1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই শহরে আইএস-এর হামলা

২৬ জুন ২০১৫

দু’দিন আগেই সহযোদ্ধাদের প্রতি প্রতিপক্ষের পায়ের নীচের মাটি কাঁপিয়ে দেয়ার আহ্বান জানিয়েছিলেন ইসলামিক স্টের-এর (আইএস) এক মুখপাত্র৷ বৃহস্পতিবারই হামলা এবং সে হামলায় দু’টি শহরে মারা গেছে অন্তত ৮৫ জন৷

Türkei Grenze Syrien Kobane Soldaten Kämpfe Rauch
ছবি: Getty Images/AFP

ইসলামি জঙ্গি সংগঠন আইএস-এর মুখপাত্র আবু মোহাম্মদ আল-আদনানি ঠিক দু'দিন আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, চলমান যুদ্ধে তারা কিছু খণ্ডযুদ্ধে হেরে যেতে পারেন৷ তবে পাশাপাশি এ কথাও বলেছিলেন, এমন হারের মাধ্যমে কখনোই তাদের সার্বিক পরাজয় সূচিত হবে না৷ সতীর্থদের প্রতি পবিত্র রমজান মাসেই প্রতিপক্ষের ‘পায়ের নীচের মাটি কাঁপিয়ে দেয়া'-র আহ্বানও জানিয়েছিলেন তিনি৷

বৃহস্পতিবার সিরিয়ার হাসাকেহ ও কোবানি শহরে যুগপৎ হামলা চালায় আইএস৷ উত্তরাঞ্চলের শহর হাসাকেহর একাংশ এখন আইএস-এর দখলে৷ শহরের দুই অংশে এতদিন কুর্দি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর নিয়ন্ত্রণ ছিল৷

গত জানুয়ারিতে সিরিয়ার আরেক শহর কোবানি থেকে আইএস জঙ্গিদের বিতাড়িত করেছিল কুর্দিরা৷ বৃহস্পতিবার সেই শহরেও ঢুকে পড়ে আইএস৷ কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিট ওয়াইপিজি-র এক মুখপাত্র অবশ্য বলেছেন, সরাসরি যুদ্ধ করে আইএস জঙ্গিরা কোবানিতে প্রবেশ করেনি৷ তিনি জানান, জঙ্গিরা সিরীয় বিদ্রোহীদের পোশাক পরে এবং তাদের পতাকা হাতে নিয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করেছে৷ শহরে প্রবেশ করে প্রচণ্ড হামলা শুরু করে আইএস৷ এক প্রত্যক্ষদর্শীর দেয়া তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে কিছু ভবনের দখল নিয়ে নিলেও তাদের ঘিরে ফেলার চেষ্টা করছে কুর্দিরা৷ নিজেদের রক্ষা করতে আইএস জঙ্গিরা সাধারণ মানুষকে মানববর্ম হিসেবে ব্যবহার করছে বলেও জানিয়েছেন তিনি৷

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কোবানিতে ৩৫ জন মারা গেছে৷ অন্যদিকে হাসাকেহ-তে নিহত হয়েছে অন্তত ৫০ জন৷

এসিবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ