1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রধান আলোচকের পদত্যাগ!

৩০ মে ২০১৬

জাতিসংঘের উদ্যোগে সিরিয়ার সরকার ও বিরোধীদের মধ্যে সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া তিন দফা শান্তি আলোচনা সফল না হওয়ায় পদত্যাগ করেছেন মোহাম্মদ আলুশ৷ তিনি সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠী এইচএনসি-র প্রধান ছিলেন৷

Genf Friedensgespräche zu Syrien - Mohamed Alloush
ছবি: Reuters/D. Balibouse

সিরিয়ার সৌদি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ‘আর্মি অফ ইসলাম' এর সদস্য আলুশ৷ আন্তর্জাতিক আলোচনায় অংশ নেয়ার যথেষ্ট অভিজ্ঞতা না থাকলেও তাঁকে ‘হাই নেগোসিয়েশনস কমিটি' (এইচএনসি)-র প্রধান করা হয়েছিল৷ জাতিসংঘের উদ্যোগে হয়ে যাওয়া তিন দফা শান্তি আলোচনায় আলুশ অংশ নিয়েছেন৷ কিন্তু এসব আলোচনা ‘অসফল' হওয়ায় রবিবার পদত্যাগ করেন তিনি৷ টুইটারে আলুশ লিখেছেন, ‘‘সিরীয় সরকারের একগুঁয়েমি ও সিরিয়ার সাধারণ জনগণের উপর তাদের প্রতিনিয়ত বোমা বর্ষণের কারণে তিন দফা আলোচনা অসফল হয়েছে৷'' এছাড়া অবরোধ তুলে নেয়া, সিরিয়ায় সাহায্য পাঠানো ও বন্দি মুক্তির মতো বিষয়গুলোতে সিরিয়ার সরকারের উপর চাপ সৃষ্টিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অক্ষমতারও সমালোচনা করেন তিনি৷ আলুশ বলেন, ‘‘একের পর এক আলোচনা সিরিয়ার জনগণের ভাগ্য উন্নয়নে কোনো কাজে আসছে না৷''

উল্লেখ্য, তিন দফা আলোচনা শেষে চলতি মাসের শেষে আরও এক দফা আলোচনা হওয়ার কথা ছিল৷ কিন্তু সিরিয়ায় জাতিসংঘের শান্তি দূত স্টেফান ডি মিস্টুরা বৃহস্পতিবার জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা নেই৷

সিরিয়ায় গত পাঁচ বছর ধরে চলা যুদ্ধের সমাপ্তি ঘটাতে একটি রাজনৈতিক সমাধানের লক্ষ্যে জাতিসংঘ এই শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে৷ কিন্তু বিরোধী ও সরকারপক্ষ তাদের দাবিতে অনড় থাকায় আলোচনায় কোনো অগ্রগতি হয়নি৷ বিরোধী পক্ষের দাবি, শান্তি চুক্তিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে৷ তবে সরকার পক্ষের আলোচকরা বলছেন, প্রেসিডেন্ট হিসেবে আসাদের ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হবে না৷

সিরিয়ার যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় দুই লক্ষ ৮০ হাজার জন৷ গৃহহীণ হয়েছে কয়েক লক্ষ মানুষ৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

সিরিয়ার সমস্যা সমাধানের উপায় কী? জানাতে পারেন নীচে মন্তব্যের ঘরে...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ