1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্রোহের মুখে আসাদ

৮ মার্চ ২০১২

আসাদ প্রশাসন থেকে নিজেকে সরিয়ে নিলেন সিরিয়ার উপ-তেলমন্ত্রী আবদো হুসামেলদিন৷ সিরিয়ার বেসরকারি প্রশাসনের এত উচ্চ পর্যায়ের কর্মকর্তার বিদ্রোহ এই প্রথম৷

Screenshot der Seite youtube.com Syrien Vize-Ölminister Abdo Hussameddinছবি: youtube.com

তবে প্রকাশ্যে এই পদত্যাগের ঘোষণা দেওয়ার মত সাহস দেখাতে পারেন নি আবদো হুসামেলদিন৷ ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন৷ তাতে তিনি বলেন, ‘‘আমি আমার বর্তমান পদ থেকে পদত্যাগ করছি এবং বাথ পার্টি থেকে সরে দাঁড়াচ্ছি৷ আমি গণমানুষের বিপ্লবে যোগ দিলাম৷'' হুসামেলদিন বর্তমান সরকারকে ‘ক্রিমিনাল' বলে অভিহিত করেন৷

পেশায় প্রকোশলী ৫৭ বছরের হুসামেলদিন চীন এবং রাশিয়ার কঠোর সমালোচনা করে বলেন, তারা সিরিয়ার জনগণের বন্ধু নয় বরং হত্যাযজ্ঞের সহযোগী৷ তিনি আরও বলেন, ‘‘আমি ৩৩ বছর ধরে সরকারে আছি৷ কিন্তু আমি আমার জীবন এই অপরাধীদের সঙ্গে থেকে সমাপ্ত করতে চাই না৷'' উল্লেখ্য, গত ২০০৯ সালে আসাদ সরকারের উপ-তেলমন্ত্রী হিসেবে নিয়োগ পান হুসামেলদিন৷

আন্তর্জাতিক মানবাধিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, সিরিয়ায় আসাদ সরকারের দমনাভিযানে আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ