সিরিয়াতে ব্যাপক সংঘর্ষ
১০ জুন ২০১২বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার সিরিয়ার বিদ্রোহী সেনারা হোমস শহরের কয়েকটি এলাকা দখলের জন্য তৎপরতা শুরু করলে আসাদ বাহিনীও পাল্টা অভিযান শুরু করে৷ সিরিয়ার সেনাবাহিনী হোমস, কুয়াসির, তালবিসেহ এবং রাস্তান এলাকাতে গোলা বর্ষণ করছে৷ অন্যদিকে ফ্রি সিরিয়ান আর্মির বিদ্রোহী সেনারা সম্মুখ যুদ্ধে টিকতে পারছে না৷ তাই তারা আসাদ বাহিনীর ওপর গেরিলা হামলা চালিয়ে যাচ্ছে৷ রাস্তানের আসাদ বিরোধী আন্দোলনের কর্মী আবু কাসেম বার্তা সংস্থাকে জানিয়েছেন শনিবার থেকে ওই এলাকাতে অন্তত ৫০০ গোলা এসে পড়েছে৷ আসাদের সেনারা হেলিকপ্টার থেকে মেশিনগান দিয়ে গুলি ছুঁড়ছে বলেও জানান তিনি৷
এদিকে রয়টার্স রোববার ৩৫ জন নিহত হওয়ার খবর দিলেও আরেক বার্তা সংস্থা এএফপি ১২ জন নিহত হওয়ার খবর দিয়েছে৷ তবে হতাহতের ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারছে না কেউই৷ আসাদ বিরোধীদের সমর্থক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে গত ১৫ মাসের আন্দোলন ও সংঘর্ষে প্রাণহানির সংখ্যা ১৪,১০০ ছাড়িয়েছে৷ এর মধ্যে দুই তৃতীয়াংশই বেসামরিক নাগরিক৷
এদিকে নিজেদের অন্তর্কোন্দল মিটিয়ে অবশেষে নতুন নেতা নির্বাচন করলো সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল৷ বহু বছর ধরে সুইডেনে নির্বাসনে থাকা কুর্দি নেতা আবদেল বাসিত সাইদা নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন৷ এসএনসির বৈঠকে তিনিই ছিলেন একমাত্র প্রার্থী৷ অর্থাৎ সকলের মনোনীত প্রার্থী হিসেবেই সিরীয় জাতীয় পরিষদকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন আবদেল বাসিত সাইদা৷ নতুন দায়িত্ব নেওয়ার পর আসাদ প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন সাইদা৷ তিনি বলেন, আসাদ প্রশাসন তার শেষ সময় পার করছে৷ তাদের হত্যাযজ্ঞ এবং গোলাবর্ষণ প্রমাণ করছে যে তারা টিকে থাকার জন্য লড়াই করছে৷ তিনি জানান, সিরিয়াতে আসাদ বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের জন্য তারা এখন আরও বেশি করে চেষ্টা করবেন৷ একই সঙ্গে সিরিয়ার রাজপথে আন্দোলনকারীদের সঙ্গে বিদ্রোহী সেনাদের সমন্বয় আরও জোরদার করার কথা বলেন আবদেল বাসিত সাইদা৷
এদিকে সিরিয়াতে গণহত্যা চলছে এবং দেশটিতে সামরিক হস্তক্ষেপ করা হোক, এমন দাবি আসলো ইসরায়েলের কাছ থেকে৷ দেশটির উপ প্রধানমন্ত্রী শাউল মোফাজ এক সাক্ষাৎকারে এই দাবি জানালেন৷ সিরিয়া নিয়ে ইসরায়েলের এটিই সবচেয়ে কড়া প্রতিক্রিয়া এখন পর্যন্ত৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এএফপি, রয়টার্স)
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই