1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার চরকে ছাড়ল ইসরায়েল

১০ জানুয়ারি ২০২০

গুপ্তচর সহ দুই সিরিয়কে মুক্তি দিল ইসরায়েল৷ বিনিময়ে তারা পেল ১৯৮২র যুদ্ধে নিখোঁজ সেনার দেহাবশেষ৷

ছবি: picture-alliance/dpa/EPA/A. Badarneh

গুপ্তচর সহ দু'জন সিরিয়ানকে মুক্তি দিল ইসরায়েল৷ বিনিময়ে তারা পেল নিখোঁজ সেনার দেহাবশেষ৷ সিরিয়ার গুপ্তচরকে মুক্তি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়ানহুর মুখপাত্র বললেন, 'এটা রাজনৈতিক শুভেচ্ছার উদাহরণ৷' এই শুভেচ্ছা বিনিময় যে সম্ভব হয়েছে, তার কারণ, রাশিয়ার মধ্যস্থতায় সমঝোতায় এসেছে সিরিয়া ও ইসরায়েল৷ সিরিয়ার গুপ্তচর  সিদকি আল মক্ত সহ দু'জন মুক্তি পেলেন৷ বিনিময়ে ১৯৮২তে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সময় নিখোঁজ সেনার দেহাবশেষ পেয়েছে ইসরায়েল৷ 

ইসরায়েল যে দু'জনকে ছেড়েছে, তাঁদের মধ্যে গুপ্তচর আল মক্ত ছাড়াও আছেন আমাল আবু সালাহ৷ তার বিরুদ্ধে ইসরায়েল সীমান্তে সিরিয়ান নাগরিককে হত্যার অভিযোগ ছিল৷ আল মক্ত হলেন গোল্ডেন হাইটসের বাসিন্দা, যা এখন ইসরায়েলের অধিকারে আছে৷ কিন্তু এখানের ড্রুজ সম্প্রদায়ের অনেকেই নিজেদের সিরিয় বলে মনে করেন৷ গোল্ডেন হাইটসে ২০ হাজারের বেশি ড্রুজ আছেন৷

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়ানহুর মুখপাত্র বলেছেন, ইসরায়েলের সেনার দেহাবশেষ সিরিায়া ফিরিয়ে দিয়েছে বলে রাজনৈতিক শুভেচ্ছার নিদর্শন রাখা হল৷ 

জিএইচ/এসজি(এএফপি, ইএফই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ