1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিজে সমতা চাইলে জিততে হবে টাইগারদের

১১ এপ্রিল ২০১১

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলা আজ, সোমবার৷ ইতিমধ্যে সিরিজের প্রথম ম্যাচে হেরে ১-০তে পিছিয়ে আছে টাইগাররা৷ অন্যদিকে, বেশ খোশ মেজাজে অস্ট্রেলিয়া৷

Cricket, Mania, Bangladesh, popular, game, South, Asia, World, cup, 2011, fans, টাইগার, ভক্ত, হৃদয়, আনন্দ, ঢেউ, সিরিজ, সমতা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ,
টাইগাররা কি পারবে অন্তত আজ এই ভক্তের হৃদয়ে আনন্দের ঢেউ তুলতে?ছবি: bdnews24.com

বাংলাদেশ দলে পরিবর্তন

আজকের খেলায় বাংলাদেশ দলে পরিবর্তনের ইঙ্গিত কিছুটা পাওয়া যাচ্ছে, তবে চূড়ান্ত কোন ঘোষণা আসেনি৷ অন্তত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যেমনটা বলছে যে, উপরের সারির ব্যাটসম্যানরা রান তোলার দিক দিয়ে খানিকটা পিছিয়ে আছে৷ এমনকি বিশ্বকাপে ইমরুল কায়েস ভালো করলেও অসিদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ তিনি৷ তাছাড়া শাহরিয়ার নাফীস এবং রকিবুল হাসানও খুব একটা সুবিধা করতে পারছেন না৷ তাই, আজকের দলে অলক কাপালী কিংবা শুভগত হোম চৌধুরীকে দেখা যেতে পারে৷ তাছাড়া পাওয়ার প্লেতে কীভাবে দ্রুত রান তোলা যায়, তা নিয়েও ভাবছে স্বাগতিকরা৷

এই ছবিটিকেই খুঁজছেন আপনি৷ ছবিটির তারিখ 11.04.2011 এবং কোড: 8011 পাঠিয়ে দিন bengali@dw-world.de ঠিকানায় অথবা এসএমএস করুন 0088 0173 030 2205, ভারত: 0091 98309 97232 নম্বরে৷ এই প্রতিযোগিতায় অংশ নিয়ে জিততে পারেন আকর্ষণীয় সারপ্রাইজ গিফট…ছবি: DW-TV

নতুন অধিনায়ক

অসি দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক জানিয়েছেন, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাটিং মোটেই সহজ নয়৷ পিচ নিয়ে সমালোচনা শোনা যাচ্ছে অন্য খেলোয়াড়দের কাছ থেকেও৷ তবে আশাবাদী স্বাগতিকদের অধিনায়ক সাকিব আল-হাসান৷ দৈনিক প্রথম আলোকে তিনি জানিয়েছেন, ‘আমরা যদি নিজেদের খেলায় আরও উন্নতি আনতে পারি এবং অস্ট্রেলিয়া যদি ওদের সেরা খেলাটা খেলতে না পারে, একটা ম্যাচ অবশ্যই জেতা সম্ভব৷'

মাশরাফির সামনে রেকর্ডের হাতছানি

আর দুটো উইকেট পেলেই একদিনের সিরিজে মাশরাফির উইকেট শিকারের সংখ্যা হবে ১৫০৷ এর আগে বাংলাদেশের আরেকজন খেলোয়াড় এই সংখ্যা অতিক্রম করেছেন, তিনি আব্দুর রাজ্জাক৷ তবে, অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি-র সামনেও রেকর্ডের হাতছানি৷ আজ একটি উইকেট পেলেই লি পৌঁছে যাবেন সাড়ে তিনশ উইকেট শিকারীর দলে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ