1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া

২১ আগস্ট ২০১২

সিরিয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ আর তাঁর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ৷

President Barack Obama speaks in the White House briefing room in Washington, Monday, Aug. 20, 2012. (AP Photo/Pablo Martinez Monsivais)
Barack Obama USA Presseছবি: dapd

সিরিয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মুখে এতদিন যা শোনা গেছে তার মধ্যে সবচেয়ে কঠোর মন্তব্যটি এসেছে সোমবার৷ এদিন তিনি বলেন, সিরিয়া যদি বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার শুরু করে তাহলে তার পরিণতি শুভ হবে না৷ তিনি বলেন, ‘‘রাসায়নিক অস্ত্রের ব্যবহার শুধু সিরিয়ার জন্য নয়, এটা ঐ অঞ্চলে আমাদের ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের জন্যও উদ্বেগের বিষয়৷ ফলে আসাদ সহ অন্যান্যদের আমি বলতে চাই যে, যদি রাসায়নিক অস্ত্র ব্যবহারের মতো ঘটনা ঘটে, তাহলে এতদিন আমি সিরিয়ায় সামরিক অভিযান চালানোর বিপক্ষে থাকলেও সেটাতে পরিবর্তন আসতে পারে৷’’

এদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ সিরিয়ার ব্যাপারে কোনো একমুখী সিদ্ধান্ত না নিতে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন৷ চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি এ মন্তব্য করেন৷ লাভরভ বলেন, চীন ও রাশিয়া মনে করে কোনো সিদ্ধান্ত একা নেয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের চার্টারের লঙ্ঘন৷

সিরিয়ার বিদ্রোহীরাছবি: Reuters

সিরিয়ার আলেপ্পোতে দায়িত্ব পালন কালে জাপানের নারী সাংবাদিক মিকা ইয়ামামোতো নিহত হয়েছেন৷ তাঁর সঙ্গে থাকা সহকর্মী কাজুতাকা সাতো জানিয়েছেন যে, তাঁরা ১০ থেকে ১৫ জন সরকারি সেনার সামনে পড়ে গিয়েছিলেন এবং ঐ সেনাদের গুলিতেই ইয়ামামোতো নিহত হন৷ ‘জাপান প্রেস’ নামের একটি ছোট, কিন্তু প্রভাবশালী মাধ্যমের সাংবাদিক ছিলেন ইয়ামামোতো৷ ৪৫ বছর বয়েসি এই সাংবাদিক এর আগে বহু যুদ্ধ কাভার করেন৷

ইয়ামামোতো সহ এখন পর্যন্ত সিরিয়ায় চার বিদেশি সাংবাদিক নিহত হলেন৷ এদিকে লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মঙ্গলবার আরও তিন বিদেশি সাংবাদিক নিখোঁজ হয়েছেন সিরিয়ায়৷ এর মধ্যে দুজন মার্কিন সহায়তায় পরিচালিত আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল হুররা’য় কাজ করেন৷ এই দু’জনের মধ্যে লেবাননের একজন নারী রয়েছেন৷

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ মঙ্গলবার বিদ্রোহী ‘ফ্রি সিরিয়ান আর্মি’র প্রতিনিধি দলের সঙ্গে প্যারিসে আলোচনায় মিলিত হবেন৷ এর আগে তিনি সোমবার সিরিয়া বিষয়ে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমির সঙ্গে বৈঠক করেন৷

এদিকে সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পোর দুই তৃতীয়াংশ দখলের কথা বললেও দামেস্কের নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা এএফপি’র কাছে সেটা ঠিক নয় বলে দাবি করেছে৷

জেডএইচ / ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ