1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যেই রয়েছে সার্ক’এর ব্যর্থতার কারণ: বিশ্লেষক

৮ নভেম্বর ২০১১

বৃহস্পতিবার মালদ্বীপে শুরু হচ্ছে দু’দিনব্যাপী সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলন৷ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গত ২৬ বছরেও তার কাঙ্খিত জায়গায় যেতে পারেনি বলে মনে করেন বাংলাদেশের বিশ্লেষকরা৷

২০১০ সালে পাকিস্তানে বসেছিল সার্ক সম্মেলন (ফাইল ছবি)ছবি: AP

আঞ্চলিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে সার্কের যাত্রা শুরু হয় ১৯৮৫ সালে৷ তখন এর সদস্য ছিল ৭টি রাষ্ট্র -বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা এবং মালদ্বীপ৷ পরে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় আফগানিস্তান৷ কিন্তু সার্কের এই দীর্ঘ যাত্রায় অর্জন কতটুকু এ প্রশ্নের জবাবে হতাশা প্রকাশ করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল আহসান চৌধুরী৷

আর সার্কের সাবেক মহাসচিব কিউ এ এম এ আব্দুর রহিমও মনে করেন, সার্কের উল্লেখ করার মত তেমন কোন অর্জন নেই৷ সার্কের সাবেক এই মহাসচিব মনে করেন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং আস্থার সংকটই সার্ক সফল হওয়ার পথে বড় বাধা৷

বিশ্ব তথা এশিয়ার আনেক আঞ্চলিক জোট সফল হলেও সার্ক কেন হচ্ছেনা এমন প্রশ্নের জবাবে আবুল আহসান চৌধুরী বলেন, এর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যেই রয়েছে ব্যর্থতার কারণ৷ কিউ এ এম এ আব্দুর রহিম মনে করেন, এখন সার্ক সনদ সংস্কারের সময় এসেছে৷ তার মতে সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা সার্ক সচিবালয়কে দিতে হবে৷ আর যদি তা না দেয়া হয় তবে জবাবাদিহিতার ব্যবস্থা রাখতে হবে৷

তারা দুজনেই মনে করেন, দক্ষিণ এশিয়ায় অতীতের রাজনৈতিক অবিশ্বাস আর তেমন নেই৷ সার্কভুক্ত দেশগুলোর দেড়শ'কোটি মানুষের ৪০ ভাগই দারিদ্র্যসীমার নীচে বাস করে৷ তাই সার্ককে কার্যকর করার এখনই সময়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ