1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার জন্য আরো অর্থ সাহায্য!

২৫ এপ্রিল ২০১৮

সিরিয়া এবং ঐ অঞ্চলের বিভিন্ন দেশে বসবাসরত সিরীয় শরণার্থীদের সহায়তার জন্য জার্মানি আরও এক বিলিয়ন ইউরো সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বুধবার ব্রাসেলসে এই তথ্য জানিয়েছেন৷

ছবি: picture-alliance/AP Photo/M. Muheisen

বুধবার থেকে ব্রাসেলসে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে সিরিয়ার জন্য ত্রাণ নিয়ে আলোচনা করতে দু'দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে৷ বিভিন্ন দেশের ৮০ জনের বেশি প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন৷

জার্মানি ২০১২ সাল থেকে এখন পর্যন্ত সিরিয়ার জন্য সাড়ে চার বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে৷ জার্মান সরকারের বাজেট চূড়ান্ত হওয়ার পর সিরিয়ার জন্য আরও ৩০০ মিলিয়ন ইউরো বরাদ্দ করা হতে পারে বলে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে৷

Maas on Russia’s Syria role

00:34

This browser does not support the video element.

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘শুধুমাত্র সিরিয়াতেই ১৩ মিলিয়ন মানুষের মানবিক সহায়তা প্রয়োজন৷ সিরিয়ার নাগরিকদের একা ছেড়ে দেয়া আমাদের উচিত হবে না৷''

তিনি বলেন, সিরিয়ার সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে জার্মানি উদ্বিগ্ন৷ পাশাপাশি সিরিয়ার সমস্যা সমাধানে রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে চায় জার্মানি, বলেন হাইকো মাস৷

এদিকে, ব্রাসেলসে যে ত্রাণ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেখানে গতবছরের তুলনায় এবার অঙ্গীকারের পরিমাণ বাড়বে বলে আশা করছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো৷ গতবছরের সম্মেলনে মোট ছয় বিলিয়ন ডলারের অঙ্গীকার করা হয়েছিল৷ অবশ্য এর মধ্যে মাত্র এখন পর্যন্ত মাত্র ২ দশমিক ৩ বিলিয়ন ডলার পাওয়া গেছে বলে জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে৷

২০১১ সালে সিরিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ-র দেশগুলো এখন পর্যন্ত সর্বোচ্চ সহায়তা দিয়েছে, যার পরিমাণ ১০.৬ বিলিয়ন ইউরো৷ অবশ্য ব্রাসেলসের ত্রাণ সম্মেলন নিয়ে আলাদা একটি লক্ষ্যের কথা জানিয়েছেন ইইউ-র পররাষ্ট্র বিষয়ক প্রধান ফ্রেডেরিকা মোঘেরিনি৷ এই সম্মেলনকে কাজে লাগিয়ে তিনি সিরিয়া বিষয়ে স্থগিত থাকা জেনেভা শান্তি আলোচনা পুনরায় শুরু করতে চান, এবং এর মাধ্যমে সমস্যার একটি সমাধান চান তিনি৷

উল্লেখ্য, সিরিয়ায় সাত বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের কারণে দেশটির অনেক নাগরিক তুরস্ক, লেবানন, জর্ডানসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে৷ জার্মানিতেও অনেক সিরীয় নাগরিক আশ্রয় নিয়েছেন৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ