1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়াতে ব্যাপক সংঘর্ষ

১০ জুন ২০১২

সিরিয়াতে চলছে আসাদ বাহিনী ও ফ্রি সিরিয়ান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষ৷ রোববারও প্রাণহানির খবর দিয়েছে একাধিক বার্তা সংস্থা৷ এদিকে বিদ্রোহীদের নতুন নেতা নির্বাচিত হয়েছেন কুর্দি নেতা আবদেল বাসিত সাইদা৷

Syrians attend an anti-Bashar Assad protest after Friday prayers on the outskirts of Idlib, Syria, Friday, June 8, 2012. (Foto:AP/dapd) // eingestellt von nis
ছবি: AP

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার সিরিয়ার বিদ্রোহী সেনারা হোমস শহরের কয়েকটি এলাকা দখলের জন্য তৎপরতা শুরু করলে আসাদ বাহিনীও পাল্টা অভিযান শুরু করে৷ সিরিয়ার সেনাবাহিনী হোমস, কুয়াসির, তালবিসেহ এবং রাস্তান এলাকাতে গোলা বর্ষণ করছে৷ অন্যদিকে ফ্রি সিরিয়ান আর্মির বিদ্রোহী সেনারা সম্মুখ যুদ্ধে টিকতে পারছে না৷ তাই তারা আসাদ বাহিনীর ওপর গেরিলা হামলা চালিয়ে যাচ্ছে৷ রাস্তানের আসাদ বিরোধী আন্দোলনের কর্মী আবু কাসেম বার্তা সংস্থাকে জানিয়েছেন শনিবার থেকে ওই এলাকাতে অন্তত ৫০০ গোলা এসে পড়েছে৷ আসাদের সেনারা হেলিকপ্টার থেকে মেশিনগান দিয়ে গুলি ছুঁড়ছে বলেও জানান তিনি৷

এদিকে রয়টার্স রোববার ৩৫ জন নিহত হওয়ার খবর দিলেও আরেক বার্তা সংস্থা এএফপি ১২ জন নিহত হওয়ার খবর দিয়েছে৷ তবে হতাহতের ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারছে না কেউই৷ আসাদ বিরোধীদের সমর্থক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে গত ১৫ মাসের আন্দোলন ও সংঘর্ষে প্রাণহানির সংখ্যা ১৪,১০০ ছাড়িয়েছে৷ এর মধ্যে দুই তৃতীয়াংশই বেসামরিক নাগরিক৷

এদিকে নিজেদের অন্তর্কোন্দল মিটিয়ে অবশেষে নতুন নেতা নির্বাচন করলো সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল৷ বহু বছর ধরে সুইডেনে নির্বাসনে থাকা কুর্দি নেতা আবদেল বাসিত সাইদা নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন৷ এসএনসির বৈঠকে তিনিই ছিলেন একমাত্র প্রার্থী৷ অর্থাৎ সকলের মনোনীত প্রার্থী হিসেবেই সিরীয় জাতীয় পরিষদকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন আবদেল বাসিত সাইদা৷ নতুন দায়িত্ব নেওয়ার পর আসাদ প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন সাইদা৷ তিনি বলেন, আসাদ প্রশাসন তার শেষ সময় পার করছে৷ তাদের হত্যাযজ্ঞ এবং গোলাবর্ষণ প্রমাণ করছে যে তারা টিকে থাকার জন্য লড়াই করছে৷ তিনি জানান, সিরিয়াতে আসাদ বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের জন্য তারা এখন আরও বেশি করে চেষ্টা করবেন৷ একই সঙ্গে সিরিয়ার রাজপথে আন্দোলনকারীদের সঙ্গে বিদ্রোহী সেনাদের সমন্বয় আরও জোরদার করার কথা বলেন আবদেল বাসিত সাইদা৷

এদিকে সিরিয়াতে গণহত্যা চলছে এবং দেশটিতে সামরিক হস্তক্ষেপ করা হোক, এমন দাবি আসলো ইসরায়েলের কাছ থেকে৷ দেশটির উপ প্রধানমন্ত্রী শাউল মোফাজ এক সাক্ষাৎকারে এই দাবি জানালেন৷ সিরিয়া নিয়ে ইসরায়েলের এটিই সবচেয়ে কড়া প্রতিক্রিয়া এখন পর্যন্ত৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এএফপি, রয়টার্স)
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ