1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সিরিয়াকে ভুলে গেলে চলবে না'

বেটিনা মার্ক্স/এসবি১৩ মার্চ ২০১৫

হিংসা ও নিপীড়ন, ক্ষুধা ও রোগব্যাধী – সিরিয়া ও ইরাকে গৃহযুদ্ধের ফলে প্রায় ১ কোটি ৪০ লক্ষ শিশুর জীবন দুর্বিসহ হয়ে উঠেছে৷ সংঘাত শুরু হওয়ার পর এই দুই দেশের শিশুদের পরিণতির প্রতি দৃষ্টি আকর্ষণ করছে ইউনিসেফ৷

Griechenland Kreta Flüchtlinge 27.11.2014
ছবি: picture-alliance/AP Photo/P. Giannakouris

আলেপ্পো শহরের সাত বছরের বালিকা সারা বলছে, ‘‘গোটা বিশ্বকে বলো, তারা যেন সিরিয়াকে ভুলে না যায়৷'' দামেস্কের ইউনেস্কো দপ্তরের প্রধান হানা সিংগার একটি স্কুল পরিদর্শনে গিয়ে মেয়েটির দেখা পান এবং যুদ্ধবিধ্বস্ত শহরে তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান৷ বার্লিনে সংবাদ সম্মেলনে সারার কথা বলতে গিয়ে হানা সিংগার চেখের জল আটকাতে পারছিলেন না৷

গত পাঁচ বছর ধরে মিশরের হানা সিংগার দামেস্কের ইউনিসেফ দপ্তর পরিচালনা করছেন৷ সিরিয়ায় প্রায় ৫৬ লক্ষ শিশু সহায়তার উপর নির্ভরশীল৷ হানা সেই সাহায্যের সমন্বয়ের কাজ করেন৷ তবে এই মুহূর্তে ২০ লক্ষ শিশুর কাছে পৌঁছানোর কোনো উপায় নেই৷ তারা যুদ্ধবিধ্বস্ত অথবা সন্ত্রাসী গোষ্ঠী ‘ইসলামিক স্টেট' নিয়ন্ত্রিত কোনো এলাকায় রয়েছে৷ সেখানে প্রতিদিন তারা প্রবল হিংসার মোকাবিলা করে চলেছে৷ হানা জানিয়েছেন, আইএস-এর মূল ঘাঁটি রাকা শহরে শিশুদের জোর করে মৃত্যুদণ্ডের ভিডিও দেখানো হচ্ছে৷ তিনি বলেন, ‘‘মধ্যযুগ নয়, আজকের সিরিয়ায় এমনটা ঘটছে৷ এই একটি দৃষ্টান্তই দেখা যাচ্ছে, যে শিশুরা কীভাবে নৃশংস যুদ্ধের শিকার হতে পারে৷''

‘সংকটের কুফল শিশুরাই সবচেয়ে বেশি বহন করে

প্রায় ৪ বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে৷ কমপক্ষে ১০,০০০ শিশু এখনো পর্যন্ত তার শিকার হয়েছে৷ হাজার হাজার শিশু গুরুতরভাবে আহত৷ হানা সিংগার বলেন, ‘‘একটা গোটা প্রজন্ম এতটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের সারা জীবন সহায়তার প্রয়োজন পড়বে৷'' এমনকি এই মুহূর্তে সংকট মিটে গেলেও সিরিয়ার সমাজকে এর দীর্ঘমেয়াদি ক্ষতি সামলাতে হবে বলে তিনি মনে করেন৷

আরও দুশ্চিন্তার বিষয় হলো, অনেক ক্ষেত্রেই শিশুদের উপর সুপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে৷ হানা সিংগার বলেন, অনেক ক্ষেত্রে শার্প-শুটাররা শিশুদের দিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বা স্কুলকে তাদের লক্ষ্যবস্তু করেছে৷ সিরিয়ায় ৬৯টি স্কুলের উপর বোমা বা গুলির হামলা চালানো হয়েছে৷ ফলে গোটা দেশে প্রায় ৪,২০০ স্কুল ব্যবহারের উপযোগী হয়ে পড়ছে৷ দেশের অর্ধেক – অর্থাৎ প্রায় ৫০,০০০ শিক্ষক-শিক্ষিকা হয় নিহত হয়েছেন বা দেশ ছেড়ে পালিয়ে গেছেন৷

প্রাথমিক শিক্ষা, মনস্তাত্ত্বিক সহায়তা ও স্বাস্থ্য পরিষেবা

ইউনিসেফের জন্য স্কুল শিক্ষা অন্যতম প্রধান বিষয়৷ সিরিয়ার প্রতিবেশী দেশগুলির শরণার্থী শিবিরে এই প্রতিষ্ঠান প্রায় ২০ লক্ষ শিশুর জন্য পাঠ্যবই সহ শিক্ষার সরঞ্জামের ব্যবস্থা করেছে৷ স্কুলে যাবার অধিকারকে মৌলিক অধিকার বলে মনে করেন হানা সিংগার৷ সিরিয়ার শিশুদের কাছে এই সুযোগটা ওষুধের মতো কাজ করে৷ শরণার্থী শিবিরে অনেক শিশুর মনে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে৷ তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কম্পিউটার বিশেষজ্ঞ হয়ে উঠতে চায়৷

সিরিয়ায় ৬৯টি স্কুলের উপর বোমা বা গুলির হামলা চালানো হয়েছেছবি: AFP/Getty Images/B. Kilic

এর পাশাপাশি ইউনিসেফ মনস্তাত্ত্বিক সহায়তা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে৷ ২০১৩ সালে পোলিও ছড়িয়ে পড়ার পর প্রায় ২৯ কোটি শিশুকে টিকা দেওয়া হয়৷ তবে প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নেওয়া সিরীয় শিশুদের সাহায্য করতে ইউনিসেফ-এর কমপক্ষে ৯০ লক্ষ ডলার প্রয়োজন৷ এখনো পর্যন্ত এর মাত্র এক সপ্তামাংশের অঙ্গীকার পাওয়া গেছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পর জার্মানিই ইউনিসেফ-এর সবচেয়ে বড় দাতা দেশ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ