1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতালের রাজনীতি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ জানুয়ারি ২০১৩

পিকেটারদের দমাতে গ্যাস ও মরিচের গুড়া ব্যবহার করে পুলিশ৷ ব্যবহার করে রঙিন পানিও৷ এ ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করা হয়৷ তবে তিনি বলেন, দু’টি বাম দলের হরতালের কোনো নৈতিক ভিত্তিই নেই৷

ছবি: Reuters

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে এবং বিদ্যুতের দাম আর না বাড়ানোর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ বুধবার ঢাকাসহ সারা দেশে আধাবেলা হরতাল পালন করেছে৷

সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতালে রাজধানীর পল্টন, শাহবাগ, মোহাম্মদপুর ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় মিছিল করেছেন হরতাল সমর্থকরা৷ কিন্তু তাঁরা পল্টন মোড় অবরোধ করতে চাইলে পুলিশ লাঠিপেটা করে৷ হরতাল সমর্থকরাও এর পাল্টা জবাব দিলে হয় সংঘর্ষ৷

পুলিশ এ সময় গ্যাস, মরিচের গুড়া এবং রঙির পানির জলকামান ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করতে৷ পুলিশের হামলায় সাংবাদিকসহ বেশ কয়েকজন হরতাল সমর্থক নেতা-কর্মী আহত হন৷ বাসদ নেতা খালেকুজ্জামান বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই, তাই এরকম আচরণ করছে৷ আর সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাধা সত্ত্বেও হরতাল সফল হয়েছে৷

হরতালের জন্য ব়্যাব সদস্যদেরও মোতায়েন করা হয়...ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

এদিকে, পুলিশের উপ-কমিশনার মেহেদী হাসান দাবি করেছেন যে, তারা হরতাল সমর্থকদের ওপর হামলা করেননি৷ তারা সাধারণ মানুষের নিরপত্তার জন্য যা করণীয়, সেটাই করেছেন৷

হরতাল শেষে এক সংবাদ সম্মেলনে সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দিয়েছেন৷

অন্যদিকে, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর বলেছেন, হরতাল রাজনৈতিক অধিকার৷ একে আইন করে বন্ধ করা যায় না৷ তবে ইস্যু এবং নৈতিক ভিত্তি ছাড়া কোনো হরতাল কাম্য নয়৷

আধাবেলার হরতালে রাজধানীতে যানবাহন চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে কম৷ হরতালের সময় দূরপাল্লার বাস চলাচল করেনি৷ ঢাকার বাইরেও হরতাল পালেনের খবর পাওয়া গেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ