1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া

৮ সেপ্টেম্বর ২০১২

সিরিয়ার আসাদ প্রশাসনকে দুর্বল করতে সেদেশের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ তবে সেখানকার বেসামরিক নাগরিকদের জন্য অর্থ সাহায্যও বাড়ানো হয়েছে৷

ARCHIV - Eine Europafahne weht am 15.09.2011 vor dem Reichstag in Berlin im Wind. Das Bundesverfassungsgericht hat einen wichtigen Teil der Verfahrensregeln für die deutsche Beteiligung an Nothilfen des Euro-Rettungsfonds EFSF vorläufig gestoppt. Die Entscheidungsrechte des Bundestags dürfen nicht von einem Sondergremium aus lediglich neun Parlamentariern wahrgenommen werden, entschied der Zweite Senat im Eilverfahren in einem am Freitag (29.10.2011) bekanntgegebenen Beschluss. Foto: Kay Nietfeld dpa (zu dpa 0353 vom 28.10.2011) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীরা সাইপ্রাসে দুই দিনের বৈঠক শেষে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নেন৷ গৃহযুদ্ধ পীড়িত সিরিয়া থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে পাফোস দ্বীপে বসে এই সিদ্ধান্ত নিয়েছেন ইইউর ২৭টি দেশের পররাষ্ট্র মন্ত্রীরা৷ সাইপ্রাসের পররাষ্টর মন্ত্রী এরাতো কোজাকু মার্কুলিস এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, বৈঠকে এই বিষয়ে সকলে একমত পোষণ করেছেন৷ সিরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে টেনে আনার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ উল্লেখ্য, জাতিসংঘে সিরিয়ার বিরুদ্ধে তিন দফা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া এবং চীন

তবে জাতিসংঘ না পারলেও ইইউ আসাদ প্রশাসনের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে৷ এই নিয়ে আসাদ প্রশাসনের ওপর ১৮ দফা নিষেধাজ্ঞা চাপাতে যাচ্ছে ইইউ৷ এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অস্ত্র থেকে শুরু করে তেল, মূল্যবান পণ্য আমদানি রপ্তানি বন্ধ করা, ভ্রমণে বাধা নিষেধ আরোপ, সম্পত্তি জব্দকরণ ইত্যাদি৷ এর মধ্যে ইইউ সিরিয়ার ১৫৫ জনের এবং ৫৩ টি প্রতিষ্ঠানের সম্পত্তি জব্দ করেছে৷ এরপরেও আসাদ প্রশাসনকে কাবু করতে আরও কঠোর হতে যাচ্ছে ইইউ-র এই নিষেধাজ্ঞা৷ তবে এই পদক্ষেপ কতটুকু কার্যকর হবে তা নিয়ে দ্বিমতও রয়েছে ইইউর ভেতর৷ যেমন সুইডেনের পররাষ্ট্র মন্ত্রী কার্ল বিল্ড্ট বলেন, আমার মনে হয় না বর্তমান পরিস্থিতিতে এর তেমন কোন প্রভাব পড়বে৷

গৃহযুদ্ধে আহত সিরিয়ার সাধারণ মানুষছবি: Getty Images

তবে নিষেধাজ্ঞার পাশাপাশি সিরিয়াতে মানবিক সহায়তা অব্যাহত রাখছে ইউরোপের দেশগুলো৷ শুক্রবার ব্রাসেলস সিরিয়ার জনগণের জন্য আরও ৫০ মিলিয়ন ইউরো সাহায্য দেবার ঘোষণা দিয়েছে৷ এখন পর্যন্ত মোট ২০০ মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে ইইউ৷ এদিকে জাতিসংঘ সিরিয়ার বিপর্যস্ত মানুষগুলোর জন্য ৩৪৭ মিলিয়ন ডলার সাহায্য চেয়েছে৷ আসাদ বিরোধী গণআন্দোলন শুরুর পর গত ১৮ মাসে অন্তত ১৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছে৷

এদিকে আলেপ্পোতে সেনা এবং বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ বার্তা সংস্থা এএফপি জানায়, সেখানকার একটি সেনা ঘাঁটি দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ চলছে৷ আলেপ্পোর উত্তরে আসাদের সেনাবাহিনী বিদ্রোহীদের হটিয়ে দেওয়ার দাবি করেছে৷ ট্যাংক ও হেলিকপ্টার নিয়ে তারা বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে৷ বিদ্রোহীদের ছয়টি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আসাদ সমর্থিত সেনাবাহিনী৷

আরআই / এএইচ (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ