1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বীকৃতি দেয়ার পথে ইইউ

১১ ডিসেম্বর ২০১২

সিরিয়ার বিরোধীদের জোট ‘সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল’ এসএনসি-কে স্বীকৃতি দেয়ার পথে এগোচ্ছে ইউরোপীয় ইউনিয়ন৷ ব্রাসেলসে এসএনসি প্রধান আহমেদ মোয়াজ আল-খতিবের সঙ্গে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এ কথা জানানো হয়েছে৷

ছবি: AP

বৈঠকে উপস্থিত ছিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে৷ বৈঠক শেষে তিনি বলেন, ‘‘এসএনসি-র মর্যাদায় উন্নতি আনার এটাই সঠিক সময়৷ আমরা মনে করি এর মাধ্যমে আসাদ সরকারকে হটানোর প্রক্রিয়া আরও জোরদার হবে৷''

উল্লেখ্য, ইইউ সদস্য দেশ ব্রিটেন আর ফ্রান্স ইতিমধ্যে এসএনসি-কে পূর্ণ স্বীকৃতি দিয়েছে৷

এদিকে নরওয়ের রাজধানী অসলোতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে এ বছরের বিজয়ী সংস্থা ইইউ-র প্রেসিডেন্ট জোসে মানুয়েল বারোসো বলেছেন, ‘‘সিরিয়ার বর্তমান পরিস্থিতি বিশ্বের জন্য একটা কলঙ্ক হয়ে রয়েছে৷ তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব হলো সেটার সমাধান করা৷''

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লেওন পেনেট্টা বলেছেন, বিদ্রোহীদের দমাতে সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন কোনো নতুন উদ্যোগের প্রমাণ আর পাওয়া যায় নি৷ তবে যুক্তরাষ্ট্র বিষয়টা সবসময় পর্যবেক্ষণে রাখবে বলে তিনি জানিয়েছেন৷

এদিকে জাতিসংঘের হিসেবে বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া সিরীয় শরণার্থীর সংখ্যা পাঁচ লক্ষ পেরিয়ে গেছে৷

ব্রিটেনের ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট' পত্রিকা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহীদের প্রশিক্ষণ দেয়া এবং তাদের আকাশ ও নৌপথে সহায়তা দেয়ার পরিকল্পনা করছে ব্রিটেন সহ আন্তর্জাতিক বিশ্ব৷ এজন্য ব্রিটেনের সামরিক প্রধান জেনারেল ডেভিড রিচার্ডস সম্প্রতি ফ্রান্স, তুরস্ক, জর্ডান, কাতার, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বলে পত্রিকাটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে৷

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের অনুরোধে বৈঠকটি হয়েছে৷ তবে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেনি৷

এদিকে, বুধবার মরক্কোতে ‘ফ্রেন্ডস অফ সিরিয়া'-র বৈঠক অনুষ্ঠিত হবে৷ যুক্তরাষ্ট্র সেখানে এসএনসি-র প্রতি তাদের সমর্থনের কথা জানাতে পারে৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলার ক্লিন্টনের বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি সেখানে যেতে পারছেন না৷ তাঁর পরিবর্তে উপ-পররাষ্ট্রমন্ত্রী বিল বার্নস বৈঠকে উপস্থিত থাকবেন৷

কূটনীতিক পর্যায়ে সিরিয়া বিরোধীদের এই তৎপরতার খবরের সঙ্গে যোগ হয়েছে মাঠ পর্যায়ের বিদ্রোহীদের একটি সাফল্যের খবর৷ লন্ডন ভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানিয়েছে, বিদ্রোহীরা আলেপ্পোর সর্বশেষ গুরুত্বপূর্ণ সেনাঘাঁটিটি দখল করে নিয়েছে৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ