1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলচ্চিত্রের সংকট

৮ অক্টোবর ২০১৩

কথাটার মানে হচ্ছে, বড় পর্দার চলচ্চিত্রের বিষয় বা কাহিনি থেকে ড্রামা বা নাটক বাদ পড়ে গিয়ে আশ্রয় নিচ্ছে ছোট পর্দা তথা টিভি স্ক্রিনে৷ মন্তব্যটা ছয়বারের অস্কার নমিনি পরিচালক জিম শেরিডানের৷

পরিচালক জিম শেরিডানছবি: Getty Images

আইরিশ এই পরিচালক অতিথি হয়ে যোগ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার পুসানে চলমানরত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে৷ ১০দিন ব্যাপী এই উৎসব চলবে শনিবার পর্যন্ত৷

এক সংবাদ সম্মেলনে শেরিডান বলেন, বক্স অফিস দখলে রাখতে হলিউড পরিচালকরা আজকাল চীন, ভারত, ব্রাজিল ও রাশিয়ার দর্শকদের কথা মাথায় রেখে ছবি নির্মাণ করছেন৷ ফলে ‘‘তাঁরা (পরিচালকরা) ডায়লগভিত্তিক বা কাহিনি নির্ভর ছবি চাইছেন না৷ এসব বিষয়কে তাঁরা টিভিতে পাঠিয়ে দিয়েছেন৷''

চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, বক্স অফিস দখলের প্রতিযোগিতায় চীনা ছবিগুলো দিন দিন এগিয়ে যাচ্ছে৷ এক্ষেত্রে তাদের প্রবৃদ্ধির হার প্রায় ৩০ শতাংশ৷ এভাবে চলতে থাকলে ২০২০ সালের মধ্যে চীন হলিউডকে পিছনে ফেলে দিতে পারে বলে তাঁদের ধারণা৷

তাই তো মার্কিন স্টুডিওগুলো চীনে গিয়ে চীনা অভিনেতা, অভিনেত্রীদের দিয়ে, চীনা দর্শকরা পছন্দ করবেন এমন কাহিনি দিয়ে বেশি বেশি মুভি তৈরি করছেন৷ চলতি বছরের ব্লকবাস্টার মুভি ‘প্যাসিফিক রিম'-এ চীনা অভিনেতা, চীনা লোকেশন সবই আছে৷

৬৪ বছর বয়সি পরিচালক শেরিডান ‘মাই লেফট ফুট' ও ইন দ্য নেম অফ দি ফাদার' নামক ড্রামা নির্ভর দুটি চলচ্চিত্রের জন্য বিখ্যাত৷ তিনি এখন ড্রামাকে প্রাধান্য দিতে টিভির দিকে ঝুঁকছেন বলে জানান৷ একই কথা প্রযোজ্য শেরিডানের আরেক আইরিশ সহকর্মী ও অস্কার বিজয়ী পরিচালক নিল জর্ডানের ক্ষেত্রেও৷ শেরিডানের মতো জর্ডানও এখন পুসানে রয়েছেন৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ