1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতিসংঘের নতুন পরিকল্পনা

৩০ মে ২০১২

সিরিয়ার হিলায় গতকাল প্রায় আরো ১০৮ জন মারা যায়৷ এর ফলে জাতিসংঘ সিরিয়ার বিরুদ্ধে নতুন একটি পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নিতে চলেছে৷ যার পুরোপুরি বিরোধীতা করছে রাশিয়া৷

ছবি: picture-alliance/dpa

রাশিয়া জানিয়েছে কোফি আনান'এর ‘শান্তি প্রক্রিয়া'-র ওপর জোর দেয়া উচিত৷ এই প্রক্রিয়া বাস্তবায়নে আরো সময় লাগতে পারে, সেই সময় দেয়া উচিত৷ রাশিয়া কোনোভাবেই চাইছে না যে সিরিয়ার বিরুদ্ধে কঠিন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হোক৷

যে বিষয়টি নিয়ে কখনোই আলাপ-আলোচনা হয়নি, সেটাই এখন সবার মনে দোলা দিচ্ছে – তা হল সামরিক অভিযান৷ বেশ কয়েকজন নেতা এ বিষয়ে একমত পোষণ করেছেন, এমন কি নবনির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ'ও সামরিক অভিযানের কথা বেশ কয়েকবার বলেছেন৷

দামেস্কে কোফি আনান’এর সঙ্গে বাশার আল-আসাদছবি: picture-alliance/dpa

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী গেনাডি গাটিলভ জানিয়েছেন, সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ ইতিমধ্যেই বেশ কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করেছে৷ তিনি বলেন, ‘‘এই মুহূর্তে আরো কঠিন কিছু করার সিদ্ধান্ত নেয়ার যথার্থ সময় এখনো আসেনি৷ আমাদের উচিত কোফি আনানের ‘শান্তি প্রক্রিয়া'-র ওপর জোর দেয়া৷'' গাটিলভ আরো বলেন, ‘‘এই মুহূর্তে অন্যান্য রাষ্ট্র, বিশেষ করে পশ্চিমা বিশ্বের উচিত সিরিয়ার বিরোধীদের ওপর কিছুটা হলেও চাপ প্রয়োগ করা৷''

বলা প্রয়োজন, সিরিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছিল জাতিসংঘ৷ রাশিয়া এবং চীনের ‘ভিটো' শক্তি প্রয়োগের কারণে তা সম্ভব হয়নি৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার (এএফপি)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ