1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাড়ি বোমা

১৭ মার্চ ২০১২

সিরিয়ার রাজধানি দামেস্কে আজ স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় দুটি বিস্ফোরণ ঘটে৷ তাতে প্রাণ হারিয়েছে ২৭ জন এবং আহত হয়েছে ৯৭ জনের বেশি৷

ছবি: SANA

হতাহতের মধ্যে নিরাপত্তা পুলিশ সহ সাধারণ মানুষও রয়েছে৷ রাষ্ট্রীয় প্রচার মাধ্যমগুলো সন্ত্রাসীদের দায়ি করছে এই ঘটনায়৷

দামেস্কের দুয়ার আল-জামারেক এলাকায় ইন্টেলিজেন্স সেন্টার এবং পুলিশ কম্পাউন্ডের কাছে দুটি গাড়ি পার্ক করা ছিল৷ সকাল সাড়ে সাতটায় গাড়ি দুটি বিস্ফোরিত হয়৷ হামলা থেকে বোঝা যাচ্ছে যে লক্ষ্য ছিল ইন্টেলিজেন্স সেন্টার এবং পুলিশের কম্পাউন্ড৷ বিস্ফোরণের ফলে দুটি বিল্ডিং-ই ক্ষতিগ্রস্ত হয়েছে৷ দেয়াল ধসে পড়েছে এবং বিল্ডিং-এর জানালার কাঁচ ভেঙে রাস্তায় এসে ছিটিয়ে পড়েছে৷ কিছুক্ষণ পরেই দেখা যায় মানুষের লাশ আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে৷ যে গাড়ি দুটো বিস্ফেরিত হয়েছে তার কাছে ছিল একটি মিনি ভ্যান৷ ভ্যানের একটি অংশ রক্তে লাল৷

বিস্ফোরণে বিধ্বস্ত হয় দুটি ভবনছবি: SANA

কে বা কারা দায়ি তা স্পষ্ট করে কেউ না জানালেও বোঝা যাচ্ছে এটা সিরিয়ায় চলমান আন্দোলনের একটি অংশ৷ রাষ্ট্রীয় টেলিভিশনে এক বৃদ্ধ সাক্ষাৎকার দিয়েছেন৷ তিনি বিস্ফোরণের সময় কাছেই ছিলেন৷ যখন তিনি সাক্ষাৎকার দেন তখনো তার মাথায় ব্যান্ডেজ৷ তিনি বলেন যে, আমরা খুব জোরে একটি শব্দ শুনি৷ শব্দের জোর এত বেশি ছিল যে আমার বাড়ির দরজা-জানালা ভেঙ্গে পড়ে৷ যদিও আমরা ঘটনাস্থল থেকে দূরে ছিলাম৷ এছাড়া আসাদ সরকার বিরোধী আবু মুহান্নাদ আল মাজ্জি বার্তা সংস্থা এএফপিকে বলেন, সকাল ঠিক সাড়ে সাতটায় প্রথম বিস্ফোরণ আমরা শুনি৷ এর কয়েক মিনিট পরেই দ্বিতীয়টি৷ দ্বিতীয়টি ছিল প্রথমটির চেয়ে বেশি শক্তিশালী তা শব্দেই বোঝা গেছে৷

অনেক দূর থেকে ধোঁয়া দেখা যায়ছবি: REUTERS/Shaam News

আহতের সংখ্যা বাড়তে পারে বলে জানানো হচ্ছে৷ ঘটনাস্থলের কাছেই রয়েছে একটি হাসপাতাল৷ সেখানে একজন চিকিৎসক বলেন, বোমা বিস্ফোরণের আধ ঘন্টার মধ্যেই প্রায় ৪০ জনকে হাজির করা হয়৷ এছাড়া টেলিভিশনের ক্যামেরায় দেখানো হয় যে, রাতে ঘুমানোর পোশাক পরিহিত একজন মহিলাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে৷ সঙ্গে রয়েছে একজন পুরুষ তিনিও রক্তে ভেজা৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ