1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়াতে পোলিওর ভয়াবহতা

১৩ নভেম্বর ২০১৩

কেবল সিরীয় শরণার্থীদের পোলিও-র ভাইরাস দিলেই-এর সংক্রমণ রোধ হবে না৷ মধ্যপ্রাচ্যে পোলিও ঠেকানো না গেলে তা ইউরোপে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে জার্মান বিজ্ঞানীরা৷ ল্যানসেট মেডিকেল জার্নালে এ কথা বলা হয়েছে৷

A Syrian woman carries a child in her lap as she sits in front her tent, with another child peeking out from it, at Kfar Zabad refugee camp in Bekaa valley in eastern Lebanon, November 1, 2013. International donors must do more to help Lebanon absorb a flood of refugees straining its schools and public services, the head of the United Nations children's fund UNICEF said. Picture taken November 1, 2013. REUTERS/Jamal Saidi (LEBANON - Tags: CIVIL UNREST POLITICS TPX IMAGES OF THE DAY SOCIETY)
ছবি: Reuters

পোলিও-এমন একটি ভাইরাস থেকে এই রোগটি হয়, যা খুব সহজেই মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়৷ সাধারণ খাবার এবং পানি থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে৷ আর শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এটি৷ সিরিয়ার লাখো শরণার্থী যেখানে গাদাগাদি করে বসবাস করছে, সেখানে এটা ছড়িয়ে পড়াটা খুবই স্বাভাবিক৷ ১৪ বছরের মধ্যে প্রথমবার গত মাসে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বেশ কয়েকজন শিশু পোলিও আক্রান্ত হয়েছে৷

ল্যানসেট মেডিকেল জার্নালে লেখা এক প্রতিবেদনে জার্মান বিজ্ঞানীরা বলেছেন, সিরিয়া পোলিও সংক্রমণ রোধ করা না গেলে তা খুব দ্রুত ইউরোপের দেশগুলোতে ছড়িয়ে পড়বে৷

সিরিয়ার শরণার্থী শিবিরছবি: Reuters

বিশ্ব স্বাস্থ্য কর্মসূচি ডাব্লিউএইচও জানিয়েছে, পাকিস্তান থেকে সম্ভবত এই ভাইরাস সিরিয়ায় এসেছে৷

মানুষের স্নায়ুতন্ত্রের উপর পোলিওর প্রভাব পড়ে, যার ফলে কয়েক ঘণ্টার মধ্যে শরীরের কিছু অংশ বিকল হয়ে যেতে পারে৷ তাই ডাব্লিউএইচও আবারো সতর্ক করে দিয়ে বলেছে, কোনো এলাকার একটি শিশু সংক্রমিত হলে যে কোনো স্থানের শিশুদের জন্য তা হুমকিস্বরূপ৷

ল্যানসেট প্রকাশনায় আরও বলা হয়েছে, ইউরোপের দেশগুলোতে এখন ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন বা আইপিভি ব্যবহার করা হচ্ছে৷ কিন্তু ওরাল পোলিও ভ্যাকসিন ব্যবহার করছে না, যা সবচেয়ে জরুরি৷ কেননা আইপিভি কেবল আংশিকভাবে পোলিও প্রতিরোধ করে, পুরোপুরি না৷

যেহেতু সিরিয়া থেকে বেশিরভাগ মানুষ ইউরোপের প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে, তাই ইউরোপে পোলিও ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি বলে জানিয়েছেন জার্মান বিজ্ঞানীরা৷

এপিবি/এসবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ