সিবিআই হেফাজতে কেজরিওয়াল, কেন্দ্রের বিরুদ্ধে সরব স্ত্রী
২৭ জুন ২০২৪
কেজরিওয়ালকে যেনতেনপ্রকারেণ জেলে রাখাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য। অভিযোগ সুনিতা কেজরিওয়ালের।
বিজ্ঞাপন
গত ২০ জুন দিল্লির আদালত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিনে মুক্তি দিয়েছিল। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই ইডি ওই নির্দেশের উপর একটি স্থগিতাদেশের ব্য়বস্থা করে। দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের জামিন বাতিল করে। অন্য়দিকে আদালত চত্বরেই কেজরিওয়ালকে নতুন করে গ্রেপ্তার করে সিবিআই। তারাও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নতুন করে মামলা করেছে।
কেজরিওয়ালকে গ্রেপ্তার করার পরই দিল্লিতে আপ কর্মীরা রাস্তায় নেমে পড়েছেন। গভীর রাত পর্যন্ত তারা দিল্লির রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছেন। আপ নেতৃত্ব জানিয়েছে, শুক্রবার সারা দেশে তারা বিক্ষোভ দেখাবেন। দিল্লিতে সবচেয়ে জোরালো বিক্ষোভ হবে।
ছবি: AP Photo/picture alliance
রাহুল গান্ধীর প্রতিক্রিয়া
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্স-এ লিখেছেন, ''শাহেনশাহ ভয় পেয়ে গেছেন। তিনি একটা মৃত গণতন্ত্র চান। মিডিয়া-সহ সব সংস্থাকে কব্জা করার পর, দলগুলিকে ভাঙা হচ্ছে, কোম্পানিগুলি থেকে হপ্তা-উসুলি করা হচ্ছে, প্রধান বিরোধী দলের অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে। তারপরেও অসুর-শক্তি থামেনি। এখন তারা নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করছে।'' প্রিয়ংকা গান্ধী বলেছেন, কেজরিওয়ালের গ্রেপ্তারি অন্যায় ও অসাংবিধানিক।
ছবি: Anuwar Hazarika/NurPhoto/picture alliance
অখিলেশের বক্তব্য
সমাজবাদী পার্টি নেতা রাহুল গান্ধীর টুইটের জবাবে বলেছেন, ''বিজেপি হঠাও, দেশ বাঁচাও।''
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ''বিজেপি অনেকদিন ধরে পরিকল্পনা করছিল। সুঘোগ পেলেই তারা যে গ্রেপ্তার করবে তা বোঝা যাচ্ছিল। বিজেপি বুঝতে পারছিল, আপ তাদের পক্ষে যাবে না। আপকে নিয়ে তাদের সুবিধা হচ্ছে না। তাই এইভাবে তাকে গ্রেপ্তার করলো। যারা বিজেপি-কে সাহায্য করছে, তাদের জন্য সব ঠিক আছে। সাহায্য না করলে এটাই করছে।''
ছবি: DW/P. Samanta
তৃণমূলের বক্তব্য
তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন বলেছেন, ''আমরা কেজরিওয়ালকে গ্রেপ্তারের নিন্দা করছি। তিনি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী। এখন নির্বাচন কমিশনই প্রশাসনের দায়িত্বে এবং আদর্শ আচরণবিধি চলু আছে।'' তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন,“লোকসভা নির্বাচন হার হবে জেনে বিজেপি এখন মরিয়া হয়ে কামড় দিচ্ছে। এজেন্সি দিয়ে অ-বিজেপি নেতাদের গ্রেপ্তার করা, তাঁদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির চক্রান্ত চলছে।''
ছবি: Satyajit Shaw/DW
বিজেপি যা বলেছে
বিজেপি নেতা রবিশংকর প্রসাদ বলেছেন, ''উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের আদালতও কোনো রেহাই দিচ্ছে না। আমরা একটা কথাই বলব, আইনকে নিজের কাজ করতে দেয়া উচিত। এটা শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ছাড়া আর কিছু নয়।''
ছবি: UNI Photo
পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতির ইঙ্গিতপূর্ণ বক্তব্য
পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি-র মুখপাত্র সুকান্ত মজুমদার বলেছেন, ‘‘যতই করো কান্নাকাটি, মাফলারের পর হাওয়াই চটি।’’ কেজরিওয়াল মাফলার ম্যান বলে পরিচিত। আর মমতা বন্দোপাধ্যায়কে হাওয়াই চটি নিয়ে নিয়মিত কটাক্ষ করে বিজেপি। এরপর কুণাল ঘোষ বলেছেন, ''বোঝা যাচ্ছে, কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি-ই চালাচ্ছে। সুকান্তবাবু এসব না ভেবে বালুরঘাট আগে সামলান।''
ছবি: Satyajit Shaw/DW
7 ছবি1 | 7
সিবিআই-এর মামলার শুনানির পর আদালত বলেছে, মুখ্য়মন্ত্রীকে ভুল কারণে গ্রেপ্তার করা হয়েছে, এমন কথা বলার পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তবে সিবিআইকে খেয়াল রাখতে হবে, মামলা সাজানোর ক্ষেত্রে তারা যেন অতি সক্রিয় না হয়ে ওঠে। আদালত কেজরিওয়ালকে তিনদিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। তবে একই সঙ্গে আদালত জানিয়েছে, প্রতিদিন অন্তত এক ঘণ্টা করে মুখ্য়মন্ত্রী তার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন। বাড়ির খাবারও খেতে পারবেন।
কেজরিওয়ালের স্ত্রী সুনিতার অভিযোগ, কেন্দ্রীয় সরকার একনায়কের মতো আচরণ করছে। সমস্ত এজেন্সিকে ব্য়বহার করে তারা কেজরিওয়ালের জেলে থাকা সুনিশ্চিত করতে চাইছে। সে কারণেই ইডি-র পর সিবিআই নতুন করে মামলা সাজাচ্ছে তার বিরুদ্ধে। এনিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথাও বলেছেন তিনি।
উল্লেখ্য, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিলেন কেজরিওয়ালের আইনজীবীরা। তবে সেটা ছিল ইডির মামলা নিয়ে। নতুন করে সিবিআই গ্রেপ্তার করায় সেই জামিনের আবেদন প্রত্যাহার করে নেন কেজরিওযআলের আইনজীবীরা। ফলে নিম্ন আদালত জামিন দিলেও আপাতত বাইরে আসার কোনো রাস্তা দিল্লির মুখ্য়মন্ত্রীর সামনে খোলা নেই।