1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় ড্রোন

১৮ ফেব্রুয়ারি ২০১২

সিরিয়ায় বেসামরিক মানুষের উপর সরকারি বাহিনীর হামলা পর্যবেক্ষণে দেশটির আকাশে ঘুরছে মার্কিন ড্রোন৷ এদিকে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাথে বৈঠক করলেন চীনা উপ-পররাষ্ট্র মন্ত্রী ঝাই জুন৷ তবুও দামেস্কে সরকারি বাহিনীর গুলি৷

Chinese Deputy Foreign Minister Zhai Jun, left, speaks to reporters following a meeting with Syrian Deputy Foreign Minister Faisal Mekdad, right, in Damascus, Syria, on Friday Feb. 17, 2012. Jun arrive to Damascus for two-day visit to meet with Syrian President Bashar Assad and with other officials. Syrian troops intensively shelled rebel-held neighborhoods in the restive central city of Homs Friday and killed at least 13 people, activists said. Britain and France urged the opposition to unite and said it needs more international support to resist the deadly government crackdown. (Foto:Bassem Tellawi/AP/dapd)
সিরিয়ায় চীনা উপপররাষ্ট্র মন্ত্রী ঝাই জুনছবি: dapd

সিরিয়ায় চীনা উপপররাষ্ট্র মন্ত্রী

সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সরকারি বাহিনীর হত্যা-নির্যাতনের বিরুদ্ধে সারাবিশ্ব যখন প্রায় এক ভাষায় কথা বলছে, তখনও প্রেসিডেন্ট আসাদের মিত্র হিসেবে অনড় চীন ও রাশিয়া৷ ইতিমধ্যে সিরিয়া সফরে গেছেন চীনা উপ-পররাষ্ট্র মন্ত্রী ঝাই জুন৷ তিনি বৈঠক করলেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাথে৷ বৈঠকে তিনি আসাদের সর্বশেষ ঘোষিত পরিকল্পনার প্রতি সমর্থন জানান৷ সাম্প্রতিক পরিকল্পনায় বাশার আল-আসাদ বহুদলীয় নির্বাচন এবং এরপর নতুন সংবিধানের ব্যাপারে ২৬শে ফেব্রুয়ারি গণভোট আয়োজনের ঘোষণা দেন৷ কিন্তু বিরোধী দলগুলো এবং পশ্চিমা গোষ্ঠী তাঁর এ পরিকল্পনাকে একটি ছল হিসেবে উল্লেখ করে এটি প্রত্যাখান করেছে৷ অবশ্য মিত্র দেশ হিসেবে আসাদের এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে চীন৷

আসাদ-জুন বৈঠক

বাশার আল-আসাদের সাথে বৈঠকে চীনা মন্ত্রী জুন বলেন, ‘‘আমরা আশা করি যে, পরিকল্পনা মাফিক সংসদীয় নির্বাচন এবং সংবিধানের ব্যাপারে গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে৷ সিরিয়ার সংস্কারের পথে গৃহীত পদক্ষেপগুলোকে সমর্থন করে চীন৷'' তবে একইসাথে চীনা বার্তা সংস্থা সিনহুয়া উল্লেখ করেছে যে, সিরিয়ায় তীব্র সংকটে উদ্বিগ্ন চীন এবং তারা চায়, সরকার ও রাজনৈতিক দলগুলো বেসামরিক মানুষের উপর সহিংসতা বন্ধ করুক, বলে মন্তব্য করেছেন জুন৷ এছাড়া স্থিতীশীলতা ছাড়া কোন জাতিই উন্নতি করতে পারে না বলেও উল্লেখ করেন তিনি৷

সহিংসতায় নিহতদের দাফন অনুষ্ঠানছবি: Reuters

মার্কিন ড্রোন টহল

এদিকে, সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও বেসামরিক মানুষের উপর সরকারি বাহিনীর হত্যা ও নির্যাতনের পরিস্থিতি পর্যবেক্ষণে সিরিয়ার আকাশে মনুষ্যবিহীন বিমান পাঠিয়েছে অ্যামেরিকা৷ এনবিসি টেলিভিশন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন ড্রোন সিরিয়ার আকাশে টহল দিচ্ছে৷ তবে সিরিয়ায় সামরিক অভিযান চালানোর ব্যাপারে মার্কিন কোন পরিকল্পনার কথা এখনও জানা যায়নি৷ বরং সেখানে মানবিক ত্রাণ পাঠাতে পারে ওয়াশিংটন বলে জানিয়েছে এনবিসি৷

সহিংসতার খবর

চীনা মন্ত্রীর আহ্বান সত্ত্বেও শনিবারও সিরিয়ায় সহিংসতা ও হতাহতের খবর পাওয়া গেছে৷ রাজধানী দামেস্কে একদিন আগে সরকারি বাহিনীর গুলিতে নিহত চার জনের অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির হয়েছে হাজার হাজার মানুষ৷ কিন্তু সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় সমবেত মানুষের উপর আবারও হামলা চালিয়েছে আসাদের অনুসারী সশস্ত্র বাহিনী৷ তারা গুলি ও কাঁদানে গ্যাস ছুঁড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সমন্বয় পরিষদের মুখপাত্র মোহাম্মাদ সামি৷ এতে বেশ কিছু হতাহতের খবর দিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ