1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সহায়তার উদ্যোগ

২৫ এপ্রিল ২০১২

সিরিয়ার পাঁচ লাখ মানুষকে খাদ্য সরবরাহের ঘোষণা দিয়েছে জাতিসংঘ৷ আগামী কয়েক সপ্তাহে এই খাদ্য সহায়তা দেওয়া হবে৷ এদিকে, দামেস্কে মঙ্গলবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে৷

In this photo released by the Syrian official news agency SANA, a UN observer and Syrian army officer, left, listen to Syrian citizens during their visit to the pro-Syrian regime neighborhoods, in Homs province, central Syria, on Monday April 23, 2012. United Nations observers monitoring Syria's shaky cease-fire visited a string of rebellious Damascus suburbs Monday, while the European Union looked set to levy new sanctions to increase the pressure on President Bashar Assad's regime. (Foto:SANA/AP/dapd)
সিরিয়ার হোমস শহরে জাতিসংঘের পর্যবেক্ষকবৃন্দছবি: AP

জাতিসংঘের পরিকল্পনা ছিল আড়াই লাখ মানুষকে সহায়তা দেওয়ার৷ কিন্তু সিরিয়ার পরিস্থিতি বিবেচনায় এনে সংখ্যাটি বাড়িয়েছে আন্তর্জাতিক এই সংগঠন৷ পাঁচ লাখ মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে এবার৷ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এক বিবৃতিতে জানিয়েছে, খাদ্য সরবরাহের ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে সংস্থাটি৷ তবুও সিরিয়া আরব রেড ক্রিসেন্ট এর অনুরোধে সহায়তার পরিমাণ বাড়ানো হচ্ছে এবং সিরিয়ায় প্রয়োজনীয় অনুমতি পেলে এই কর্মসূচির পরিধি বাড়ানো হবে৷

বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক এরথারিন কাজিন বিবৃতিতে বলেছেন, যেহেতু সহিংসতা অব্যাহত রয়েছে, এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দারা তাদের পরিবারের জন্য খাবার সংগ্রহ করতে কঠোর পরিশ্রম করছে৷ বিশ্ব খাদ্য কর্মসূচি সিরিয়ার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাদ্য স্বল্পতার আশঙ্কার বিষয়ে উদ্বিগ্ন৷

বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র এলিজাবেথ বায়ার এক সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে বলেন, ‘‘এপ্রিলের শেষ নাগাদ আমরা আড়াই লাখ মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছাতে চাই৷ এবং এরপর আমরা আগামী কয়েক সপ্তাহে পাঁচ লাখ মানুষের কাছে সহায়তা পৌঁছানোর লক্ষ্যে কাজ করব৷''

হোমস নগরীর ধ্বংসাবশেষছবি: picture-alliance/dpa

সিরিয়ার মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছাতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ছে বিশ্ব খাদ্য সংস্থা, সংবাদ সম্মেলনে একথা স্বীকার করলেন এলিজাবেথ৷ একই সঙ্গে তিনি বলেন, যে পাঁচ লাখ মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, তারা সিরিয়ার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা৷ বলাবাহুল্য সিরিয়ার মোট জনসংখ্যা দুই কোটি ত্রিশ লাখের কিছু কম৷

এলিজাবেথ আরও বলেন, সিরিয়ার আরো ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য সরবরাহ করতে অনুমতি প্রয়োজন এবং সেই অনুমতির জন্য প্রায় সব আন্তর্জাতিক সংস্থাই অপেক্ষা করছে৷ বিশ্ব খাদ্য কর্মসূচির ফ্যামিলি পার্সেলে মূলত চাল, ডাল, চিনি, রান্নার তেল, পেস্তা এবং প্যাকেটজাত মাংস রয়েছে৷

বলাবাহুল্য, জাতিসংঘের সহায়তা সংস্থাগুলো বাধার কারণে সিরিয়ার অনেক এলাকায় সহায়তা পৌঁছাতে পারছে না৷ তবে গতমাসে সিরিয়ার কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে এক যৌথ মুল্যায়নে দেখা গেছে, সেদেশের কমপক্ষে দশ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন৷

বিশ্ব খাদ্য কর্মসূচি গত এক মাস ধরে সিরিয়ার হোমস, হামা, ইডলিব এবং দামেস্কের প্রত্যন্ত অঞ্চলসহ কয়েক এলাকায় এক লাখ মানুষকে মানবিক সহায়তা প্রদান করেছে৷ এলিজাবেথের তথ্য অনুযায়ী, বিশ্ব খাদ্য কর্মসূচির খাদ্য সহায়তা সড়ক পথে তুরস্ক থেকে কিংবা সমুদ্র পথে সিরিয়ার বন্দরনগরী তার্তুস হয়ে দামেস্কে পৌঁছায়৷ এরপর সেখান থেকে রেড ক্রিসেন্টের মাধ্যমে সিরিয়ার বিভিন্ন এলাকায় সহায়তা পৌঁছাচ্ছে৷ এভাবে সিরিয়ার ১৪টি প্রদেশের মধ্যে ১১টিতে সহায়তা পাঠানো সম্ভব৷

এদিকে, যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ায় সহিংসতা অব্যাহত রয়েছে৷ মঙ্গলবার রাজধানী দামেস্কে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটেছে৷ পৃথক আরেকটি ঘটনায় রাজধানীতে মারা গেছে কমপক্ষে তিন সেনা কর্মকর্তা৷ জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কোফি আনানের মধ্যস্থতায় গত ১২ই এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলছে সিরিয়ায়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ