1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানও শঙ্কিত

২ অক্টোবর ২০১২

সব জায়গায় থাকে তাঁদের বৈরী সম্পর্কের আভাস৷ তবে একটা বিষয়ে মিলে গেল যুক্তরাষ্ট্র আর ইরান৷ সিরিয়ার রাসায়নিক অস্ত্রের বিষয়ে ইরানেরও একই বক্তব্য৷ উপসাগরীয় দেশটিও মনে করে বিশ্বমানচিত্রে নতুন আশঙ্কা হয়ে উঠছে সিরিয়া৷

ছবি: Reuters

সোমবার এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন ওয়ালিদ মোয়াল্লেম৷ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট কথা, ইরাকে যেভাবে একটা অজুহাত দাঁড় করিয়ে হামলা চালিয়েছিল, এবার রাসায়নিক অস্ত্রের কথা বলে একই পথে এগোনোর নীলনকশা করছে যুক্তরাষ্ট৷ মোয়াল্লেম আরো বলেছিলেন, সিরিয়ার সংকটের রাজনৈতিক সমাধান এখনো সম্ভব, তবে তা চাইলে আগে পাশ্চাত্য এবং উপসাগরীয় দেশগুলোকে বিদ্রোহীদের সমর্থন দেয়া বন্ধ করতে হবে৷

ওয়ালিদ মোয়াল্লেমছবি: Getty Images

উপসাগরীয় দেশ ইরান একই দিনে সিরিয়ার রাসায়নিক অস্ত্র সম্পর্কে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে৷ নিউ ইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহী বলেছেন, ব্যাপক ক্ষয়-ক্ষতির কারণ হতে পারে এমন যে কোনো অস্ত্রের প্রয়োগই মানবতাবিরোধী, এমন অস্ত্র সিরিয়া ব্যবহার করলেও সমর্থনযোগ্য নয়৷

এদিকে যুক্তরাষ্ট্র, সিরিয়া আর ইরান যখন রাসায়নিক অস্ত্র নিয়ে বক্তব্য রাখছে তখনো সিরিয়ায় প্রতিদিন মারা যাচ্ছে মানুষ৷ সোমবার সালকিন শহরে ৮ শিশুসহ ২১ জন মারা গেছে বলে জানিয়েছে বৃটেনভিত্তিক একটি মানবাধিকার সংস্থা৷ বিদ্রোহীদের বোমা হামলায় হোমস রাজ্যে প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনীর কমপক্ষে ১৮ জন সৈন্য মারা গেছে বলেও জানিয়েছে তাঁরা৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ