1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে পুটিন

১ জুন ২০১২

বার্লিনে সামরিক অভিবাদনের মাধ্যমে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে স্বাগত জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ এসময় অবশ্য চ্যান্সেলর কার্যালয়ের সীমানার বাইরে ছিল সাধারণ মানুষের প্রতিবাদ, বিক্ষোভ৷

ছবি: dapd

সিরিয়ায় সহিংসতা দমনে জাতিসংঘের উদ্যোগে এক বড় বাধা রাশিয়া৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই সদস্য সিরিয়ার উপরে কড়া বিধিনিষেধ আরোপের পক্ষে নয়৷ ফলে নিরাপত্তা পরিষদে এসংক্রান্ত প্রস্তাবের বিপক্ষেই অবস্থান সেদেশের৷ এই নিয়ে যখন পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোচনা, তখনই জার্মানি, ফ্রান্স সফর করছেন পুটিন৷ তৃতীয়বার ক্রেমলিনে ফেরার পর এটাই তাঁর প্রথম বার্লিন সফর৷

দুই নেতার মধ্যে সম্পর্ক কি উষ্ণ হতে পারে?ছবি: Reuters

বার্লিনে দুই নেতার বৈঠকে ‘সিরিয়া' বিষয়টি অগ্রাধিকার পাবে, এমনটা বোঝা গিয়েছিল আগেই৷ বৈঠক শেষে সেদিকেই ইঙ্গিত দিলেন চ্যান্সেলর ম্যার্কেল৷ যৌথ সংবাদ সম্মেলনে ম্যার্কেল জানান, তিনি এবং পুটিন দু'জনই রাজনৈতিক পথে সিরিয়া সংকটের সমাধান চান৷ ম্যার্কেল বলেন, হুলায় সর্বশেষ হত্যাকাণ্ড আরো একবার সিরিয়ায় ভয়ংকর মানবিক বিপর্যয় এবং সেদেশে মানবাধিকার লঙ্ঘণের বিষয়টি ফুটিয়ে তুলেছে৷

তিনি বলেন, ‘‘আমরা দু'জনই একটি বিষয় পরিষ্কার করেছি যে, আমরা রাজনৈতিক সমাধান চাই এবং আনান'এর পরিকল্পনাকে এক্ষেত্রে ‘স্টার্টিং পয়েন্ট' হিসেবে বিবেচনা করা যেতে পারে৷ কিন্তু আমাদের সর্বশক্তি এবং ক্ষমতা নিয়ে কাজ করতে হবে, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে – আনানের পরিকল্পনা বাস্তবায়নে এবং প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক ব্যবস্থা গ্রহণে কাজ করতে হবে''৷

বৈঠক শেষে পুটিন বলেন, ‘‘সিরিয়ায় গৃহযুদ্ধের শঙ্কা তৈরি করছে এরকম কোন পক্ষকেই সমর্থন করছি না আমরা''৷ সিরিয়ার উপর কোন ধরনের শক্তি প্রয়োগেও রাজি নয় পুটিন৷

এর আগে, জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে বলেন, ‘‘আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, রাশিয়ার বোঝা উচিত আমরা যখন সিরিয়ায় সহিংসতা বন্ধে করতে চাইছি, তখন আসলে রাশিয়ার কৌশলগত সুবিধার বিরোধিতা করছি না৷'' তিনি বলেন, সিরিয়া সংকটে রাশিয়া এবং আসাদ শাসক গোষ্ঠীর প্রতি সেদেশের মনোভাব বড় ভূমিকা পালন করছে৷ তবে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে সতর্ক মনোভাব প্রকাশ করেছেন ভেস্টারভেলে৷ তাঁর মতে, রাজনৈতিক এবং কূটনৈতিক পথ কঠিন হলেও সংকট নিরসনে আমাদেরকে সে পথেই আগাতে হবে৷

ম্যার্কেল যখন বার্লিনে পুটিনকে স্বাগত জানান, তখন তাঁর কার্যালয়ের বাইরে কিছু মানুষ ছিল প্রতিবাদ মুখর৷ সেখানে একজনের হাতে রাশিয়ার পতাকার আদলে একটি ব্যানার শোভা পাচ্ছিল যাতে রাশিয়ান ভাষায় লেখা রয়েছে ‘পুটিন একজন চোর'৷ শুক্রবার দুপুরে বেলারুস থেকে বার্লিনে পৌঁছান পুটিন৷ এখান থেকে আবার প্যারিসে গন্তব্য তাঁর৷

উল্লেখ্য, সিরিয়ার হুলা হত্যাকাণ্ডের পর বেশ কয়েকটি পশ্চিমা দেশ সিরিয়ার রাষ্ট্রদূতদের বহিষ্কার করেছে৷ কিন্তু রাশিয়া এবং চীন এখনো সিরিয়ার প্রতি সমর্থন অব্যাহত রেখেছে৷ রবিবার অবশ্য হুলা হত্যাকাণ্ডের নিন্দা জানাতে জাতিসংঘের প্রস্তাবে সম্মত হয় দেশ দুটি৷ কিন্তু আপাতত সিরিয়ার বিরুদ্ধে এটুকু পদক্ষেপকে যথেষ্ট মনে করছে রাশিয়া৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ