1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সিম্পসন্স’ কার্টুনে জুলিয়ান আসাঞ্জ

৩১ জানুয়ারি ২০১২

অ্যামেরিকার জনপ্রিয় কার্টুন সিরিয়াল ‘সিম্পসন্স’ বিশ্বের প্রতিটি দেশেই কম বেশি দেখানো হয়৷ বিভিন্ন সময় বিভিন্ন নামি ব্যক্তিকেও অতিথি হিসেবে হাজির করা হয় কার্টুনটিতে৷ এবার দেখা যাবে উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে৷

জুলিয়ান আসাঞ্জছবি: dapd

আগামী ১৯শে ফেব্রুয়ারি প্রচারিত হবে ‘দ্যা সিম্পসন্স'এর পাঁচশোতম পর্ব৷ এবং এই পর্বে জুলিয়ান আসাঞ্জের চরিত্রকে আনা হয়েছে৷ আসাঞ্জ সিম্পসন্স পরিবারের একজন প্রতিবেশী হয়ে উপস্থিত হবেন৷ ‘দ্যা সিম্পসন্স' শো'র মুখপাত্র এন্টোনিয়া কফমান কথাগুলো জানান৷

এই পর্বে কী দেখানো হবে? হোমার, মার্জ, বার্ট, লিসা, ম্যাগি এবং তাদের পোষা কুকুর স্প্রিংফিল্ড ছেড়ে চলে যায় অনেক দূরে৷ সেখানে তারা একা বসবাস করা শুরু করে৷ নির্বাসিত জীবন বেছে নেয়৷ হঠাৎ করে দেখা যায় জুলিয়ান আসাঞ্জ সেখানে হাজির৷ সেও সেখানে থাকে৷ আসাঞ্জ তাদের প্রতিবেশী৷ তবে আসাঞ্জের সঙ্গে সিম্পসন্স পরিবারের মধ্যে কোন্ ধরণের কথাবার্তা হবে তা জানানো হয়নি৷

সিম্পসন্স সিরিয়ালের এক্সিকিউটিভ প্রডিউসার এ্যাল জিন এন্টারটেইনমেন্ট উইকলিকে বলেন, ‘‘জুলিয়ান আসাঞ্জের চরিত্র বেশ বিতর্কিত৷ কিন্তু আমরা সেসব তুলে ধরছি না৷ তবে তাকে এমনভাবেও উপস্থিত করা হবে না যার কারণে আদালতের কাঠগড়ায় সিম্পসন্সকে দাঁড়াতে হয়৷''

১৯৮৯ সাল থেকে সিম্পসন্স শুরু করে তার যাত্রা৷ ফক্স এন্টারটেইমেন্টের সবয়েচেয়ে দীর্ঘ টেলিভিশন সিরিয়াল হল ‘দ্যা সিম্পসন্স'৷

জুলিয়ান আসাঞ্জ এই মুহূর্তে লন্ডনে গৃহবন্দি অবস্থায় রয়েছেন৷ তার বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ আনা হয়েছে৷ তাকে সুইডেনে ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে আপিলের শুনানি হবে বুধবার লন্ডনের একটি আদালতে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ