1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংকট

৯ জুলাই ২০১২

জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে দু'ঘণ্টা ধরে আলাপ-আলোচনা করেছেন৷ এর পর তাঁর মুখ থেকে সহিংসতা থামানোর ব্যাপারে একটি নতুন ‘অ্যাপ্রোচ' বা পন্থার কথা শোনা গেছে৷

ছবি: Reuters

আসাদের সঙ্গে আলাপ-আলোচনার পর আনান মিডিয়াকে যা বলেছেন, তা থেকে আশাই জাগতে পারে৷ আনান একটি নতুন পন্থা এবং একটি নতুন কাঠামোর কথা বলেছেন৷ দৃশ্যত আসাদ তাতে রাজি৷ এবার আনান বিদ্রোহীদের সঙ্গে কথাবার্তা বলবেন৷ ওদিকে আনান দামেস্ক থেকে তেহরান যাচ্ছেন বলে জানিয়েছে ইরানি টেলিভিশন৷ অর্থাৎ আনান সব দিক বুঝেসুঝে, সবাইকে সঙ্গে নিয়ে মাঠে নামতে চাইছেন৷ আনান'এর সুবিধাটা সম্ভবত এই যে, তাঁর শুধুমাত্র একটিই লক্ষ্য আছে, এবং সেটি হল সর্বাগ্রে রক্তপাত বন্ধ করা৷

Syrien: Kofi Annan gibt nicht auf # 09.07.2012 14 Uhr # assad13a # Journal

01:59

This browser does not support the video element.

আসাদের সঙ্গে সাক্ষাতের পর আনান রিপোর্টারদের বলেছেন, প্রেসিডেন্ট আসাদ ছ'দফা শান্তি পরিকল্পনার প্রতি সিরিয়া সরকারের সমর্থনের পুনরাবৃত্তি করেছেন৷ পরিকল্পনার বাস্তবায়ন নিয়েই সমস্যা থেকে যাচ্ছে, বলে আনান মন্তব্য করেন৷ এবং আনান যে নতুন পন্থা এবং কাঠামোর কথা বলেছেন, সেটা সম্ভবত এই বাস্তবায়নের খুঁটিনাটি নিয়ে৷ তাঁর ভাষায়: ‘‘আমরা সহিংসতার অবসান ঘটানোর প্রয়োজনীয়তা নিয়ে, এবং তা করার পন্থা নিয়ে আলোচনা করেছি৷ পন্থা সম্পর্কে একমত হবার পর এবার আমি তা বিরোধীপক্ষকে জানাব৷''

যুক্তরাষ্ট্রের তরফ থেকে আনান'এর শান্তি পরিকল্পনা সম্পর্কে বিশেষ আস্থা প্রত্যাশা করার কোনো কারণ নেই৷ কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বিদেশি অভ্যাগতদের প্রতি মন্তব্যে বলেছেন, সিরিয়ার সর্বাগ্রে প্রয়োজন হল প্রশাসন এবং বিরোধীদের মধ্যে সংলাপ৷ বাইরে থেকে শক্তি প্রয়োগের চেয়ে এই কাজ অবশ্যই আরো বেশি কঠিন হবে, কিন্তু সমগ্র এলাকাটির স্থায়ী ভবিষ্যৎ বিকাশের জন্য ঠিক সেই ধরণের কাজেরই প্রয়োজন, বলে পুটিন মন্তব্য করেন৷

মজার কথা, এর মাত্র কয়েক ঘণ্টা আগে সিরিয়ার বিশিষ্ট বিরোধী নেতা এবং বুদ্ধিজীবী মিশেল কিলো মস্কোয় পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ'এর সঙ্গে সাক্ষাত করেন৷ তাতে অন্তত এ'টুকু প্রমাণ হয় যে, রাশিয়া বিরোধীদের সঙ্গেও আলাপের প্রচেষ্টা চালাচ্ছে, তা সে আলাপে কিলো যতই অতৃপ্ত থাকুন না কেন৷ অপরদিকে অধস্তন রুশ কর্মকর্তারা নানা অবকাশে জানান দিচ্ছেন যে, রাশিয়া আপাতত সিরিয়াকে অস্ত্র বিক্রয় এবং সরবরাহ বন্ধ রাখছে - যেমন ইয়াক-১৩০ জঙ্গিজেট৷ অবশ্য তার ফলে দেশ জুড়ে সরকারি সেনাদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ, কিংবা হোমসে সরকারি সেনাবাহিনির গোলাবর্ষণ যে বন্ধ থেকেছে কিংবা থাকবে, এমন নয়৷

এসি / ডিজি (রয়টার্স, এপি, এফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ