1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার জন্য ৪৫ মিলিয়ন ডলার

২৯ সেপ্টেম্বর ২০১২

বাশার আল-আসাদের অনুগত বাহিনী দামেস্কের পূর্বাঞ্চলে হামলা বাড়িয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ এছাড়া আলেপ্পো শহরেও লড়াই চলছে৷ এদিকে, সিরিয়ার জন্য অর্থ সহায়তা বাড়ালো অ্যামেরিকা৷

Members of the Free Syrian Army help a wounded colleague who was shot during clashes with Syrian Army forces in Aleppo September 27, 2012. REUTERS/ Zain Karam (SYRIA - Tags: CONFLICT)
ছবি: Reuters

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি'র পরিচালক রামি আব্দেল রাহমান বলেছেন, রাজধানী দামেস্কের দুমা ও হারাস্তার কাছে এবং বারজেহ উপকণ্ঠের পূর্ব ঘুতায় সরকারি বাহিনী অভিযান ও হামলা বাড়িয়েছে৷ ঐ অঞ্চলে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি রয়েছে এবং সরকারি সেনারা সেখান থেকে বিদ্রোহীদের চিরতরে বিদায় করতে চেষ্টা করছে বলে উল্লেখ করেন আব্দেল রাহমান৷ জানা গেছে, দামেস্ক প্রদেশের পূর্ব ঘুতা অঞ্চলে বিরোধী গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত ফ্রি সিরিয়ান আর্মির বেশ কিছু সুসংগঠিত দল রয়েছে৷ এদের মধ্যে তাজামো আনসার আল-ইসলাম দলটি মাত্র দু'দিন আগে দামেস্কের প্রাণকেন্দ্রে সেনা সদর দপ্তরে গাড়িবোমা নিয়ে হামলা চালায় এবং হামলার দায়িত্ব স্বীকার করে৷

দামেস্কের নাগরিক সাংবাদিক মাতার ইসমাইল বলেন, দামেস্কের উপর প্রতিশোধ নিচ্ছে সেনা বাহিনী৷ কিন্তু তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষদের৷ এছাড়া আলেপ্পো নগরীতেও বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে বলে জানিয়েছে অবজারভেটরি৷ শনিবার এসব সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হয়েছে৷ নিহতদের মধ্যে ১৯ জন বেসামরিক মানুষ এবং ১৮ জন সেনা সদস্য রয়েছে৷

এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে সিরিয়ার সংকট ও সম্ভাব্য সমাধানের বিষয় উঠে আসছে বিশ্ব নেতাদের বক্তব্যে৷ রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়ার সংকট সমাধানের আন্তর্জাতিক উদ্যোগ বাধাগ্রস্ত করার জন্য পশ্চিমা গোষ্ঠীগুলোকে দায়ী করেন৷ এর আগে, জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এবং আরব লিগ প্রধান নাবিল আল-আরাবি উদ্বেগ প্রকাশ করে বলেন, সিরিয়া আঞ্চলিক যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে৷

অন্যদিকে, সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থানের সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন৷ সিরিয়ার মিত্রদের এক বৈঠকে ক্লিন্টন বলেন, ‘‘এতে কোন সন্দেহ নেই যে, দামেস্কে নিজেদের সমর্থকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করতে থাকবে ইরান৷'' এছাড়া হিলারি ক্লিন্টন সিরিয়ার যুদ্ধপীড়িত মানুষের সহায়তায় আরো ৪৫ মিলিয়ন ডলার অর্থ প্রদানের ঘোষণা দিয়েছেন৷

এর মধ্যে ৩০ মিলিয়ন ডলার খরচ করা হবে সিরিয়ার মানুষের কাছে ত্রাণ সহায়তা প্রেরণ এবং চিকিৎসা সেবার জন্য৷ আর ১৫ মিলিয়ন ডলার দেওয়া হবে সিরিয়ার বেসামরিক বিরোধী গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডে সহায়তার জন্য৷ এই সহায়তার আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় পাঠাবে কম্পিউটার, মোবাইল ফোন এবং ক্যামেরাসহ ১১০০ যোগাযোগ উপকরণ এবং প্রায় এক হাজার সমাজকর্মীকে প্রশিক্ষণ প্রদান করবে৷

এএইচ / জেডএইচ (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ