সিরাজ-প্রাসিধের ইংল্যান্ড জয়
৪ আগস্ট ২০২৫
এমন জয়ের বড় কৃতিত্ব দিতে হবে সিরাজকেই৷ ক্রিকেট মাঠে সবচেয়ে কঠিন কাজ ফাস্ট বোলিং কী অবলীলায় দিনের পর দিন করে যাচ্ছেন তিনি!
পাঁচ টেস্টের সিরিজের সব টেস্টই আজকাল পারতপক্ষে কোনো ফাস্টবোলারই খেলেন না৷ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঢাল হয়ে রক্ষা করে তাদের৷ কিন্তু ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ঢাল সিরাজের যে লাগে না, দলের স্বার্থে শতভাগেরও বেশি উজাড় করে দিতে যে তিনি সদাপ্রস্তুত, সদ্যসমাপ্ত অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজ হয়ে থাকবে তার উজ্জ্বল চিরস্মরণীয় দৃষ্টান্ত৷ সিরিজে সব ম্যাচ তো খেলেছেনই, সিরাজ সবাইকে অবাক করে দিয়ে ১৮৭ ওভারেরও বেশি বল করেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিবিহীন ভারতীয় দলের স্বার্থে৷ সিরাজের জন্য এ অবশ্য নতুন কিছু নয়৷ অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ পাঁচ টেস্টেরও সবগুলোতে এভাবেই উজাড় করে দিয়েছিলেন নিজেকে৷ দুই সিরিজ মিলিয়ে ৩৫০-এরও বেশি ওভার বল করেছেন সিরাজ৷ টি-টোয়েন্ট, ওয়ানডে আর টেস্ট ম্যাচ - তিন ফর্ম্যাটের সম্মিলিত চাপের ক্রিকেটের এই সময়ে এমন ফাস্টবোলার সত্যিই বিরল৷
ওভালে সেই সিরাজই হয়ে যাচ্ছিলেন ভিলেন৷
সিরিজের শেষ ম্যাচের চতুর্থ দিনে ক্যাচ মিস করে দিয়ে দেন ছক্কা৷ পরাজয়ের দিকে ধাবমান ইংল্যান্ড ঘুরে দাঁড়ায়৷ ব্রুক, রুটদের সেঞ্চুরি হার প্রায় নিশ্চিত করে দেয় ভারতের৷
সিরাজ তবু হাল ছাড়েননি৷ বুমরাহর অনুপস্থিতিতে দলের ফাস্ট বোলিংয়ের নেতৃত্ব আবার তুলে নিয়েছেন নিজের কাঁধে৷ চতুর্থ দিনে হ্যারি ব্রুকের ক্যাচ মিস করে ক্ষমা চেয়েছিলেন প্রাসিধ কৃষ্ণার কাছে৷
সিরাজের কারণে ১৯ রানে জীবন পাওয়া ব্রুক শেষ পর্যন্ত আউট হন ১১১ রান করে৷ জো রুট-ও সেঞ্চুরি করায় ৬ উইকেট হাতে রেখে জয় থেকে ৪২ রানে দূরত্বে চলে গিয়েছিল ইংলিশরা৷ সেই অবস্থায় গতকাল টানা দুই ওভারে জ্যাকব বেথেল ও রুটকে ফিরিয়ে ভারতকে লড়াইয়ে ফেরান প্রাসিধ৷ সোমবার ম্যাচের শেষ দিনে প্রাসিধকে সঙ্গে নিয়েই ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন সিরাজ৷ দ্বিতীয় নতুন বল নেয়ার সুযোগ ছিল৷ সিরাজ-প্রাসিধ জুটির ওপর আস্থা রেখে পুরনো বলেই খেলা চালিয়ে যান অধিনায়ক শুভমন গিল৷ সাহসী এ সিদ্ধান্তকে সার্থকতা দিয়েছেন তরুণ দুই বোলার৷
টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর নেয়ার পর অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন শুভমন গিল৷ ব্যাটিংয়ের অনেক রেকর্ড ভেঙে চার সেঞ্চুরির সুবাদে সিরিজের সর্বোচ্চ ৭৫৪ রান করেছেন তিনি৷ বোলিংয়ে সবার সেরা মোহাম্মদ সিরাজ৷ স্নায়ুক্ষয়ী পাঁচ টেস্টে ২৩ উইকেট পেয়েছেন তিনি৷
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ২২৪
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৪৭
ভারত ২য় ইনিংস: ৩৯৬
ইংল্যান্ড ২য় ইনিংস: ৮৫.১ ওভারে ৩৬৭ (স্মিথ ২, ওভারটন ৯, অ্যাটকিনসন ১৭, টং ০, ওকস ০*; আকাশ ২০-৪-৮৫-১, প্রাসিধ ২৭-৩-১২৬-৪, সিরাজ ৩০.১-৬-১০৪-৫, ওয়াশিংটন ৪-০-১৯-০, জাদেজা ৪-০-২২-০)
ফল: ভারত ৬ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ সিরাজ
ম্যান অব দা সিরিজ: হ্যারি ব্রুক (ইংল্যান্ড), শুভমন গিল (ভারত)
এসিবি/ আরআর