সিত্রাংয়ের প্রভাবে ঝড়-বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। তবে বড় ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার কলকাতায় ঝলমলে রোদ উঠেছে।
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গে সামান্য ঝড় হলো। হালকা থেকে মাঝারি বৃষ্টিও হলো। কিন্তু সিত্রাংয়ের তাণ্ডব হয়নি। সিত্রাং পুরোপুরি বাংলাদেশের দিকে চলে যাওয়ায় রেহাই পেয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ।
রাতের দিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি থাকলেও সকাল থেকে কলকাতার আকাশ একেবারে রোদেলা। ফলে কালীপুজো ও দীপাবলির আনন্দ মাটি হয়নি। বরং গরম কমে যাওয়ায় মানুষ তা আরো উপভোগ করেছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, সিত্রাং এখন তার শক্তি হারিয়েছে। এবার তা নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া অফিসের কথা শুনে স্বস্তিতে পশ্চিমবঙ্গের মানুষ।
উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় সিত্রাং
ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মাঝামাঝি এলাকায় উপকূল অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড় সিত্রাং।
ছবি: Asif Ahsanul
উপকূল অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড় সিত্রাং
ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মাঝামাঝি এলাকায় উপকূল অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড় সিত্রাং৷ জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের পূর্বাভাস বলছে, বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের চোখ বা কেন্দ্রভাগ পটুয়াখালীর রাঙাবালি বা চর মন্তাজ এলাকায় উপকূল স্পর্শ করবে। তখন বাতাসের গতিবেগ থাকবে সর্বোচ্চ ৫০ নট বা ঘণ্টায় ৯৩ কিলোমিটারের মত।
ছবি: Ifty Azad
বৃষ্টি এবং ঝড়ো হাওয়া
দেশের উপকূলীয় সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে৷ পটুয়াখালী, ভোলা, নোয়াখালীসহ উপকলীয় জেলাগুলোতে প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলছে বলে জানাচ্ছেন বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজে প্রতিনিধিরা৷
ছবি: Sazzad Hossain
যেসব জেলায় ক্ষতির আশঙ্কা বেশি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান প্রথম আলোকে জানান, সিত্রাংয়ের প্রভাবে ১৩ জেলায় ক্ষতির আশঙ্কা বেশি৷ এগুলো হচ্ছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল৷
ছবি: DW/N. Huda
বিপদ সংকেত
মোংলা ও পায়রার পাশাপাশি চট্টগ্রাম সমুদ্রবন্দরকেও ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। তবে কক্সবাজারের জন্য আগের মতই ৬ নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে।
ছবি: Arifur Rahman
নৌযান চলাচল বন্ধ
সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় সারাদেশে লঞ্চসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ৷
ছবি: Asif Ahsanul
চট্টগ্রাম বন্দরে ব্যবস্থা গ্রহণ
সিত্রাং উপকূলের দিকে এগিয়ে আসায় চট্টগ্রাম বন্দরের জেটি থেকে পণ্যবাহী সব জাহাজকে বর্হিনোঙরে সরিয়ে নেওয়া হয়েছে৷ ছবিটি ফাইল থেকে নেয়া৷
ছবি: Md Manik/ZUMA Wire/imago images
বিমানবন্দর বন্ধ
সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ৷ ছবিটি ফাইল থেকে নেয়া৷
ছবি: picture-alliance/AP Photo
সেন্টমার্টিনে মাছ ধরার ট্রলার ক্ষতিগ্রস্ত
সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে উচ্চ জোয়ারে ও উত্তাল ঢেউয়ের আঘাতে ১৩টি মাছ ধরার ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে এতে কেউ হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা৷ সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান মো. মুজিবুর রহমান জানান, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্র উপকূলে সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটেছে৷ ছবিটি ফাইল থেকে নেয়া৷
ছবি: DW/M. Mamun
8 ছবি1 | 8
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, খুব জরুরি কাজ না থাকলে কেউ যেন বাড়ির বাইরে না বের হন। মঙ্গলবার ভোর থেকে আবহাওয়া খারাপ হবে। সুন্দরবন-সহ বিভিন্ন এলাকায় প্রশাসন বিশেষ ব্যবস্থানিয়েছে। তবে শেষ পর্যন্ত আবহাওয়া খারাপ হয়নি।
তবে পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় ঝোড়ো হাওয়ার ফলে কালীপুজোর প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হয়েছে। নৈহাটিতে একটি মণ্ডপের গেট ভেঙে যায়। আলিপুরদুয়ারে দুইটি প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হয়। প্রতিমা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সল্টলেকের বৈশাখী বাজারে ২০টি দোকানের চাল ভেঙে পড়ে ছয়জন আহত হয়েছেন।