1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার দিয়ার আল-জাওয়ার শহরে গোলাবর্ষণ

৮ আগস্ট ২০১১

সিরিয়ার সেনাবাহিনী সেদেশের পূর্বাঞ্চলের শহর দিয়ার আল-জাওয়ার’এ দ্বিতীয়দিনের মতো অভিযান অব্যাহত রেখেছে৷ এদিকে, সেদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সৌদি আরব এবং কুয়েত৷ ইইউ সিরিয়ার উপরে আরো নিষেধাজ্ঞার পক্ষে৷

epa02851538 A TV grab taken from Al Arabiya channel on 01 August 2011 shows smoke rising in the sky following attacks by the Syrian army on the city of Hama, Syria. According to media reports on 01 August, protesters held overnight pro-democracy demonstrations in several parts of Syria in the aftermath of a weekend crackdown by security forces that left more than 130 people dead. Protesters took to the streets in the capital Damascus, the central city of Homs and Deir al-Zour in eastern Syria to show solidarity with the central city of Hama where activists said around 97 people were killed by security forces on 31 July. EPA/AL ARABIYA / HANDOUT BEST QUALITY AVAILABLE HANDOUT EDITORIAL USE ONLY/NO SALES +++(c) dpa - Bildfunk+++
দিয়ার আল-জাওয়ার শহরে সেনা অভিযানছবি: picture alliance/dpa

সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি

নিজ দেশের বেসামরিক গণতন্ত্রপন্থীদের উপর দমনপীড়ন বন্ধে সিরিয়ার উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে৷ তা সত্ত্বেও থেমে নেই সিরিয়ার সেনাবাহিনী৷ দিয়ার আল-জাওয়ার শহরে রবিবার গুলি এবং গোলাবর্ষণ করে সেনাবাহিনী৷ এতে প্রাণ হারায় কমপক্ষে ৫০ ব্যক্তি৷ সোমবার ভোর থেকে আবারো সে শহরে গোলাবর্ষণ শুরু করেছে নিরাপত্তাবাহিনী৷ প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তাসংস্থাগুলো জানাচ্ছে, নিরাপত্তাবাহিনী অভিযানে ট্যাংক এবং মেশিনগান ব্যবহার করছে৷ সেনা অভিযানে আহত সাধারণ মানুষ সরকারি হাসপাতালে যেতে ভয় পাচ্ছে৷ কেননা, সরকারি গোয়েন্দারা হাসপাতালে অবস্থান করছে৷ অন্যদিকে, সহিংসতার কারণে বেসরকারি হাসপাতালও বন্ধ৷ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ'এর পদত্যাগের দাবিতে সেদেশে গত কয়েকমাস ধরে চলছে সরকারবিরোধী আন্দোলন৷ মানবাধিকার সংস্থাগুলোর দাবি, গত মার্চ থেকে চলা এই আন্দোলনে এখন পর্যন্ত কমপক্ষে ১,৭০০ ব্যক্তি প্রাণ হারিয়েছে৷ এছাড়া আরো কয়েক হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী৷

ছবি: privat

সিরিয়া সরকারের এ দমনপীড়ন প্রসঙ্গে আন্তর্জাতিক সমাজ

কুয়েত এবং সৌদি আরব সিরিয়া থেকে নিজ নিজ দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে৷ এক বিবৃতিতে সৌদি কিং আব্দুল্লাহ জানিয়েছেন, সৌদি সরকারের কাছে সিরিয়ার বর্তমান পরিস্থিতি গ্রহণযোগ্য নয়৷ কেননা, সেখানে যাকিছু হচ্ছে তা ন্যায়সংগত নয়৷ একইসঙ্গে কিং আব্দুল্লাহ সিরিয়া সরকারকে অবিলম্বে ‘ডেথ মেশিন' বন্ধের আহ্বান জানান৷ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আল-সাবাহ জানিয়েছেন, সিরিয়ার হত্যাযজ্ঞ কেউ মেনে নিতে পারে না৷ সামরিক অভিযান অবশ্যই বন্ধ করতে হবে৷ এছাড়া সিরিয়ার পাশের দেশ জর্ডানও বাশার সরকার'এর সমালোচনা করে বলেছে, সহিংসতা নিরসনে দ্রুত সংলাপ এবং সংস্কার কর্মসূচি শুরু করতে হবে৷ বলাবাহুল্য, আরব বিশ্ব মুখ খোলায় এবার আরো চাপে পড়লেন বাশার আল-আসাদ৷

সিরিয়া ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন'এর বর্তমান অবস্থান

ইউরোপের দেশগুলো সিরিয়ার বিভিন্ন ব্যক্তির উপর আরো নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করছে৷ বিশেষত, সেদেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ীদের উপর আরো নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ইউরোপীয় ইউনিয়ন৷ ইতিমধ্যে সিরিয়ার উপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ৷ একইসঙ্গে কয়েকজন সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের সম্পদ জব্দ ও তাদেরকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে৷ নিষিদ্ধের এই তালিকা আরো বড় করতে পারে ইইউ৷ তবে, সিরিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিশেষ করে সেদেশ থেকে তেল এবং গ্যাস ক্রয়ের উপর নিষেধাজ্ঞার দিকে এখনই যাচ্ছে না ইউরোপ৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ