1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার বিরুদ্ধে আরো কঠোর ইইউ

১৫ অক্টোবর ২০১২

চাপ বাড়ছে সিরিয়ার ওপর৷ জরুরি বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রমন্ত্রীরা৷ সিরিয়ার আরো ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন তাঁরা৷

ছবি: AP

সোমবার লুক্সেমবুর্গে শুরু হয়েছে এ বৈঠক৷ আগের দিন ইইউ মন্ত্রীরা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন৷ সেখানেও সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে সিরিয়া প্রসঙ্গ৷ জাতিসংঘের সর্বশেষ অধিবেশনে রাশিয়া ও চীন সিরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সরাসরি কোনো ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি জানায়৷ সোমবারের বৈঠকে সিরিয়ার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্তই নিয়েছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা৷ সে দেশের ২৮ ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে৷ এ প্রস্তাব অনুমোদিত হওয়ার সম্ভাবনাই বেশি৷ হলে ২০১১-র মে মাসের পর থেকে এটা হবে সিরিয়ার ওপর ২০তম অবরোধ৷

সিরিয়া প্রসঙ্গে রাশিয়ার অবস্থান নিয়ে হতাশাই ঝরেছে উইলিয়াম হেগের কণ্ঠে৷ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে আলোচনায় সিরিয়ার বিষয়ে কোনো অগ্রগতি তিনি লক্ষ্য করেননি৷ তবে ইটালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ-রাশিয়ার যৌথ বিষয়গুলোতে তিনি ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা দেখেছেন৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে সিরিয়ার বর্তমান পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘‘আমি মনে করি এ বৈঠকে সিরিয়ার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে৷ সংশ্লিষ্টদের সবাইকে বুঝতে হবে যে ওখানকার পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ হচ্ছে৷''

জাতিসংঘের দূত লাখদার ব্রাহিমিও সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কিত৷ সেখানে যত তাড়াতাড়ি সম্ভব রক্তপাত বন্ধ করা দরকার – তবে তা যে এ মুহূর্তেই সম্ভব নয় সেটা মেনে নিয়ে আপাতত একটা যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন তিনি৷ এ মাসের শেষ দিকে পবিত্র ঈদ-উল আযহা উদযাপন করবেন মুসলমানরা৷ ওই সময়ে চারদিন বাশার আল আসাদের অনুগত বাহিনী ও বিদ্রোহীদের প্রতি যুদ্ধ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তিনি৷

এসিবি/এসবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ