1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামার গোপন চুক্তি

২ আগস্ট ২০১২

সিরিয়ায় বিদ্রোহীরা বৃহস্পতিবার সকালে উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর একটি বিমান ঘাঁটিতে হামলা করেছে৷ বিদ্রোহী দমনে ব্যবহৃত হওয়া সরকারি হেলিকপ্টারগুলো এই ঘাঁটি থেকেই উড়তো বলে জানা গেছে৷

Syrian rebel fighters stand on top of a government tank captured two days earlier at a checkpoint in the village of Anadan, about five kilometres (3.8 miles) northwest of Aleppo, on August 01, 2012. The strategic checkpoint of Anadan secures the rebel fighters free movement between the northern city of Aleppo and Turkey, a Free Syrian Army commander and an AFP journalist said. AFP PHOTO/AHMAD GHARABLI (Photo credit should read AHMAD GHARABLI/AFP/GettyImages)
ছবি: AHMAD GHARABLI/AFP/GettyImages

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা এসওএইচআর বলছে, বিদ্রোহীরা একটি ট্যাঙ্ক দিয়ে ঐ ঘাঁটিতে হামলা করে৷ বিদ্রোহীরা ক’দিন আগে এই ট্যাঙ্কটিই সরকারি বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল৷

বিদ্রোহীদের সাহায্য করার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গোপন একটি চুক্তিতে সই করেছেন বলে সিএনএন আর এনবিসি সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে৷ তবে মার্কিন বাহিনী কীভাবে এই সহায়তার কাজটি করবে তা জানা যায়নি৷

এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এখনো ক্ষমতায় থাকলেও এখনই ‘আসাদ বিহীন সিরিয়া’ কীভাবে চলবে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে৷ জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ আর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লেওন প্যানেটা বৃহস্পরতিবার নিজেদের মধ্যে এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন৷

তাদের মধ্যে কী কথা হয়েছে সে সম্পর্কে পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল বলেন, সিরিয়ার উপর বর্তমানে যে আন্তর্জাতিক চাপ রয়েছে সেটা বলবৎ রাখতে হবে৷ যতদিন পর্যন্ত না প্রেসিডেন্ট আসাদ সরে যাচ্ছেন, ততদিন পর্যন্ত চাপ দিয়ে যেতে হবে৷ সিরিয়ার জনগণ নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার রাখে বলে মনে করেন ঐ দুই নেতা৷ এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও জর্ডান একসঙ্গে কাজ করবে বলেও একমত পোষণ করেছেন তাঁরা৷

উল্লেখ্য, জর্ডানে প্রায় দেড় লক্ষ সিরীয় নাগরিক আশ্রয় নিয়ে আছে৷ সব মিলিয়ে প্রায় আড়াই লক্ষ সিরীয় বর্তমানে অন্যান্য দেশে আশ্রয় নিয়ে আছে৷

এদিকে, এসওএইচআর সংস্থা বলছে, দামেস্কের দক্ষিণ-পশ্চিমের একটি এলাকা থেকে বুধবার প্রায় একশো জন তরুণকে ধরে নিয়ে যায় সরকারি বাহিনী৷ এদের ৪৩ জনের লাশ পাওয়া গেছে৷ মৃতদেহগুলোতে পাওয়া গেছে নির্যাতনের চিহ্ন৷ এছাড়া কয়েকজনকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি৷

সিরিয়া নিয়ে জাতিসংঘে শুক্রবার আবারও একটি ভোটাভুটি অনুষ্ঠিত হবে৷ আরব লিগের তৈরি করা ঐ নিষেধাজ্ঞা প্রস্তাবে প্রেসিডেন্ট আসাদকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে৷ এর আগেও এ ধরণের প্রস্তাব নিয়ে ভোট হয়েছে৷ তবে রাশিয়া আর চীন বরাবরই তাতে ভেটো দিয়েছে৷ এবারও তেমনটাই করবে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে রাশিয়া৷ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের নেতৃত্বে তৈরি করা ঐ প্রস্তাবটি ‘ভারসাম্যহীন’৷

প্রেসিডেন্ট আসাদের শাসনের বিরুদ্ধে গত প্রায় ১৭ মাস ধরে সিরিয়ায় বিক্ষোভ চলছে৷ এসব ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা৷

জেডএইচ / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ