1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানও শঙ্কিত

২ অক্টোবর ২০১২

সব জায়গায় থাকে তাঁদের বৈরী সম্পর্কের আভাস৷ তবে একটা বিষয়ে মিলে গেল যুক্তরাষ্ট্র আর ইরান৷ সিরিয়ার রাসায়নিক অস্ত্রের বিষয়ে ইরানেরও একই বক্তব্য৷ উপসাগরীয় দেশটিও মনে করে বিশ্বমানচিত্রে নতুন আশঙ্কা হয়ে উঠছে সিরিয়া৷

ছবি: Reuters

সোমবার এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন ওয়ালিদ মোয়াল্লেম৷ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট কথা, ইরাকে যেভাবে একটা অজুহাত দাঁড় করিয়ে হামলা চালিয়েছিল, এবার রাসায়নিক অস্ত্রের কথা বলে একই পথে এগোনোর নীলনকশা করছে যুক্তরাষ্ট৷ মোয়াল্লেম আরো বলেছিলেন, সিরিয়ার সংকটের রাজনৈতিক সমাধান এখনো সম্ভব, তবে তা চাইলে আগে পাশ্চাত্য এবং উপসাগরীয় দেশগুলোকে বিদ্রোহীদের সমর্থন দেয়া বন্ধ করতে হবে৷

ওয়ালিদ মোয়াল্লেমছবি: Getty Images

উপসাগরীয় দেশ ইরান একই দিনে সিরিয়ার রাসায়নিক অস্ত্র সম্পর্কে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে৷ নিউ ইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহী বলেছেন, ব্যাপক ক্ষয়-ক্ষতির কারণ হতে পারে এমন যে কোনো অস্ত্রের প্রয়োগই মানবতাবিরোধী, এমন অস্ত্র সিরিয়া ব্যবহার করলেও সমর্থনযোগ্য নয়৷

এদিকে যুক্তরাষ্ট্র, সিরিয়া আর ইরান যখন রাসায়নিক অস্ত্র নিয়ে বক্তব্য রাখছে তখনো সিরিয়ায় প্রতিদিন মারা যাচ্ছে মানুষ৷ সোমবার সালকিন শহরে ৮ শিশুসহ ২১ জন মারা গেছে বলে জানিয়েছে বৃটেনভিত্তিক একটি মানবাধিকার সংস্থা৷ বিদ্রোহীদের বোমা হামলায় হোমস রাজ্যে প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনীর কমপক্ষে ১৮ জন সৈন্য মারা গেছে বলেও জানিয়েছে তাঁরা৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ