1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার আলেপ্পোয় সংঘর্ষ

২১ জুলাই ২০১২

সিরিয়ার সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে আলেপ্পো শহরে৷ আন্দোলনকারীরা জানিয়েছেন, দু’দিন ধরে সংঘর্ষ চলছে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম এই শহরে৷ অন্যদিকে, রাজধানী দামেস্কে এখন অস্বাভাবিক নিরবতা বিরাজ করছে৷

Demonstrators protest against Syria's President Bashar al-Assad at Al Hamra near Homs, July 20, 2012. The white flag (C) reads, "There is no god but Allah and Mohammad is the prophet". REUTERS/Shaam News Network/Handout (SYRIA - Tags: POLITICS CIVIL UNREST) FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS
ছবি: Reuters

লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার সকাল থেকে আলেপ্পোয় সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহী সেনাদের সংঘর্ষ অব্যাহত রয়েছে৷ দুপুরের পর থেকে সংঘর্ষ আরো বিস্তৃত হয়েছে৷ সংঘর্ষ বৃদ্ধি পাওয়ায় আলেপ্পোর সালেহেদিন এলাকা থেকে বাসিন্দারা সরে যেতে শুরু করেছে৷ বলাবাহুল্য, সিরিয়ায় গত ১৬ মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনে এর আগে এই শহরে সংঘর্ষ এতটা বিস্তৃত হয়নি৷

এদিকে, শুক্রবার সিরিয়ায় সংঘর্ষে নিহতের মোট সংখ্যা প্রকাশ করেছে অবজারভেটরি৷ সংগঠনটির দাবি অনুযায়ী, শুক্রবার সিরিয়ায় প্রাণ হারিয়েছে ২৩৩ ব্যক্তি৷ এদের মধ্যে ১৫৩ বেসামরিক নাগরিক, ৪৩ সেনা এবং ৩৭ বিদ্রোহী রয়েছে৷ সেদেশে আন্দোলন শুরুর পর থেকে অবশ্য একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার৷ দেশজুড়ে সেদিন নিহতের সংখ্যা ছিল ৩০২ ব্যক্তি৷

দামেস্কে গত সপ্তাহে ব্যপক সংঘর্ষের খবর পাওয়া গেলেও বার্তাসংস্থাগুলো জানাচ্ছে, বর্তমানে সেখানে অস্বাভাবিক নিরবতা বিরাজ করছে৷ শুক্রবার সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সরকারি সেনারা দামেস্কের মিদান এলাকা থেকে ভাড়াটে বিদেশি সন্ত্রাসীদেরকে পুরোপুরি হটিয়ে দিয়েছে এবং নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করেছে৷ বলাবাহুল্য, সিরিয়ার সরকার সেদেশের গণতন্ত্রপন্থী বিদ্রোহীদেরকে ‘সন্ত্রাসী' হিসেবে আখ্যা দিয়ে আসছে৷ সেদেশের শাসকগোষ্ঠী দামেস্কে সাংবাদিকদের জন্য একটি ভ্রমণের আয়োজন করে৷ এসময় সাংবাদিকরা ফাঁকা রাস্তা, বন্ধ দোকান আর বিভিন্ন ভবনে গুলির দাগ দেখেছেন৷

এদিকে, সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষণ মিশনের মেয়াদ শেষবারের মতো ত্রিশ দিন বাড়ানো হয়েছে৷ জাতিসংঘে ভোটাভুটিতে পর্যবেক্ষণ মিশনের মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট প্রদান করে সিরিয়ার মিত্র দেশ রাশিয়া এবং চীন৷ তবে এর আগে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত নিরাপত্তা পরিষদে উত্থাপিত এক প্রস্তাবে ভেটো প্রদান করে দেশ দুটি৷

এআই / এএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ