1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিডিইউ-সিএসইউ 'এর নির্বাচনী প্রচারাভিযান শুরু

৩০ জুন ২০০৯

জার্মানিতে সেপ্টেম্বরে সংসদীয় নির্বাচন৷ বেশ দেরী করেই মাঠে নামল রক্ষণশীল ইউনিয়ন দলগুলি৷ ভোটারদের প্রতি তাদের প্রতিশ্রুতি : কর কমানোর৷ এবং সেই সঙ্গে : আঙ্গেলা ম্যার্কেল৷

বার্লিনে ইউনিয়ন দলগুলির কংগ্রেসে আঙ্গেলা ম্যার্কেলছবি: AP

জার্মানিতে সেপ্টেম্বরে সংসদীয় নির্বাচন৷ বেশ দেরী করেই মাঠে নামল রক্ষণশীল ইউনিয়ন দলগুলি৷ ভোটারদের প্রতি তাদের প্রতিশ্রুতি : কর কমানোর৷ এবং সেই সঙ্গে : আঙ্গেলা ম্যার্কেল৷

সোমবার বার্লিনের কংগ্রেস সেন্টারে সিডিইউ-সিএসইউ দলের প্রায় হাজার খানেক কর্মকর্তা এবং বিধায়ক একত্রিত হয়েছিলেন রবিবার সভাপতিমন্ডলীর প্রস্তাবিত নির্বাচনী কর্মসূচীটি অনুমোদন করার জন্য৷ আসলে সকলেরই খোশমেজাজ, কেননা ঐ কর কমানো কি বাড়ানো, অথবা কর কমানো এবং বাড়ানো নিয়ে দলের মধ্যে যে কোঁদল সৃষ্টি হয়েছিল, দলনেত্রী আঙ্গেলা ম্যার্কেল সে-সব ব্যবধান ঘুচিয়ে দিতে সমর্থ হয়েছেন৷ সিডিইউ সভাপতি আঙ্গেলা ম্যার্কেল এবং সিএসইউ সভাপতি হর্স্ট সেহোফারের মধ্যে রসায়নও চমৎকার কাজ করছে৷ ইউনিয়ন দলগুলি মুক্ত গণতন্ত্রী এফডিপি-র সঙ্গে জোট সরকার গঠনের অভিপ্রায় ঘোষণা করে সামাজিক গণতন্ত্রীদের সঙ্গে ‘‘বৃহৎ জোটের'' দুঃস্বপ্ন পিছনে ফেলে দিয়েছে, ইত্যাদি৷

ম্যার্কেল দলের প্রতি ঐক্যবদ্ধতার ডাক দিলেন৷ বললেন, লক্ষ্য হল, দেশকে যথাশীঘ্র অর্থনৈতিক সঙ্কট থেকে মুক্ত করা৷ নির্বাচনী কর্মসূচী নিয়েও আর কোনো বিরোধ নেই৷ তার মূলমন্ত্র হল, কর কমানো হবে, তা বাজেটে যতোই ঘাটতি হোক না কেন৷ এছাড়া অলক্ষ্যে এবং নেপথ্যে কর বেড়ে চলার প্রক্রিয়াটাও বন্ধ করা হবে৷

প্রতিক্রিয়া

নির্বাচনের বাজারে বাকি দলগুলি স্বভাবতই নীরব থাকেনি৷ সামাজিক গণতন্ত্রী এসপিডি'র সাধারণ সম্পাদক হুবার্টুস হাইল বলেছেন, এই কর্মসূচী বহুক্ষেত্রেই অতি ভাসা ভাসা এবং জোলো৷ সবুজরা যে শুধু ইউনিয়ন কর্মসূচীকে ‘‘নির্বাচনী প্রতারণার প্রচেষ্টা'' বলে অভিহিত করেছে, শুধু তাই নয়৷ দলের সভাপতি ক্লাউডিয়া রোথ বলেছেন, এ' কর্মসূচী সবুজদের নীতি থেকে বহু যোজন দূর৷ যার অর্থ, সিডিইউ-সিএসইউ এই পথে গেলে তিনি ভবিষ্যতে ‘‘কালো-সবুজ'' জোটের কোনো সম্ভাবনা দেখেন না৷

কিন্তু সবচেয়ে বড় কথা হল, মুক্ত গণতন্ত্রী এফডিপি'র প্রধান গিডো ভেস্টারভেলের মতেও ইউনিয়নের কর্মসূচী কয়েকটি ক্ষেত্রে বড়ই অস্পষ্ট৷ বিশেষ করে কর সংক্রান্ত নীতিতে ইউনিয়ন দলগুলিতে অনেকে দোনামোনা করছে বলে তাঁর ধারণা৷ অপরদিকে তিনি সিডিইউ-সিএসইউ-এর এফডিপি'র সঙ্গে জোট গঠনের আগ্রহকে স্বাগত জানান এবং এই কর্মসূচীতে ভবিষ্যৎ সহযোগিতার একটা ভালো ভিত্তি দেখেন৷

সমাচার দর্পণ

জার্মানির পত্রপত্রিকাগুলি কিন্তু বার্লিন সম্মেলনের অন্য অর্থ করছে৷ ‘ড্রেসডেনার নয়েস্টে নাখরিশটেন' লিখছে: কর কমানো নিয়ে বিতর্কটা শুধুমাত্র মনগড়া৷ শূন্য সরকারী তহবিলের দিকে এক নজর দিলেই সেটা বোঝা যায়৷ – কোলোনের ‘এক্সপ্রেস' লিখছে: যেদিকে তাকাও, সেদিকে শুধু লোক-দেখানো সৌহার্দ-সম্প্রীতি৷ – ‘অস্টজে সাইটুং' লিখছে: সিডিইউ-সিএসইউ দলের নির্বাচনী কর্মসূচী হল, এক কথায়, আঙ্গেলা ম্যার্কেল৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী, সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ