ৭৫৪ পরিবার৷”
২০২১ সালের কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ
এ বছর বিশ্বের বিভিন্ন দেশে দাবানল, প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠাণ্ডা, বন্যা, ঘূর্ণিঝড়, তুষারঝড় ইত্যাদি দেখা গেছে৷ এসব দুর্যোগে প্রাণহানি ছাড়াও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে৷
ছবি: Ferdinand Merzbach/AFP/Getty Images
গ্রিসে দাবানল
গ্রীষ্মে গ্রিসে পাঁচশর বেশি দাবানল ছড়িয়ে পড়েছিল৷ ভূমধ্যসাগর তীরের তুরস্ক, টিউনিশিয়াসহ গ্রিসে এবার কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল৷ ছবিতে গ্রিসে এথেন্সের কাছে এক এলাকায় দাবানল থেকে বাঁচতে গরু নিয়ে একজনকে পালাতে দেখা যাচ্ছে৷
ছবি: REUTERS
অস্ট্রেলিয়ায় বন্যা
গতবছর দাবানলে কয়েক লাখ একর জমি পুড়ে গিয়েছিল৷ আর এবার মার্চে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা হওয়ায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রায় ৪০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছিল৷ ছবিতে সিডনির উত্তরপশ্চিমের একটি এলাকা দেখা যাচ্ছে৷
ছবি: Jill Gralow/REUTERS
যুক্তরাষ্ট্রে প্রচণ্ড খরা
যুক্তরাষ্ট্রের নেভাদা ও অ্যারিজোনা রাজ্যের সীমান্তে অবস্থিত লেক মিডের ছবি৷ একটু ভালো করে খেয়াল করে দেখেন পানির স্তর কতটা নিচে নেমে গেছে৷ প্রচণ্ড খরার কারণে লেকের পানির স্তর এবার ইতিহাসের সবচেয়ে বেশি নিচে নেমে গিয়েছিল৷ ছবিটি ১৩ আগস্ট তোলা৷
ছবি: John Loche/AP Photos/picture alliance
ইউরোপে বন্যা
১২ থেকে ১৫ জুলাই ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে ২২০ জনের বেশি মানুষ মারা যান৷ শুধু জার্মানিতেই মারা গেছেন ১৮০ জনের বেশি মানুষ৷ পানির তোড়ে ঘরবাড়ি, দোকানপাট ভেঙে গিয়েছিল৷ ছবিতে জার্মানির বাড নয়েনআর-আরভাইলার এলাকা দেখা যাচ্ছ৷
ছবি: Ferdinand Merzbach/AFP/Getty Images
স্পেনে তুষারঝড়
জানুয়ারি মাসে স্পেনে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তুষারঝড় হয়েছিল৷ ১০ জানুয়ারি তোলা উপরের ছবিতে বরফের নিচে চাপা পড়া পুরনো মাদ্রিদ-বুর্গোস রেললাইন দেখা যাচ্ছে৷
ছবি: Bernat Armangue/AP Photo/picture alliance
সিসিলিতে ৪৮.৮ ডিগ্রি!
সম্ভবত ইউরোপীয় ইতিহাসের উষ্ণতম দিন এবার দেখেছিল ইটালির সিসিলি৷ তাপমাত্রা উঠেছিল ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস৷ ছবিটি ১১ আগস্ট তোলা৷
ছবি: Salvatore Cavalli/AP/picture alliance
ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে বন্যা, ভূমিধস
এপ্রিলে সেরোজা ঘূর্ণিঝড়ের কারণে ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে বন্যা ও ভূমিধসে দুইশর বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন৷ ৫ এপ্রিল তোলা ছবিতে পূর্ব তিমুরের দিলির বাসিন্দাদের একটি বিধ্বস্ত রাস্তা পরিদর্শন করতে দেখা যাচ্ছে৷
ছবি: Kandhi Barnez/AP Photo/picture alliance
আলজেরিয়ার দাবানল
আলজেরিয়ার উত্তরাঞ্চলের বনে দাবানলে অন্তত ৬৫ জন মারা যান৷ ১০ আগস্টের ছবিতে মানুষজনকে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে৷
ছবি: Abdelaziz Boumzar/REUTERS
8 ছবি1 | 8
ঝড়ের পরদিনও এলাকাটি পানির নীচে ছিলো, লাশ দাফনের জন্য উঁচু জায়গা ছিলোনা, ২৯ জনের লাশ নেওয়া হয় দূরের পশ্চিম গর্জনবুনিয়া গ্রামে৷ দাফনের কাপড় ছাড়াই তাদের মাটিচাপা দেওয়া হয়৷ সেই গণকবর সিডরের স্মৃতি হয়ে আছে৷
তাদের স্মরণে সোমবার জেলা প্রশাসন ও বরগুনা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়৷ বেলা ১১টায় নলটোনা ইউনিয়ন পরিষদে আয়োজন করা হয় আলোচনা সভার ৷ সভায় ডিসি ছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিয়া শারমিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশা, নলটোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে এম সফিকুজ্জামান মাহফুজ অংশ নেন৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
আমফান মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি
মঙ্গলবার শেষরাত থেকে বুধবার বিকাল বা সন্ধ্যার মধ্যে আমফান বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে৷ ২০০৭ সালে আঘাত হানা সিডরের পর আমফান সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
ছবি: Getty Images/K. Shanto
কখন আসতে পারে?
মঙ্গলবার শেষরাত থেকে বুধবার বিকাল বা সন্ধ্যার মধ্যে আমফান বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে৷ আবহওয়া অফিস বলছে, ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার বাতাসের বেগে আমফান যখন উপকূলে আঘাত হানবে তখন দ্বীপ ও চরাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ১০ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে৷
ছবি: picture-alliance/dpa/NASA EOSDIS
সিডরের পর শক্তিশালী
কর্তৃপক্ষের আশঙ্কা, ২০০৭ সালের ১৫ নভেম্বর আঘাত হানা সিডরের পর আমফান সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে৷ সিডরে প্রায় সাড়ে তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন৷ এই ছবিটি ঐ বছরের ২৫ নভেম্বর তোলা৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
সতর্ক সংকেত
মঙ্গলবারই মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ছয় নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে৷ এছাড়া সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও তাদের কাছাকাছি দ্বীপ ও চরগুলো সাত নম্বর বিপদ সংকেতের আওতায় রাখা হয়েছে৷
ছবি: Getty Images/K. Shanto
মানুষজনকে সরিয়ে নেয়া হচ্ছে
উপকূলীয় জেলাগুলোতে ১২ হাজার ৭৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে৷ এসব কেন্দ্রে ৫১ লাখ ৯০ হাজার ১৪৪ জনকে আশ্রয় দেয়া যাবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান৷
ছবি: bdnews24.com
আশ্রয়কেন্দ্রে মাস্ক বিতরণ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আশ্রয়কেন্দ্রগুলোতে যেন করোনা ভাইরাসের সংক্রমণ না হয় তার ব্যবস্থা নেয়া হয়েছে৷ তিনি বলেন, ‘‘ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আশ্রয় গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে৷ সম্ভাব্য ঝুঁকি এড়াতে আশ্রয়গ্রহণকারীদের মাঝে মাস্ক বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে৷ আশ্রয়কেন্দ্রে চিকিৎসক রাখার উদ্যোগ নেয়া হয়েছে৷’’
ছবি: bdnews24.com
আশ্রয়কেন্দ্রে জীবাণুনাশক স্প্রে
করোনা ভাইরাসের কারণে বরগুনা জেলার ৫০৯টি আশ্রয়কেন্দ্রে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে৷ মঙ্গলবার দুপুর থেকে এসব আশ্রয়কেন্দ্রে লোকজন পাঠানো শুরু হয়েছে৷
ছবি: bdnews24.com
বেতারে বার্তা প্রচার
বরগুনার স্থানীয় কমিউনিটি রেডিও ‘লোকবেতার’ থেকে নিয়মিত আবহাওয়া বার্তা প্রচার করা হচ্ছে৷ আর ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পক্ষ থেকে মাইকে সতর্কতামূলক বার্তা প্রচার করা হচ্ছে৷
ছবি: bdnews24.com
মোংলায় পণ্য ওঠানামা বন্ধ
সোমবার বিকাল থেকে মোংলা বন্দরে জাহাজে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে৷ বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সার, ফ্লাই অ্যাশ, কয়লাবাহীসহ ১৪টি জাহাজ এখন বন্দরে অবস্থান করছে৷ ছবিটি প্রতীকী৷
ছবি: gemeinfrei
চট্টগ্রাম বন্দরে প্রস্তুতি
চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমফানের কারণে জেটি থেকে ১৯টি জাহাজ সরানো হয়েছে৷ আর বর্হিনোঙ্গরে থাকা ৬১টির মধ্যে ৫১টি জাহাজ গভীর সমুদ্রে পাঠিয়ে দেয়া হয়েছে৷ ছবিটি ফাইল থেকে নেয়া৷
ছবি: Reuters
নৌ চলাচল বন্ধ
মঙ্গলবার দুপুর একটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে৷ করোনার কারণে গত ২৬ মার্চ সাধারণ ছুটি শুরুর আগে থেকেই যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে৷ তবে পণ্যবাহী নৌযান ছুটির আওতামুক্ত ছিল৷ আমফানের কারণে সেগুলোও এবার বন্ধ করে দেয়া হলো৷ ছবিটি ফাইল থেকে নেয়া৷
ছবি: DW/M. M. Rahman
সুন্দরবনের জেলেদের সরিয়ে নেয়া হয়েছে
কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সু্ন্দরবনের নদী ও খালে মাছ শিকার করতে যাওয়া তিন হাজার জেলেকে ইতিমধ্য সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বেলায়েত হোসেন৷ ছবিটি ফাইল থেকে নেয়া৷